ভিসা চেক অনলাইন ২০২৪

বৈধ ভাবে বাংলাদেশ থেকে বিশ্বের যেকোনো দেশে যেতে ভিসা প্রয়োজন হবে। ভিসা এতটাই গুরুত্বপূর্ণ যে ডুপ্লিকেট ভিসার মাধ্যমে বিদেশ গেলেও সমস্যা হবে। আর বর্তমানে অনেক এজেন্সি আছে যারা কম টাকায় ভুয়া ভিসা বানিয়ে বিদেশ পাঠায়। পড়ে সেই সকল প্রবাসীর বিপদ হয়। এজন্য আমাদের কে ভিসা চেক করে যাচাই করতে হবে। পাসপোর্ট নাম্বার ও ভিসা নাম্বার ব্যবহার করে ভিসা চেক করা যাবে। ভিসা চেক অনলাইন থেকে করতে হয়।

এজন্য বিভিন্ন দেশের অফিইস্যাল ওয়েবসাইট আছে। ঐ ওয়েবসাইটে ভিসা নাম্বার, পাসপোর্ট নাম্বার ও ব্যাক্তিগত তথ্য দিয়ে ভিসা যাচাই করতে হবে। প্রতি দেশের জন্য আলাদা আলাদা ভিসা ওয়েবসাইট রয়েছে। তাই যে দেশের ভিসা যাচাই করবেন, ঐ দেশের অফিসিয়াল ভিসা ওয়েবসাইটে যেতে হবে।

ভিসা চেক অনলাইন

ভিসা সংক্রান্ত বাংলাদেশে অফিসিয়াল ওয়েবসাইট আছে। কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে বাইরের দেশের কোনো ভিসা চেক করা যাবে না। এই ওয়েবসাইট আন্তর্জাতিক ভিসা নিয়ে কাজ করে। http://www.bmet.gov.bd/ এই ওয়েবসাইটে বিভিন্ন দেশের ভিসা চেক করার ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে। অনলাইনের মাধ্যমে খুব সহজে ভিসা চেক করতে পারবেন। এজন্য কিছু নিয়ম ফলো করতে হবে।

  • প্রথমে ভিসা ওয়েবসাইট ভিজিট করুন।
  • ভিসা স্ট্যাটাস/ ভিসা ট্র্যাকিং/ ভিসা চেক এই সব অপশনে ক্লিক করুন।
  • এখন ব্যাক্তিগত ও প্রয়োজনীয় তথ্য প্রদান করুন।
  • পাসপোর্ট নম্বর, ভিসার আবেদন নম্বর, জন্ম তারিখ লিখুন।
  • সাবমিট বা সার্চ বাটনের ক্লিক করুন।

এই ধাপ গুলো অনুসরণ করলে যেকোনো দেশের ভিসা চেক করতে পারবেন। তবে ওয়েবসাইট অনুযায়ী কিছু তথ্য পরিবর্তন দেখা যেতে পারে। সেই ভাবে তথ্য গুলো প্রদান করতে হবে। যারা ভিসার জন্য নতুন আবেদন করেছেন, তাদের কে পাসপোর্ট নাম্বার বা ভিসা আবেদন পত্রের নাম্বার দিয়ে ভিসা করতে হবে। আর যাদের পুরাতন পাসপোর্ট তারা পাসপোর্ট নাম্বার দিয়েও যাচাই করতে পারবে।

সৌদি আরব ভিসা চেক অনলাইন

এখানে সৌদি আরবের ভিসা চেক করে দেখানো হয়েছে। এই প্রক্রিয়া মেনে অন্যান্য দেশের ভিসা চেক করতে পারবেন। তবে বিভিন্ন দেশের ওয়েবসাইটে এক এক ধরনের ইন্টারফেস থাকে। তাই সামান্য তথ্য পরিবর্তন দেখা যায়।

  1. প্রথমে Visa Mofa Gov sa ভিজিট করুন।
  2. Passport number লিখুন।
  3. কোন দেশ থেকে ভিসা চেক করতেছেন ঐ দেশের নাম লিখুন।
  4. Visa Type লিখুন। যে ধরনের ভিসার জন্য আবেদন করেছেন তা লিখতে হবে।
  5. যেখান থেকে রওনা হবে তা লিখুন।
  6. ক্যাপচা কোড লিখুন।
  7. এরপরে Search বাটনে ক্লিক করুন।

এভাবে সার্চ করার পর সৌদি আরবের ভিসা চেক করতে পারবেন। সব দেশের ভিসা এই পদ্ধতিতে চেক করতে হবে। যেকোনো একটি পদ্ধতি শিখে নিবেন।

