কানাডা ভিসার দাম কত ২০২৪

সারা বিশ্বের উন্নত দেশের মধ্যে একটি হচ্ছে কানাডা। যেখানে নানা ধরনের কাজের ব্যবস্থা আছে। প্রতি বছর কানাডা থেকে বাংলাদেশে চাকরির জন্য নিয়োগ আছে। চাকরির যোগ্যতার মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে হবে। সরারই ও বেসরকারি দুই ভাবে কানাডার ভিসা বানানো যাবে। এছাড়া ভিসার ধরন ও এজেন্সির উপরে কানাডা ভিসার দাম কত তা নির্ভর করে।

এই দেশে ভ্রমণ, কাজ, শিক্ষা, চিকিৎসা ও বিজনেস এর জন্য ভিসা পাওয়া যাবে। এছাড়া বসবাসের জন্য আলাদা ভিসা রয়েছে। যেকোনো ধরনের কাজের ভিসার দাম ৭ লাখের উপরে। কম দামে স্টুডেন্ট ভিসা পাওয়া যাবে। কানাডায় ভ্রমণে আসতে প্রায় ৮ লাখ টাকায় ভিসা বানাতে হবে। সরকারি ভসা ভিসার মূল্য ৫ লাখ টাকার মধ্যে। আর বেসরকারি ভাবে ১০ লাখের উপরে খরচ হয়।

কানাডা ভিসার দাম কত

এটি একটি উন্নত দেশ। এখানে বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়। এছাড়া এই দেশে কৃষি কাজের জন্যও লোক নেওয়া হয়। পড়াশুনার পাশা-পাশি পারত টাইম জব করার সুযোগ থাকে এই দেশে। তাই আপনারা স্টুডেন্ট ভিসায়ও কানাডায় আসতে পারেন। এক এক দেশের ভিসার দাম এক এক রকমের। এছাড়া দেশটির কাজের ধরনের উপর ভিসার দাম নির্ভর করে।

কানাডায় জব ভিসার দাম ৮ থেকে ১০ লাখ টাকা। স্টুডেন্ট ভিসার দাম কিছুটা কম। আরও রয়েছে কৃষি ভিসা। ৫ ঠেকি ৬ লাখ টাকার মধ্যে কানাডার কৃষি ভিসা বানাতে পারবেন। আরও যারা ভ্রমণ করতে কানাডায় যেতে চান, তারা টুরিস্ট ভিসা বানিয়ে কানাডায় ভ্রমণ করতে পারবেন।

কানাডা ভিসার দাম কত ২০২৪

কানাডার ভিসার দাম আগের থেকে বেড়েছে। ২০২৩ সাল থেকে প্রতি ভিসার ক্ষেত্রে ১ থেকে ২ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে। আগে ৭ লাখ টাকার মধ্যে কানাডার জব ভিসা পাওয়া যেতো। বর্তমানে যার খরচ হচ্ছে ৮ থেকে ৯ লাখ টাকা। আর ৪ লাখ টাকায় কৃষি ভিসা পাওয়া যেতো। এখন যার দাম ৫ থেকে ৬ লাখ টাকার মধ্যে। আরও অনেক ভিসা আছে তাদের দামও বেড়েছে।

কানাডা ভিসা ক্যাটাগরি

একটি দেশে ভিন্ন ভিন্ন ভিসা থাকে। কানাডায় বিভিন্ন রকমের ভিসা আছে। কাজের জন্য জব ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, লেভার ভিসা, শ্রমিক ভিসা, কৃষি ভিসা ইত্যাদি। প্রতি ভিসার ক্যাটগরিতে দাম কম বেশি থাকে।

  • কানাডা জব ভিসা
  • কানাডা ওয়ার্ক পারমিট
  • কৃষি ভিসা
  • কোম্পানি ভিসা
  • সিজনাল ভিসা
  • নন সিজনাল ভিসা
  • লেভার ভিসা
  • শ্রমিক ভিসা
  • স্টুডেন্ট ভিসা
  • টুরিস্ট ভিসা
  • মেডিকেল ভিসা

