বাংলাদেশি প্রবাসীদের জন্য কাজের জন্য অস্ট্রেলিয়া খুব জনপ্রিয় হয়ে উঠছে। মাত্র ৭ থেকে ১০ লাখ টাকা খরচ করে এই দেশের সাধারণ মানের একটি ভিসা বানানো যাবে। এর সকল ভিসার বেতন প্রায় ৭০ হাজারের উপরে। আর যদি ভালোমানের চাকরি করতে চান, তাহলে প্রথমে অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন করতে হবে। সরকারি ও বেসরকারি ভাবে ভিসার জন্য আবেদন করতে পারবেন।
অনেক সময় বাংলাদেশে অস্ট্রেলিয়া সরকার থেকে শ্রমিকের নিয়োগ দেওয়া হয়। সেখানে কাজের দক্ষতা, অভিজ্ঞতা ও যোগ্যতার মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে হবে। আবেদনের থেকে পার্থী সংখ্যা বেশি থাকে। তাই নির্দিষ্ট কিছু মানুষ কাজের জন্য ভিসা পায়। এছাড়া বাংলাদেশের বেসরকারি ভিসা সংস্থা গুলোর মাধ্যমে যেকোনো কাজের জন্য অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করতে পারবেন। আবেদনের নিয়ম, ফর্ম পূরণ, আবেদন খরচ ও ওয়েবসাইট ঠিকানা জেনে নেওয়া যাক।
অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন
ইউরোপের বাইরের দেশ হয়েও এখানে উন্মানের কাজ ও বেতনের চাকরি পাওয়া যায়। শিক্ষাগত যোগ্যতা, কাজের দক্ষতা ও ভাষা জানা থাকলে আপনার জন্য কাজ খুঁজে পাওয়া অনেক সহজ। তো এই দেশের ভিসা পেতে যেকোনো ভাবে আবেদন করতে হবে। আবেদন পত্রের সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো জমা দেওয়া লাগবে। এরপর আবেদন পত্র ও কাগজ গুলো যাচাই করা হবে। ঐ কাজের জন্য আপনাকে স্লিকেত করা হলে ভিসার অনুমতি দিবে। এরপর উক্ত কাজের ধরন অনুযায়ী ভিসা বানাতে হবে।
সাধারণত দুই ভাবে ভিসার জন্য আবেদন করা যাবে। একটি কম খরচে সরকারি ভাবে অস্ট্রেলিয়া ভিসা আবেদন। প্রতি বছর অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে শ্রমিকের জন্য ভিসার নিয়োগ দেওয়া হয়। এই ভিসায় স্বল্প খরচে আবেদন করা যায়। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল) এটি হচ্ছে সরকারি ভিসা সংস্থা। এই ওয়েবসাইটে বিদেশি কাজের নিয়োগ দেওয়া থাকে। এখান থেকে ভিসা বানাতে প্রথমে ওয়েবসাইটের নোটিশ দেখতে হবে। এরপর সেই নিয়োগে যা যা বিষয় উল্লেখ থাকবে, সেগুলো পূরণ করে ভিসার জন্য আবেদন করতে হবে। চাইলে তাদের অফিসে সরাসরি যোগাযোগ করতে পারেন।
অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন ২০২৪
২০২৪ সালে অস্ট্রেলিয়াতে নতুন প্রজেক্ট শুরু হলে বিভিন্ন দেশে শ্রমিকের জন্য নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ গুলো বোয়েসেলের কাছে দেওয়া হয়। এরপর বোয়েসেল তাদের ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করেছে। সেখানে চাকরির ধরন, বেতন, আবেদন যুগটা সম্পর্কে বিস্তারিত দেওয়া থাকে। এছাড়া কিভাবে আবেদন করবেন এবং আবেদনের ঠিকানা উক্ত নোটিশে প্রকাশ করে। সেই নিয়ম অনুযায়ী ঐ ভিসার জন্য আবেদন করতে হবে। কাজের ধরন অনুযায়ী কাগজ পত্রে পরিবর্তন হতে পারে।
এছাড়া অনেক ভিসার নিয়োগ বাংলাদেশে বেসরকারি ভিসা কোম্পানিতে দেওয়া হয়। এদের কাছে ভিসা পাওয়া গেলেও, ভিসার দাম অনেক বেশি নেয়। বেসরকি ভাবে অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন করতে হলে, সরাসরি তাদের অফিসে যোগাযোগ করতে হবে। এজন্য অনেক গুলো এজেন্সি আছে। ভিসা আবেদনের পূর্বে তাদের সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন। কি ভিসা বানাবেন তাদের সাথে শেয়ার করলে, আবেদনের নিয়ম ও খরচ তারা জানিয়ে দিবে।
অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন করার নিয়ম
