কানাডা কৃষি ভিসা আবেদন করার নিয়ম ২০২৪

কানাডা বিশ্বের ২য় বৃহত্তম রাষ্ট্র। এটি উত্তর আমেরিকার একটি দেশ। ইউরোপের মতো কানাডা অনেক উন্নত। এখানে কৃষি খাতে অনেক লোক নিয়োগ দেওয়া হয়। এই দেশের আয়ের আরেকটি উৎস কৃষি কাজ। তাই পৃথিবীর অনেক দেশ থেকে কানাডা কৃষি ভিসা থেকে কাজ করার জন্য আসে। কৃষিকাজের মধ্যে ফসল চাষ ও পরিচর্যা এবং বিভিন্ন খামারের কাজ ও দেখাশোনা করা।

কানাডায় কৃষি কাজ করার জন্য আপনাকে কৃষি ভিসা বানাতে হবে। ভিসা বানাতে কিছু প্রয়োজনীয় কাগজ-পত্রের প্রয়োজন হবে। ভিসা বানাতে ৫ লাখের মতো লাগবে। কারণ ভিসার দাম বর্তমানে বেশি। আজকে কৃষি কাজের বেতন কত? কিভাবে কৃষি ভিসার আবেদন করবেন, ভিসার দাম সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে।

কানাডা কৃষি ভিসা

বাংলাদেশ থেকে সরকারি ও কানাডা ভিসা এজেন্সি এই ২ মাধ্যমে কৃষি ভিসা বানাতে পারবেন। এছাড়া ঐ দেশে চাকরিরত বা বসবাসরত কারও ভিসা পাঠানোর মাধ্যমে সেই ভিসায় নিজে কানাডা যেতে পারবেন। সরকারি ভাবে সব সময় যাওয়া যায় না। এজন্য অনেক অপেক্ষা করতে হয়। ভিসা এজেন্সি বা দালালের মাধ্যমে সব সময় ভিসা বানানো যায়। তবে ভিসা তৈরি করার পূর্বে কানাডা ভিসা চালু আছে কি না তা জেনে নিতে হবে। কানাডিয়ান সরকার কাজের জন্য TFWP কৃষি খাতে প্রতি বছর শ্রমিক নিয়োগ দেয়। এই নিয়োগের মাধ্যমে খুব সহজে কানাডা ভিসা আবেদন করে কাজের জন্য ঐ দেশে আসতে পারবেন।

কানাডা কৃষি ভিসা ২০২৪

বর্তমানে বিদেশ যেতে প্রায় ১ থেকে ২ লাখ টাকা বেশি খরচ করতে হয়। সোলারের রেট বৃদ্ধি পাওয়ার পর থেকে গ্লোভাল খরচ বেড়েছে। যার কারণে প্রতিটি দেশের ভিসার দাম বেড়েছে। আগে ৪ থেকে ৫ লাখ টাকার মধ্যে কানাডা যাওয়া যেতো। এখন প্রায় ৬ লাখের উপরে লাগে। অনেক এজেন্সি আছে যারা ৭ লাখ টাকা দিয়ে কানাডা ভিসা বানিয়ে দেয়। ২০২৩ সালে কানাডা কৃষি ভিসা চালু আছে। তাই আপনারা ভিসার জন্য আবেদন করতে পারেন।

কানাডা কৃষি ভিসার দাম কত

প্রতি দেশে যেতে ভিসার প্রয়োজন। ভিসার মধ্যে অনেক গুলো বিভাগ রয়েছে। যাদের জন্য আলাদা আলাদা দাম বা খরচ নিরররধারন করা হয়েছে। কানাডা ভিসার মধ্যে কৃষি ভিসার দাম। অন্য যেকোনো ভিসায় যেতে ১২ থেকে ২০ লাখ টাকা লাগে। কিন্তু কানাডা কৃষি ভিসার দাম ৬ থেকে ৮ লাখ টাকা। এটা সম্পূর্ণ ভিসা এজেন্সির উপর নির্ভর করে। ভালো একটি ভিসা এজেন্সির মাধ্যমে কৃষি ভিসা পেতে ৬ থেকে ৭ লাখ টাকা লাগে।