কানাডা জব ভিসার দাম

এই দেশের ভিসার মধ্যে একটি হচ্ছে জব ভিসা। এই ভিয়ায় বিভিন্ন ধরনের জব পাওয়া যায়। অনেক মানুষ কানাডায় জবের জন্য আসে। কানাডা জব ভিসার দাম ৮ থেকে ৯ লাখ টাকা। আগে ৭ লাখ টাকায় জব ভিসা পাওয়া যেতো। বর্তমানে কানাডায় জব ভিসার মূল্য বেড়েছে। এই ভিসায় বিভিন্ন উন্নতমানের চাকরি পাবেন। অনেকে জব ভিসায় কানাডার বিভিন্ন অফিসের চাকরি করে। এই ভিসায় কানাডায় যেতে সব মিলিয়ে ৯ থেকে ১০ লাখ টাকা লাগবে।

কানাডা কৃষি ভিসার দাম

কম খরচে কানাডায় আসতে চাইলে এই ভিসা বেছে নিতে পারেন। এটি হচ্ছে কৃষি ভিসা। কানাডায় কৃষি কাজ করা হয়। কৃষি কাজের জন্য পর্যাপ্ত পরিমাণে লোক নিয়োগ দেওয়া হয়। কানাডা কৃষি ভিসার দাম ৫ থেকে ৬ লাখ টাকা। এখানে বিভিন্ন ধরনের কৃষি কাজ রয়েছে। যেমন ফসল চাষাবাদ, খামার দেখা শুনা বা বাগান পরিচর্যা করা ইত্যাদি। কৃষি কাজ গুলো উন্নতমানের প্রযুক্তি ও যন্ত্র দ্বারা করা হয়। কম টাকায় যারা কানাডায় চাকরি করতে চান এই ভিসাটি তাদের জন্য।

কানাডা কোম্পানি ভিসার দাম

এই দেশে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে। প্রতি বছর তাদের কোম্পানি গুলোতে চাকরির নিয়োগ দেওয়া হয়। এক্ষেত্রে বিদেশিরাও এই চাকরিতে অংশ নিতে পারে। যারা কোম্পানির কাজের অভিজ্ঞ বা কিছুটা শিক্ষিত এই ধরনের লোক এই কাজের জন্য প্রযোজ্য। এই ভিসার চাকরির জন্য আবেদন করে দেখতে পারেন। কানাডা কোম্পানি ভিসার দাম ৯ থেকে ১০ লাখ টাকা। এটি একটি ভালো মানের চাকরি তাই এই ভিসার দাম বেশি। কোম্পানি ভিসা পেতে ভালো কোণও ভিসা এজেন্সির সাথে যোগাযোগ করুন। এছাড়া প্রতি বছর বিভিন্ন কোম্পানির চাকরির জান্য বাংলাদেশে বিজ্ঞপ্তি দেওয়া হয়।

কানাডা সিজনাল ভিসার দাম

এটিও এক ধরনের কোম্পানির ভিসা। এছাড়া এই ভিসায় কোম্পানির বাইরেও চাকরি পাওয়া যায়। এই ভিসার মেয়াদ নির্ধারিত। ঐ চাকরি শেষ হওয়ার সাথে সাথেই ভিসার মেয়াদ শেষ হয়। সিজনাল ভিসা হচ্ছে চুক্তি সম্পর্ন। কাজ শেষ হওয়ার সাথে সাথে ভিসার মেয়াদ শেষ। তখন আপনাকে দেশে ফিরে আসতে হবে। সিজনাল ভিসার মেয়াদ ৬ মাস থেকে ১ বছরের হয়ে থাকে। কানাডা সিজনাল ভিসার দাম ৬ থেকে ৭ লাখ টাকা। এর কমেও অনেক সময় সিজনাল ভিসায় কানাডায় যাওয়া যায়। এই ক্ষেত্রে কোম্পানির বিজ্ঞপ্তি ছাড়া কানাডা যাওয়া যাবে না। তাই বাংলাদেশি এজেন্সির সাথে যোগাযোগ রাখতে হবে ভিসার জন্য।

কানাডা নন সিজনাল ভিসার দাম কত?