অস্ট্রেলিয়ার যেকোনো কাজের ভিসা আবেদনের জন্য একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটের যেকোনো ভিসার জন্য আবেদন করা যাবে। https://www.homeaffairs.gov.au/ চাইলে এই ওয়েবসাইট থেকে সরাসরি ভিসার জন্য আবেদন করতে পারবেন। উক্ত ওয়েবসাইটে প্রবেশ করলে ভিসা নামের একটি অপশন আছে। সেখানে ক্লিক করতে হবে। এছাড়া https://www.homeaffairs.gov.au/sitesearch?k=Visa এই ঠিকানা থেকে ভিসা আবেদনের ফর্মে যেতে পারবেন। তবে প্রথমে এই ওয়েবসাইটে ImmiAccount একাউন্ট খুলে নিতে হবে। আগে থেকে খোলা থাকলে শুধু লগইন করবেন।
১। https://www.homeaffairs.gov.au/ এই ওয়েবসাইটে ভিজিট করুন। ওয়েবসাইট টি দেখতে নিচের ছবির মতো হবে।
২। সেখানে একটি সার্চ অপশন আছে। সেখানে ক্লিক করা visa লিখে সার্চ করুন। অথবা নিচে থেকে visa অপশনে ক্লিক করুন।
৩। এখন Find the right Visa এখান থেকে ভিসার ধরন সিলেক্ট করতে হবে। যেহেতু কাজের জন্য ভিসার আবেদন করবেন, সেহেতু Work অপশনে ক্লিক করতে হবে।
৪। কি ধরনের কাজ করতে চান তা সিলেক্ট করতে হবে। সেখানে অনেক গুলো কাজের ধরন দেওয়া থাকবে। যেকোনো একটি সিলেক্ট করতে হবে। এরপর Continue বাটনে ক্লিক করবেন।
৫। এরপর উক্ত কাজের ভিসা সম্পর্কে দেখাবে। এরপর Apply বাটনে ক্লিক করলে ভিসার ফর্মে নিয়ে যাবে।
৬। এখন Apply বাটনে ক্লিক করুন।
৭। এরপর আবেদন ফর্মে বিভিন্ন তথ্য দেওয়া থাকবে। সেখানে উল্লেখিত সকল তথ্য ভালোভাবে পূরণ করুন। ভিসার ধরন অনুযায়ী তথ্য পরিবর্তন দেখা যাবে। উল্লেখিত তথ্যর মধ্যে আপনার সম্পূর্ণ নাম, ঠিকানা, জন্মসাল, জাতীয়তা, পাসপোর্ট নাম্নবার ও পাসপোর্ট এর তথ্য এগুলো পূরণ করতে হবে।
৮। সেখানে চাওয়া সকল তথ্য গুলো ভালোভাবে পূরণ করবেন।
৯। এখন সাবমিট বাটনে ক্লিক করুন।
এই ধাপ গুলো অনুসরণ করলে ঐ ভিসার জন্য আবেদন সম্পর্ন হবে। এরপর আবেদনপত্র টি প্রিন্ট করতে হবে। এই আবেদনপত্র ও এর সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট ভিসা অফিসে জমা দিতে হবে।
অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন কি কি লাগবে
ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় হচ্ছে বিভিন্ন ডকুমেন্ট। এই ডকুমেন্ট ব্যাতিত ভিসা আবেদন করতে পারবেন না। তাই আবেদন করতে কি কি কাগজ পত্র লাগে জানতে হবে। এই কাগজ পত্র গুলো প্রথমে সংগ্রহ করে রাখবেন। তবে ভিসা অনুযায়ী এগুলো পরিবর্তন হতে পারে। অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন কি কি লাগবে তালিকা আকারে দেওয়া আছে।
- কমপক্ষে ৬ মাসের জন্য বৈধ পাসপোর্ট।
- এনআইডি বা জাতীয় পরিচয় পত্র।
- ভিসা আবেদন ফর্ম।
- কাজের দক্ষতা ও অভিজ্ঞতার ডকুমেন্ট।
- ভাষার দক্ষতা থাকতে হবে। IELTS, PTE Academic, TOEFL iBT, OET বা CAE-এর মতো একটি ইংরেজি ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- মেডিকেল টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার ডকুমেন্ট।
- পুলিশ ক্লিয়ারনেস এর সার্টিফিকেট।
- আবেদন ফি প্রদান এর রশিদ বা স্লিপ।
শেষ কথা
ভিসার ধরন অনুযায়ী ডকুমেন্ট পার্থক্য থাকে। আবেদন করা খুব সহহজ। তবে নিজে নিজে আবেদন করতে না পারলে, এজেন্সিদের সয়াহতা নিবেন। সরকারি ভাবে ভিসা পেতে ৩ থেকে ৪ লাখ টাকা লাগবে। আর বেসরকারি ভাবে ভিসা পেতে ৮ লাখের উপরে খরচ হবে। আশা করছি অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন করার নিয়ম সঠিক ভাবে জানতে পেরেছেন।
আরও দেখুনঃ
অস্ট্রেলিয়া যেতে কত টাকা লাগে ২০২৪
অস্ট্রেলিয়া কাজের বেতন কত টাকা ২০২৪