পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার পদ্ধতি ২০২৪

প্রবাসে যাওয়ার জন্য সবেচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে ভিসা। এর ভিসা যদি ডুপ্লিকেট বা নকল হয় তাহলে বিদেশে যাওয়া যাবে না। বর্তমানে অনেক এজেন্সি মানুষকে নকল ভিসা বানিয়ে দেয়। কিন্তু আজকে এমন একটি পদ্ধতি শেয়ার করেছি, যার মাধ্যমে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করে দেখা যাবে এটি অরজিনাল না নকল।

এছাড়া এই নিয়ম অনুসরণ করে আবেদনকারী, তাদের ভিসার লাইভ স্ট্যাটাস জানতে পারবে। এজন্য আপনার একটি ডকুমেন্ট প্রয়োজন হবে। ভিসা আবেদন ফরমে একটি কোড দেওয়া আছে। ঐ কোড ব্যবহার করে বিভিন্ন দেশের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ভিসা চেক করতে হবে। এক এক দেশের ওয়েবসাইট এক এক রকমের। তবে চেক করার নিয়ম গুলো প্রায় সিমিলার।

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক

যেকোনো দেশে যাওয়ার জন্য ভিসা বানাতে হবে। ভিসা আবেদন ও চেক করার জন্য প্রতিটি দেশে আলাদা আলাদা ওয়েবসাইট আছে। যার কারণে যে দেশের ভিসা চেক করবেন, তাদের অফিসিয়াল ওয়েবসাইট টি ব্যবহার করতে হবে। প্রতি টি দেশের অয়েবাসিত থেকে কিভাবে অনলানে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করবেন তা নিচে দেখানো হয়েছে।

১। পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক

  • প্রথমে ICP Smart Services এই ওয়েবসাইট ভিজিট করুন। অথবা https://smartservices.icp.gov.ae/ এই ঠিকানায় চলে যান।
  • এখন মেনুবার থেকে Public Services অপশনে ক্লিক করুন।
  • ভিসা চেক করার জন্য File Validity এই অপশনে যান।
  • এখন আপনাকে ২ টি ভিন্ন অপশন দেখাবে। যেকোনো একটি বেছে নিতে হবে। যেহেতু পাসপোর্ট নাম্বারের সাহায্য ভিসা করবেন, সেহেতু Passport Information সিলেক্ট করে টাইপে Visa অপশন সিলেক্ট করুন।
  • আপনার পাসপোর্ট নাম্বার দিন।
  • পাসপোর্ট এর Expire Date লিখুন।
  • Nationality থেকে Bangladesh সিলেক্ট করুন। যে দেশের নাগরিক সেই দেশ সিলেক্ট করতে হবে।
  •  I am not a robot ভেরিফিকেশন করুন।
  • এখন সার্চ করুন। সার্চ করার পর ঐ ভিসা সম্পর্কে সকল তথ্য চলে আসবে।

২। পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক

  • সৌদি আরবের ভিসা চেক করতে https://visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData এই ওয়েবসাইটে যান। অথবা গুগলে Visa Mofa Gov sa  লিখে সার্চ করুন।
  • ওয়েবসাইটের ভাষা আরবি দেওয়া আছে, এটি বাম পাসের উপরের অংশ থেকে ইংরেজি করা যাবে। ভাষা বোঝার জন্য ইংরেজি করেনিন। এজন্য E লেখাটা ক্লিক করুন।
  • Passport Number লিখুন।
  • Visa Type এ আপনার ভিসার ধরন বা ক্যাটাগরি সিলেক্ট করুন।
  • Current Nationality বাংলাদেশ সিলেক্ট করুন।
  • Visa Issuing Authority যেখান থেকে রুওনা দিনে, সেটি লিখতে হবে। এখানে মূলত এয়ারপোর্ট এর নাম লিখতে হবে।
  • এখন Image Code দেওয়া থকবে। সেটি শূন্যস্থানে সঠিক ভাবে লিখে পূর্ণ করুন।
  • ভিসার অবস্থা চেক করতে সার্চ বাটনে ক্লিক করুন। ভিসা সংক্রান্ত সকল তথ্য, মেয়াদ ও স্ট্যাটাস দেখানো হবে।