কানাডা ভিসা খরচ, ভিসার দাম কত ও ভিসা পাওয়ার উপায় ২০২৪

কানাডা কৃষি ভিসা আবেদন করার নিয়ম ২০২৪

প্রতিটি দেশের জন্য একই নিয়মে ভিসা বানাতে হয়। তবে আবেদনের জন্য এজেন্সি বা ওয়েবসাইট টি পরিবর্তি হতে পারে। ভিসা আবেদনের পূর্বে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে। সেগুলো সংরপহ করা হলে ভিসার জন্য আবেদন করতে পারবেন। জেনে নিন কি কি উপায়ে কৃষি ভিসায় আবেদন করতে পারবেন। নিচে কানাডা কৃষি ভিসা আবেদন করার নিয়ম ও পদ্ধতি সম্পূর্ণ দেখানো হয়েছে।

প্রথমে চাকরির জন্য আবেদন করতে হবে। www.jobbank.gc.ca আপনারা এই ওয়েবসাইট টি ভিজিট করুন। সেখানে কৃষি বিষয়ক সকল চাকরির নিয়োগ দেওয়া থাকবে।

এরপর ভিসা এজেন্সি বা দালারের সাথে যোগাযোগ করতে হবে। কেননা আপনারা শুধু ভিসার আবেদন করতে পারবেন। কিন্তু পরবর্তি কাজ গুলো নিজে নিজে করতে পারবেন না। তাই যে ভিসার মাধ্যমে বিদেশ যেতে চাচ্ছেন সেই অনুযায়ী ভালো একটি এজেন্সির সাথে যোগাযোগ করে নিতে হবে।

ভিসা এজেন্সির সাথে যোগাযোগ সম্পূর্ণ হলে তারা কানাডা কৃষি ভিসার ফ্রম দিবে। এই ফ্রম টি পূরণের সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো সংযুক্ত করে দিবেন।

এই ভিসা আবেদনের জন্য আবেদন ফি রয়েছে। ইন্টারন্যাশনাল ডেবিট বা ক্রেডিট কার্ডের টাকা জমা দিতে হবে। এটি পরিশোধ করতে হবে। এরপর আবেদন করা সম্পূর্ণ হলে ভিসা প্রসেসিং এর জন্য কাজ করা হবে। এক্ষেত্রে সময় লাগে। তাই ভিসা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকুন।কাজ সম্পূর্ণ হলে আপনাকে জানিয়ে দেওয়া হবে। বা আপনার মোবাইলে একটি এস এম এস আসতে পারে। কানাডা ভিসা প্রসেসিং হতে বেশিরভাগ ক্ষেত্রে ২৪ থেকে ৭২ ঘন্টা সময় লাগে।

ইতালি ভিসা আবেদন করার নিয়ম ২০২৪ 

কানাডায় কৃষি কাজের বেতন কত ২০২৪

এই দেশে নানা রকমের কৃষি কাজ আছে। কাজের ধরনের উপরে আপনার বেতন নির্ধারন করা হবে। এখানে প্রচুর পরিমাণে কৃষি কাজ পাওয়া যায়। সাথে বিপুল পরিমাণে বেতনের পরিমাণ রয়েছে। তারা দক্ষ লোক নিয়োগ দিয়ে থাকে। তাই এখানে কৃষিকাজের পূর্বে দেশ থেকে ভালোভাবে পশিক্ষন নিয়ে আসতে হবে। কানাডায় কৃষি কাজের বেতন ৫০ হাজার থেকে শুরু। যারা ভালোভাবে কৃষিকাজ করতে পারে তাদেরকে ১ লাখ পর্যন্ত বেতন দেওয়া হয়।