এটি দীর্ঘ মেয়াদি ভিসা। এই ভিসায় নির্ধারিত কাজ পাওয়া যায়। ঐ কাজের মেয়াদ শেষ হয় না। তবে ভিসার মেয়াদ শেষ হতে পারে। নন্সিজনাল ভিসা বলতে সকল ভিসাকে বোঝানো হয়। কানাডা নন সিজনাল ভিসার দাম কাজের উপর নির্ভর করে ৫ লাখ থেকে ১০ লাখ পর্যন্ত। যেকোনো ভিসা এজেন্সি থেকে এই ভিসা বানাতে পারবেন।

কানাডা ওয়ার্ক পারমিট ভিসার দাম

এটিও এক ধরনের কাজের ভিসা। ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে কানাডার বিভিন্ন স্থানে চাকরি পাওয়া যায়। উন্নত বিশ্বের দেশ গুলোতে রেস্টুরেন্ট বা ফাস্টফুড এর দোকানেও কাজ পাওয়া যায়। জব ভিসার মতো এটিও একটি। এই ভিসার দামও ৯ লাখ টাকা। ভালো মানের চাকরি করতে কানাডায় আসতে ওয়ার্ক পারমিট ভিসা বানাতে পারেন।

কানাডা লেভার ভিসার দাম

কানাডায় যত লেভার রয়েছে বেশির ভাগ বিদেশ থেকে নিয়োগ করে আনা। এই দেশে লাভারের অনেক কাজ রয়েছে। আপনারা চাইলে লেভার ভিসায় কানাডায় কাজ করতে পারেন। এই ভিসার দাম অন্যান্য ভিসার থেকে কিছুটা কম। কানাডা লেভার ভিসার দাম ৫ থেকে ৬ লাখ টাকা। আগে ৫ লাখ টাকায় লেভার ভিসায় কানাডা যাওয়া যেতো। তবে ভিসার দাম বেড়ে যাওয়ার পর থেকে ৬ লাখের মতো লাগে। যদি ভালো দালাল বা এজেন্সির মাধ্যমে ভিসা সংগ্রহ করতে পারেন তাহলে কম টাকায় লেভার ভিসা পেয়ে যাবেন।

কানাডা শ্রমিক ভিসার দাম

প্রতি নিয়ত কানাডায় শ্রমিকের কাজ চলতেছে। তারা বিভিন্ন ক্ষেত্রে শ্রমিক নিয়ে থাকে। ঘর বাড়ি বা রাস্তাঘাট নির্মানের জন্য, দোকানের জন্য ও আরও অনেক কাজে। শ্রমিক ভিসায় কানাডা যেতে ৬ লাখ টাকা লাগবে। এখানে শ্রমিকদের জন্য নিয়মিত কাজ রয়েছে। কম খরচে কানাডায় কাজ করতে চাইলে এই ভিসায় চাকরি করতে পারেন।

কানাডা স্টুডেন্ট ভিসার দাম

উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশ যাইতে চাইলে কানাডা আসতে পারেন। এই দেশে বিশ্বের অন্যান্য দেশের থেকে স্টুডেন্ট ভিসার দাম কম। এছাড়া এই দেশে উচ্চশিক্ষা দেওয়া হয়। কানাডা স্টুডেন্ট ভিসার দাম ৪ থেকে ৫ লাখ টাকা। অনেকে স্কলারশিপে কানাডায় পড়ার সুযোগ পায়। তারা ফ্রিতে কানাডায় পড়ার জন্য আসতে পারে। এই দেশ গুলোতে পড়ার পাশাপাশি পারত টাইম কাজ করার সুযোগ থাকে।  কম খরচে শিক্ষা অর্জনের জন্য কানাডা বেচ নিতে পারেন।

কানাডা টুরিস্ট ভিসার দাম

এই দেশে কাজের পাশাপাশি ভ্রমণের জন্যও অনেক সুন্দর। প্রতি বছর বিদেশ থেকে পর্যটক আসে ভ্রমণের উদ্দেশ্য। কানাডা পর্যটক ভিসার দাম ৬ থেকে ৭ লাখ টাকা। ফ্যামিলি সহ আসলে প্রতেকের জন্য আলাদা আলাদা করে ভিসা বানাতে হবে। সেক্ষেত্রে খরচ বেশি হবে। এখানে ভ্রমণের জন্য ভিসার খরচ সহ থাকা-খাওয়ার খরচ সব কিছু নিজেই বহন করতে হবে। যা অন্যান্য দেশেও প্রযোজ্য।

কানাডা মেডিকেল ভিসার দাম

চিকিৎসার জন্য কানাডা আসতে চাইলে মেডিকেল ভিসা বানাতে হবে। মেডিকেল ভিসার দাম ৪ থেকে ৫ লাখ টাকা। এই ভিসার মাধ্যমে কানাডার সকল হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিতে পারবেন। রোগীর সাথে যে কয়জন সদস যাবে তাদের সকল নামেই ভিসা বানাতে হবে।

কানাডা ড্রাইভিং ভিসার দাম

কানাডায় চাকরির জন্য সহজ কাজ হচ্ছে ড্রাইভিং করা। ৫ থেকে ৬ লাখ টাকা খরচ করে একটি ভালো চাকরি করতে পারতেছেন কানাডায়। এখানে উন্নতমানের রাস্তা ও ট্রাফিক ব্যবস্থা থাকায় ড্রাইভিং এর ক্ষত্রে অনেক ঝুঁকি কম। যারা ভালো গাড়ি তালায়ে পারেন তারা সুযোগ টি নিতে পারেন। অবশ্যই এখানকার ড্রাইভিং আইন মেনে গাড়ি চালাতে হবে।

কানাডা যাওয়ার যোগ্যতা

আপনার কাছে বৈধ কাজপত্র থাকলেই কানাডা যেতে পারবেন। তবুও কিছু নিয়ম নিতি আছে যেগুলো না মেনে চললে কানাডায় যেতে দেওয়া হয় না। নিচের অংশে বিভিন্ন ভিসার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে তার তালিকা দেওয়া হয়েছে। ভিসার ধরনের উপর ভিত্তি করে আরও নতুন ডকুমেন্ট লাগতে পারে।

১। আপনার নিকট অবশ্যই একটি ডিজিটাল পাসপোর্ট থাকতে হবে।
২। নিবন্ধিত জন্ম নিবন্ধন সনদ থাকতে হবে।
৩। উক্ত ব্যক্তির নিকট জাতীয় পরিচয় পত্র থাকতে হবে (সব বয়সীদের জন্য প্রযোজ্য নয়)।
৪। কানাডা ভিসার জন্য এপ্লিকেশন ফর্ম থাকতে হবে।
৫। আবেদনকারী ব্যক্তির সকল ডকুমেন্টস গুলো বাধ্যতামূলক সত্যায়িত হতে হবে।
৬। উক্ত ব্যক্তির পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে।
৭। সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি দরকার হবে।

শেষ কথা

কানাডায় যে সব ভিসা রয়েছে তা এই পোস্টে উল্লেখ করা হয়েছে। তবে সেখানে আরও অনেক ধরনের কাজ রয়েছে। কানাডায় যেতে কত টাকা লাগে, ভিসার দাম কেমন ও কত সময় লাগে তা এখানে বিস্তারিত বলা হয়েছে। আশা করছি এই পোস্ট আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকে কানাডা ভিসার দাম কত? কানাডায় কি কি ভিসা আছে ও কি কি কাজ পাওয়া যাবে তা বিস্তারিত জানতে পেরেছেন। এই রকম ভিসা সম্পর্কিত আরও পোস্ট পেতে আমার সাথেই থাকুন।

আরও দেখুনঃ

কানাডা জব ভিসা আবেদন করার নিয়ম ও ভিসা খরচ ২০২৪

কানাডা ভিসা খরচ, ভিসার দাম কত ও ভিসা পাওয়ার উপায় ২০২৪

মালয়েশিয়া ভিসার দাম কত ২০২৪। মালয়েশিয়া যেতে কত টাকা লাগে।