অনলাইনে টিকিটের পিএনআর নাম্বার দিয়ে বিমানের টিকিট চেক করা যায়। এছাড়া এখন পাসপোর্ট নাম্বার ব্যবহার করে বা পাসপোর্ট দিয়েও বিমান এর টিকিট যাচাই করা যাবে। এজন্য এয়ারলাইন্সের ওয়েবসাইট গুলোতে ভিজিট করতে হবে। সেখানে থাকা Manage Booking অপশন থেকে টিকিট চেকিং দিতে হয়। এছাড়া বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এর ওয়েবসাইট বা মোবাইল আপ্স ব্যবহার করেও সেম কাজ করা যাবে। পাসপোর্ট নাম্বার দিয়ে বিমানের টিকেট চেক করার নিয়ম জেনে টিকিট যাচাই করতে পারেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে বিমানের টিকেট চেক
বিমান টিকিটের জন্য বাংলাদেশের পপুলার একটি ওয়েবসাইট বিমান বাংলাদেশে এয়ারলাইন্স। এটি বাংলাদেশ বিমানের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে টিকিট চেক, ফ্লাইট চেক, ওয়েব চেক ইত্যাদি কাজ করা যাবে। প্রথমে এই ওয়েবসাইট ব্যবহার করে পাসপোর্ট নাম্বার দিয়ে বিমানের টিকেট চেক করার প্রসেস টি দেখানো হয়েছে।
ধাপ ১ঃ Modify Trip
১। প্রথমে https://www.biman-airlines.com/ এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
২। এরপর Modify Trip এ ক্লিক করুন। ক্লিক করার পর ২ টি অপশন দেখা যাবে।
৩। এখন ৬ সংখ্যার PNR Code টি লিখুন। এই কোড টি পাসপোর্ট এ দেওয়া থাকে। এটি মূলত টিকিট চেক করার সময় পাসপোর্ট নাম্বার হিসেবে ব্যবহার করা হয়।
৪। এখন আপনার নামের প্রথম অংশ বা শেষ অংশ লিখুন।
৫। সার্চ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর টিকিট টি দেখানো হবে।
ধাপ ২ঃ Web Check- In
ওয়েব চেক ইন এর মাধ্যমেও পাসপোর্ট নাম্বার দিয়ে বিমান এর টিকিট চেক করা যায়। এখানে নিয়ম টি দেখানো হয়েছে।
১। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ওয়েবসাইটে ভিজিট করুন।
২। Web Check- In এ ক্লিক করুন।
৩। পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করার জন্য প্রথমে থাকা PNR নাম্বারে ক্লিক করুন।
৪। এখন PNR Number টি লিখুন।
৫। Last Name/ Surname লিখুন।
৬। সার্চ বাটনর ক্লিক করুন।
এই দুই পদ্ধতিতে বাংলাদেশ বিমানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাসপোর্ট নাম্বারের মাধ্যমে টিকিট চেক করা হয়। যেকোনো একটি প্রসেস শিখে নিবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে বিমানের টিকেট চেক করার নিয়ম
টিকিট ক্রয় করার জন্য আরও অনেক গুলো ই-টিকিট ওয়েবসাইট আছে। সেখান থেকে টিকিট চেক করা যাবে। তবে চেক করার নিয়ম কিছুটা আলাদা হয়ে থাকে। এজন্য প্রথমে যেকোনো এয়ারলাইন্সের ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখানে থাকা Manage Booking এই অপশন টি খুঁজে বের করবেন। পাসপোর্ট নাম্বার দিয়ে বিমানের টিকেট চেক করার নিয়ম টি ফলো করুন।
- গুগল থেকে এয়ারলাইন্স এর ওয়েবসাইট বা মোবাইল আপ্স ওপেন করুন।
- TripIt, Kayak, Google Flights এর মত তৃতীয় পক্ষের ওয়েবসাইট ব্যবহার করে টিকিট চেক করতে পারবেন।
- মোবাইল আপ্স বা ওয়েবসাইট থেকে Manage Booking এই অপশনে ক্লিক করুন।
- এখন পাসপোর্ট নম্বর এবং PNR (Passenger Name Record) নাম্বার টি লিখুন।
- এয়ারলাইন্স, ফ্লাইট নম্বর, তারিখ বা আপনার নাম এই ধরনের তথ্য গুলো পুরিন করুন।
- সার্চ বাটনর ক্লিক করুন। ক্লিক করার পর আপনার টিকিটের সকল তথ্য দেখা যাবে।
এই ভাবে তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা মোবাইল আপ্স দিয়ে টিকিট চেক করা যাবে। তবে তৃতীয় পক্ষের ওয়েবসাইট ব্যবহার করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। টিকিট চেক করার জন্য সবসময় আপনার সঠিক পাসপোর্ট নম্বর প্রদান করতে হবে। এরপরেও অনলাইনে টিকিট খুঁজে না পান, তাহলে এয়ারলাইন্সের কাস্টমার সার্ভিসে ফোন করে টিকিট সম্পর্কে জানতে পারবেন। ফোন করার সময় আপনার পাসপোর্ট নম্বর এবং PNR নম্বর অথবা টিকিট নম্বর প্রদান করতে হবে। PNR নম্বর অথবা টিকিট নম্বর না থাকলেও কেবল পাসপোর্ট নম্বর ব্যবহার করেও টিকিট খুঁজে বের করা যাবে।
শেষ কথা
সবেচেয়ে সহজ পদ্ধতি হলো তাদের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল আপ্স ব্যবহার করা। তবে চাইলে অন্যান্য ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনাদের কে সঠিক পাসপোর্ট নাম্বার বা পিএনআর নাম্বার টি দিতে হবে। এই ভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে বিমানের টিকেট চেক করতে হবে।
আরও দেখুনঃ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক ২০২৪