বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক ২০২৪

বাংলাদেশ এয়ারলাইন্স এর আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানের টিকিট পরিচালনা করে বাংলাদেশ বিমান সংস্থা। অফলাইনে ও অনলাইনে বিভিন্ন মাধ্যম থেকে টিকিট বুকিং দেওয়া যায়। এজন্য বাংলাদেশে অনেক গুলো ই-টিকিট সেবা চালু করা হয়েছে। এর মধ্যে একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে। https://www.biman-airlines.com/ এটি বিমান বাংলাদেশ এর প্রধান ওয়েবসাইট। এখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক করতে হবে।

উক্তি ওয়েবসাইট ব্যবহার করে ওয়েব চেকিং, ফ্লাইট চেকিং ও টিকিট চেকিং করা যাবে। এজন্য কিছু পদ্ধতি রয়েছে। প্রথমে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। নতুন টিকিট কেনার জন্য চেক করতে ফ্লাইট বুকিং অপশনে যেতে হবে। আর ক্রয় করা টিকিট সম্পর্কে বিস্তারিত জানতে মডিফাই ট্রিপ চেক করতে হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক

প্রথমে একটি ইন্টারনেট সংযোগ থাকতে হবে। এরপর মোবাইল বা পিসি দিয়ে গুগল থেকে বিমান বাংলাদেশ এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। সেখান থেকে Modify Trip এ যেতে হবে। যাওয়ার পর সেখানে নতুন একটি পেজ দেখাবে। সেখানে যা যা তথ্য চাওয়া হবে, সেগুলো সঠিক ভাবে পূরণ করে সার্চ করা লাগবে। সার্চ করার পর ইউসারদের কে উক্ত টিকিট সম্পর্কে তথ্য দেখাবে। প্রসেস টি জানতে নিচে পদ্ধতি ফলো করতে হবে।

১। https://www.biman-airlines.com/ এই ওয়েবসাইট ভিজিট করুন।
২। Modify Trip এ ক্লিক করুন।
৩। ৬ অক্ষরের PNR Code লিখুন।
৪। আপনার নামের শেষ অংশ থোবা প্রথম অংশ লিখুন।
৫। ডান পাশের সার্চ বাটনে ক্লিক করুন।

এই ধাপ গুলো সঠিক ভাবে করলে উক্ত টিকিটের সকল তথ্য দেখানো হবে। এই টিকিটের ফ্লাইট স্ট্যাটাস টি চেক করা যাবে। এজন্য Flight Status অপশন টি ব্যবহার করেত হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট স্ট্যাটাস চেক

ফ্লাইট স্ট্যাটাস ২ ভাবে চেক করা যাবে। একটি হচ্ছে Route দিয়ে। আরেক টি Flight Number দিয়ে। তাই এই তথ্য গুলো জানা থাকতে হবে। এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ওয়েবসাইট থেকে Flight Status অপশনে ক্লিক করুন।

Route দিয়ে Flight Status চেকঃ 

  • Flying From লিখুন।
  • Flying To লিখুন।
  • তারিখ লিখুন।
  • সার্চ বাটনে ক্লিক করুন

Flight Number দিয়ে Flight Status চেকঃ 

  • টিকিটে দেওয়া ফ্লাইট নাম্বার লিখুন।
  • তারিখ লিখুন।
  • সার্চ বাটনর ক্লিক করে সার্চ করুন।

এই ধাপ গুলো সম্পর্ন করলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট স্ট্যাটাস চেক করা যাবে। ধাপ গুলো সঠিক ভাবে করে থাকলে ঐ টিকিটের ফ্লাইটের স্ট্যাটাস টি দেখতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক ২০২৪

আরেক পদ্ধতিতে বিমানের টিকিট চেক করা যাবে। এটি মূলত যারা নতুন টিকিট বুকিং দিবে তাদের জন্য। এই নিয়ম অনুসরণ করে টিকিট ক্রয়ের সময় ফ্লাইটের তারিখ, টিকিটের দাম ও সময় চেক করা যাবে। এছাড়া ঐ দিনে কয়টায় ফ্লাইট আছে বা ফ্লাইট কখন কখন পাওয়া যাবে এ সকল বিষয় জানা যাবে। এজন্য Book Flight থেকে বিভিন্ন তথ্য দিয়ে সার্চ করতে হবে। টিকিট চেক করতে নিচের ঠিকানায় ক্লিক করুন।

বিমানের টিকেট চেক করার নিয়ম

শেষ কথা

অনলাইনের মাধ্যমে খুব সহজে বিমানের টিকিট চেক করা যায়। এজন্য মূলত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ওয়েবসাইট টি সঠিক ভাবে ব্যবহার করা জানতে হবে। এই নিয়ম টি ফলো করে যেকোনো দেশে যাওয়ার বিমানের টিকিট চেক করতে পারবেন। প্রয়োজনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক করার নিয়ম পুনরায় দেখে নিবেন।

আরও দেখুনঃ

অনলাইনে বিমানের টিকেট বুকিং পদ্ধতি ২০২৪

অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম