এক দেহ থেকে অন্য দেশে বৈধ ভাবে যেতে ভ্যালিড ভিসা প্রয়োজন। বর্তমানে বেশির ভাগ এজেস্নি গুলো গ্রাহকদের কে ডুপ্লিকেট ভিসা বানিয়ে দেয়। এই সকল ভিসার মাধ্যমে অন্য দেশে যাওয়া যায় না। এজন্য ভিসা বা পাসপোর্ট নাম্বার দিয়ে অনলাইনে ভিসা চেক করতে হবে। আর প্রতি দেশের ভিসা চেক করার জন্য আলাদা আলাদা ওয়েবসাইট আছে। আজকের পোস্টে ইতালি ভিসা চেক চেক করার নিয়ম দেখানো হয়েছে।
এই পদ্ধতি অনুসরণ করে পাসপোর্ট বা ভিসা ফ্রম নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন। প্রথমে ইতালি ভিসা আবেদন লিংক এ প্রবেশ করে কিছু তথ্য দিয়ে ভিসার ধরন জানা যাবে। VFS Global এটি হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের নাম। সেখানে কয়েকটি অপশন দেওয়া আছে। Track your application এই অপশন থেকে ভিসার স্ট্যাটাস চেক করতে হবে।
ইতালি ভিসা চেক
ভিসা চেক করতে কিছু ডকুমেন্ট লাগবে। যেমন পাসপোর্ট নাম্বার, ভিসা নাম্বার বা আবেদনের ফর্ম নাম্বার। এরপর আবেদনকারীর নাম ও একটি ক্যাপচা কোড লিখতে হবে। ভিসা চেক করার জন্য ইতালির একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে। https://visa.vfsglobal.com/ এই ওয়েবসাইট ব্যবহার করে ইতালি ভিসা চেক করতে পারবেন। কিভাবে ওয়েবসাইট ব্যবহার করতে হয় নিচে দেখানো হয়েছে।
ইতালি ভিসা চেক করার নিয়ম ২০২৪
প্রথমে গুগল থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট টি সার্চ করবেন। এরপর ঐ ওয়েবসাইট ভিজিট করবেন। সেখানে অনেক গুলো অপশন দেখতে পাওয়া যাবে। আপনাকে ভিসা চেক করার অপশন টি বের করতে হবে। প্রতিটি ওয়েবসাইটে ভিন্ন ভিন্ন ভাবে ভিসা চেক করতে হয়। এজন্য সকল দেশের ভিসা চেক করার জন্য আলাদা প্রসেস জানতে হবে। নিচে ইতালি ভিসা চেক করার নিয়ম ধাপে ধাপে দেখানো হয়েছে।
১। প্রথমে https://visa.vfsglobal.com/bgd/en/ita/ এই ঠিকানায় ভিজিট করুন।
২। সেখানে Apply for a visa, Find a centre, Track your application ও Premium services এই ৪ টি অপশন দেখা যাবে। বিসা চেক করতে Track your application এখানে ক্লিক করুন।
৩। Truck Now বাটনে ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে। সেখানে Reference Number, Last Name ও একটি ক্যাপচা কোড দেওয়া আছে। এগুলো সঠিক ভাবে পূর্ণ করতে হবে।
৪। Reference Numbe এ আপনার ভিসা বা আবেদন পত্রের নাম্বার টি লিখুন।
৫। Last Name এ আবেদনকারীর শেষ নাম এর অংশ লিখুন। ভিসা বা আবেদন পত্রে যে নাম দেওয়া হয়েছে সেই অনুযায়ী লিখতে হবে।
৬। I’m Not a Robot এই ক্যাপচা টি পূরণ করুন।
৭। এখন সাবমিট বাটনর ক্লিক করুন।
এই ধাপ গুলো সঠিক ভাবে করলে আপনার ভিসার ধরন দেখানো হবে। ভিসার জন্য আবেদন করলে আবেদন পত্রের অবস্থা সেখানে লেখা থাকবে। আবেদন গ্রহণ হলে recived বা aprove লেখা থাকবে। গ্রহন না হলে submited বা decline এই ধরনের লেখা দেখানো হবে।
ইতালি ভিসা চেক করতে যা যা প্রয়োজন
দেশ অনুযায়ী এক এক দেশের ভিসার জন্য এক এক রকমের ডকুমেন্ট লাগে। অনেক দেশে ভিসা চেক করতে আরও অনেক তথ্য দেওয়া লাগবে। কিন্তু ইতালির ভিসা মাত্র ২ থেকে ৩ টি ডকুমেন্ট এর মাধ্যমে চেক করা যায়। ইতালি ভিসা চেক করতে যা যা প্রয়োজনঃ
নাম্বার ১ঃ Reference Number। অনেকে এই নাম্বার টি চিনেন না। এটি মূলত আপনার আবেদন পত্রের নাম্বার। ভিসা আবেদনের সময় আবেদন পত্রে একটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার টি ভিসা চেক করার জন্য দেওয়া হয়েছে। তাই Reference Number হিসেবে ভিসার আবেদন পত্রের নাম্বার ব্যবহার করবেন।
নাম্বার ২ঃ Last Name। ভিসাত আবেদন করতে আপনারববহার করা হয়েছে। সেখানে একটি ফুল নাম দিয়েছেন। সেই নামের শেষের অংশ টি এখানে দিতে হবে। এজন্য ভিসার আবেদন ফর্ম টি দেখতে পারেন। সেখানে শেষ নাম হিসেবে যা দেওয়া হয়েছে, উক্ত নাম টি লাস্ট নামের স্থানে ব্যবহার করুন।
শেষ কথা
ভুল তথ্য দিয়ে সাবমিট করলে কোনো ভিসা সংক্রান্ত কোনো তথ্য দেখাবে না। তাই সঠিক তথ্য দিয়ে ভিসা যাচাই করতে হবে। ভিসা দেখার সময় আবেদন ফর্ম টি সাথে নিয়ে নিবেন। আশা করছি ইতালি ভিসা চেক করার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। ভিসা, টিকিট ও তথ্যবহুল পোস্ট পেতে আমার সাথেই থাকুন।
আরও দেখুনঃ