কানাডায় কি কি কৃষিকাজ পাওয়া যাবে

দেশটি উন্নত হলেও এখানে নানা ধরনের কৃষিকাজ করা হয়। তবে তাদের দেশের মানুষ খুব কম আছে যারা এখানে কৃষিকাজ করে। বেশিরভাগ বিদেশ থেকে কর্মি নিয়োগ দেওয়া হয়। কানাডার কৃষি খাতে 11টি প্রধান কৃষি শিল্প রয়েছে। আপনারা চাইলে এগুলোতে কাজ করতে পারেন।

  1. এপিকালচার
  2. অ্যাকুয়াকালচার
  3. গরুর মাংস এবং দুগ্ধজাত খাবার
  4. মাঠের ফল ও সবজি
  5. শস্য এবং তৈলবীজ
  6. গ্রিনহাউস
  7. নার্সারি এবং ফুলের চাষ
  8. মুরগি এবং ডিম
  9. ভেড়া ও ছাগল
  10. শূকর
  11. গাছের ফল এবং লতা

কানাডা কৃষি ভিসার জন্য কি কি প্রয়োজন

এখানে কৃষি কাজের জন্য ভিসার আবেদন করতে হবে। তবে তারাই ভিসার আবেদন করতে পারবেন যাদের সকল ধরনের কাগজ পত্র আছে। দেশে যদি আপনার নামে কোনো মামলা থাকে তাহলে আপনি ভিসা ও পাসপোর্ট বানাতে পারবেন না। এছাড়া আর কিছু ডকুমেন্ট আছে যেগুলো না থাকলে ভিসার জন্য আবেদন করার কোনো উপায় নেই। জেনে নেওয়া যাক কানাডা কৃষি ভিসার জন্য কি কি প্রয়োজন হয়।

  1. আবেদনকারীর ১ বছর মেয়াদি বৈধ পাসপোর্টের কপি থাকতে হবে।
  2. পিছনের সাদা কালারের বেক ব্যাকগ্রাউন্ড সহ পাসপোর্ট সাইজের ১০ কপি রঙিন ছবি ।
  3. ব্যাংক এর স্টেটমেন্টের কপি।
  4. আবেদনকারীর মেডিকেল সার্টিফিকেটের
  5. কানাডা কৃষি ভিসা আবেদনের ফরম।
  6. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর কপি।
  7. চাকরির অফার লেটার
  8. কাজের চুক্তিপত্র
  9. এলএমআইএ নাম্বার। একটি নথি যা কানাডায় একজন নিয়োগকর্তা বিদেশী কর্মীদের নিয়োগের আগে প্রাপ্ত করেন।

শেষ কথা

ভিসা বানানোর পূর্বে এই ঐ ভিসার নিয়োগ এখনো আছে কি না তা জেনে নিতে হবে। এছাড়া যেকোনো বাংলাদেশি দালাল বা এজেন্সি দিয়ে ভিসা বানানো যাবে না। অনেক বেশির ভাগ প্রতারণা করে থাকে। তাই সঠিক এজেন্সি খুঁজে বের করার পর তাদের সাথে যোগাযোগ করবেন। সব খরচ মিলিয়ে ১০ লাখ টাকা দিয়ে কানাডা কৃষিকাজের জন্য যেতে পারবেন। যেখানে ভিসা বানাতে ৭ থেকে ৮ লাখ টাকা লাগবে। আসা করছি এই পোস্ট থেকে কানাডা কৃষি ভিসা আবেদন করার নিয়ম ও কৃষি ভিসার দাম সম্পর্কে জানতে পেরেছেন।

আরও দেখুনঃ

রোমানিয়া ভিসা চেক করার নিয়ম পাসপোর্ট নাম্বার দিয়ে।

কানাডা ভিসার দাম কত ২০২৪। কানাডা কি কি ভিসা আছে