সকল দেশের ভিসা চেক অনলাইন

বেশির ভাগ সময় মালয়েশিয়া, ইতালি, কয়েত ও কাতারের ভিসা চেক করা হয়। যার কারণে এই ৪ দেশের ভিসা চেক করার নিয়ম এখানে শেয়ার করা হয়েছে। যাদের যে দেশের অনলাইন ভিসা চেক করতে হবে, ঐ ঠিকানায় ক্লিক করুন। ক্লিক করার পর উক্ত দেশের ভিসার যাচাই করার নিয়ম জানতে পারবেন।

মালয়েশিয়া ভিসা চেক

মালয়েশিয়ার ভিসা চেক করার জন্য একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট থেকে যেকোনো ধরনের মালয়েশিয়ার ভিসা চেক করা যাবে। নতুন ও পুরাতন ভিসা এখান থেকে যাচাই করা যাবে। https://eservices.imi.gov.my/ এটি হচ্ছে তাদের প্রধান ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ভিতরে আরও কিছু অপশন আছে। সেখানে থেকে মালয়েশিয়া ভিসা চেক করতে হবে।

মালয়েশিয়া ভিসা চেক

ইতালি ভিসা চেক

ভিসা চেক করতে কিছু ডকুমেন্ট লাগবে। যেমন পাসপোর্ট নাম্বার, ভিসা নাম্বার বা আবেদনের ফর্ম নাম্বার। এরপর আবেদনকারীর নাম ও একটি ক্যাপচা কোড লিখতে হবে। ভিসা চেক করার জন্য ইতালির একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে। https://visa.vfsglobal.com/ এই ওয়েবসাইট ব্যবহার করে ইতালি ভিসা চেক করতে পারবেন। কিভাবে ওয়েবসাইট ব্যবহার করতে হয় নিচে দেখানো হয়েছে।

ইতালি ভিসা চেক করার নিয়ম ২০২৪

কুয়েত ভিসা চেক

প্রতিটি দেশে ভিসা আলাদা রকমের। এজন্য সকল দেশের সরকার তাদের নিজেদের নাগরিকের জন্য ভিসা ওয়েবসাইট তৈরি করেছে। যেখানে মানুষ ভিসা, পাসপোর্ট নাম্বার বা আবেদন পত্রের কোড দিয়ে কুয়েত ভিসা চেক করতে পারবে। কুয়েতের ভিসা চেক করার জন্য একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে। সেখানে কিছু তথ্য দিয়ে ভিসা যাচাই করতে হবে।

কুয়েত ভিসা চেক করার নিয়ম ২০২৪

কাতার ভিসা চেক

ভিসা নাম্বার, পাসপোর্ট নাম্বার, আবেদন পত্র বা ফর্ম নাম্বার দিয়ে ভিসা চেক করা যাবে। এর সাথে জাতীয়তা ও একটি ক্যাপচা কোড পূরণের মাধ্যমে কাতার যেকোনো ভিসা চেক করা যাবে। গুগলে portal.moi.gov.qa লিখে সার্চ করবনে। এই ওয়েবসাইট থেকে ঐ দেশে ভিসা চেক করা হবে। অথবা https://portal.moi.gov.qa/wps/portal/MOIInternet/MOIHome পেজে সরাসরি ভিজিট করুন।

কাতার ভিসা চেক করার পদ্ধতি ২০২৪

বিভিন্ন দেশের ভিসা চেক করার ওয়েবসাইটের ঠিকানা

আরও অনেক দেশ আছে। যাদের জন্য ভিসা চেকিং এর আলাদা আলাদা ওয়েবসাইট। এই ওয়েবসাইট গুলো একই নিয়মে ব্যবহার করতে হয়। সামান্য কিছুটা পার্থক্য দেখা যেতে পারে। বিভিন্ন দেশের ভিসা চেক করার ওয়েবসাইটের ঠিকানা দেখেনিন। যে দেশের ভিসা চেক করবেন, ঐ দেশের ওয়েবসাইটে ভিজিট করুন।

ক্রমদেশের নামভিসা চেক করার লিংক
1.বাংলাদেশwww.moi.gov.bd
2.নেপালhttp://www.moic.gov.np/
3.পাকিস্তানhttp://www.moitt.gov.pk/
4.ভূটানwww.molhr.gov.bt/
5.ভারতhttp://labour.nic.in/
6.ভারতীয় ভিসা আবেদনwww.indianvisaonline.gov.in/visa

http://indianvisaonline.gov.in/visa/indianVisaReg.jsp

7.শ্রীলংকাhttp://www.labourdept.gov.lk/
8.থাইল্যান্ডwww.mfa.go.th
9.মালদ্বীপwww.mhrys.gov.mv/
10.মায়ানমারwww.mol.gov.mm/
11.সৌদি আরবhttp://www.moi.gov.sa/
12.দুবাই/আরব আমিরাতwww.moi.gov.ae
13.কাতারhttp://www.moi.gov.qa/site/english
14.কুয়েতwww.moi.gov.kw
15.বাহরাইনwww.mol.gov.bh
16.ওমানের ভিসাhttp://www.rop.gov.om/
17.আবুধাবী ( দুবাই)http://www.mol.gov/
18.দুবাইhttp://www.mol.gov.ae/arabic/newindex.aspx

http://www.mol.gov.ae/english/newindex.aspx

19.বাহরাইনhttp://www.markosweb.com/www/mol.gov.sa/
20.সৌদি আরব,http://www.saudiembassy.net/
21.সংযুক্ত আরবআমিরাতhttp://www.mol.gov.ae/ownersservices/employeeCredential.aspx
22.ওমানhttp://www.rop.gov.om/english/onlineservices-visastatus.asp
23.U.A.Ehttp://united-arab-emirates.visahq.com/
24.ইরানhttp://www.irimlsa.ir/en
25.কানাডাhttp://www.huembwas.org
26.কানাডাwww.labour.gov.on.ca/english/
27.কানাডাhttp://www.cic.gc.ca/english/index.asp
28.কোরিয়াwww.moel.go.kr/english
29.জাপানwww.mhlw.go.jp/english/
30.ইটালী//www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/
31.মালয়েশিয়াwww.mohr.gov.my
32.ইংল্যান্ডwww.ukba.homeoffice.gov.uk
33.তানজানিয়াwww.tanzania.go.tz
34.মিশরhttp://www.moiegypt.gov.eg/english/
35.সাইপ্রাসhttp://moi.gov.cy/
36.আলবেনিয়াhttp://www.moi.gov.al/
37.জামবিয়াhttp://www.moi.gov.gm/
38.জর্দানhttp://www.moi.gov.jo/
39.কেনিয়াwww.labour.go.ke/
40.গ্রীসhttp://www.mddsz.gov.si/en
41.দক্ষিণ আফ্রিকাwww.labour.gov.za/
42.গানাhttp://www.ghana.gov.gh/
43.কলমবিয়াwww.labour.gov.bc.ca/esb/

www.gov.bc.ca/citz

44.বারবাডোসwww.labour.gov.bb/
45.সাইপ্রাসhttp://www.mfa.gov.cy/
46.ভিয়েতনামenglish.molisa.gov.vn/
47.নিউজিল্যান্ডwww.dol.govt.nz/
48.নামিবিয়াwww.mol.gov.na/
49.লেবাননhttp://www.labor.gov.lb/
50.পোল্যান্ডwww.mpips.gov.pl/en
51.বুলগেরিয়াhttp://www.mlsp.government.bg/en
52.আমেরিকাwww.dvlottery.state.gov/ESC

http://www.dol.gov/

53.স্পেনwww.mtin.es/en
54.ইউক্রেইনhttp://www.mlsp.gov.ua/
55.উগান্ডাhttp://www.mglsd.go.ug/
56.প্যালেস্টাইনwww.mol.gov.ps/
57.ব্রুনাইhttp://www.labour.gov.bn/
58.ইয়ামেনhttp://www.dol.gov/
59.নেদারল্যান্ডhttp://english.szw.nl/
60.জামবিয়াwww.mlss.gov.zm
61.অষ্ট্রেলিয়াhttp://www.workplace.gov.au/
62.জিমবাবুয়েhttp://www.dol.gov/
63.ফিলিফাইনwww.dole.gov.ph/
64.রাশিয়াhttp://www.labour.gov.on.ca/
65.আমেরিকা//www.vfs.org.in/UKG-PassportTracking/
66.Entry Permithttp://www.moi.gov.ae/

শেষ কথা

এই পদ্ধতিতে উপরের দেওয়া ওয়েবসাইটে ভিসা চেক করা যাবে। তবে ভিসা চেক করার জন্য যা যা অপশন আছে সেগুলোতে কিছুটা পার্থক্য দেখা যাবে। এই ভাবে ভিসা চেক অনলাইন থেকে যাচাই করা হয়। এই ধরনের ভিসা, পাসপোর্ট, টিকিট ও বিমান ভাড়া সম্পর্কে জানতে আমার সাথেই থাকুন।

আরও দেখুনঃ

ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম ২০২৪

রোমানিয়া ভিসা চেক করার নিয়ম পাসপোর্ট নাম্বার দিয়ে।