৩। পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক

মালয়েশিয়ার ভিসা চেক করার জন্য অফিসিয়াল ,ওয়েবসাইট eservices imi gov my। অথবা https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus এই ঠিকানা থেকে মালয়েশিয়া ভিসা চেক করা যাবে। তাই যেকোনো একটি বেছে নিন।

  • No Passport এ পাসপোর্ট এর নাম্বার লিখুন।
  • জাতীয়তা বাংলাদেশী সিলেক্ট করুন।
  • এখন Carian অপশনে ক্লিক করে ভিসার তথ্য দেখুন।

মালয়েশিয়া ই ভিসা চেক

  • যেকোনো ওয়েব ব্রাউসার থেকে Malaysia e-visa Status সার্চ করুন।
  • পাসপোর্ট নম্বর লিখুন।
  • এখন Sticker Number নাম্বার টি লিখুন। এটি ভিসা আবেদন কপিতে দেওয়া আছে।
  • ইমেজ এ ক্যাপচা দেওয়া থাকবে, সেগুলো পূরণ করুন।
  • এখন Check বাটনে ক্লিক করলে ভিসা তথ্য গুলো দেখতে পারবেন।

৪।পাসপোর্ট নাম্বার দিয়ে ওমানের ভিসা চেক

  • প্রথমে evisa.rop.gov.om ওয়েবসাইটে প্রবেশ করুন। অথবা ওমান ভিসা চেক লিখে সার্চ করে প্রথমে সাইটে ভিজিট করুন।
  • ইংরেজিতে Visa Application Number টি লিখুন।
  • Travel Document Number এ আপনার পাসপোর্ট নাম্বার লিখুন।
  • Select Document’s Nationality বাংলাদেশ সিলেক্ট করুন।
  • এখন ছবিতে একটি ক্যাপচা দেখানো হবে, সেটি শূন্যস্থানে লিখে পূর্ণ করুন।
  • সর্বশেষ সার্চ বাটনে ক্লিক করে ভিসা চেক করে নিন।

৫। পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক

  • প্রথমে https://portal.moi.gov.qa এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • ওয়েবসাইটে আস্রভি লেখা থাকবে। উপর থেকে Language English করে নিন।
  • Inquiries অপশনে যান। ২ নং অপশন থেকে Visa Services > Visa Inquiry and Printing অপশনে ক্লিক করুন।
  • Passport Number আপনার পাসপোর্ট নাম্বার টি লিখুন।
  • Nationality বা জাতীয়তা বাংলাদেশ সিলেক্ট করুন।
  • একটি ক্যাপচা কোড দেখাবে, ঐ কোড টি পূরণ করুন।
  • এখন সাবমিট বাটন ক্লিক করলে ভিসার সকল তথ্য দেখতে পারবেন।

Visa Approval Tracking করতে 

  • Visa Services থেকে Visa Approval Tracking এ ক্লিক করুন।
  • Application Number টি লিখুন। আবেদন ফর্মে দেওয়া আছে।
  • এখন Application Date (yyyy/mm/dd) ও QID Sponsor / Person in charge এই ২ টি অপশন দিয়ে ভিসার আবেদনের স্ট্যাটাস দেখা যাবে। যেকোনো একটি সিলেক্ট করুন।
  • ক্যাপচা কোড দেওয়া থাকবে, এই ক্যাপচা টি পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন।
  • এরপর সদ্য আবেদন করা ভিসার অবস্থা টি দেখাবে।

শেষ কথা

যেকোনো দেশের ভিসা অনলাইনে চেক করতে হবে। ভিসা আবেদন পর এর বর্তমান অবস্থা জানতে পারবেন। এছাড়া ভিসা হাতে পাওয়ার পর সাথে সাথে এটি অনলাইনে চেক করে নিবেন। অনস্থায় প্রতারিত হতে পারেন। ভিসা চেক করার জন্য প্রয়োজন হচ্ছে পাসপোর্ট নাম্বার। আর ভিসা আবেদনের ফর্ম নাম্বার দিয়েও এটি চেক করা যাবে। আশা করছি পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার পদ্ধতি জানতে পেরেছেন।

আরও দেখুনঃ

কানাডা কৃষি ভিসা আবেদন করার নিয়ম ২০২৪

মালয়েশিয়া কলিং ভিসার আজকের খবর ২০২৪

রোমানিয়া ভিসা চেক করার নিয়ম পাসপোর্ট নাম্বার দিয়ে।