অনলাইনে বিমানের টিকেট চেক করার নিয়ম পাসপোর্ট নাম্বার দিয়ে

বর্তমানে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এ অনেক পরিবর্তন আনা হয়েছে। দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানের টিকিট চেক করা যাচ্ছে অনলাইনে। এজন্য বাংলাদেশ বিমানের অফিসিয়াল ওয়েবসাইট আছে। এই সাইট গুলো সঠিক ভাবে ব্যবহার করে দেশের ও বিদেশের বিমানের টিকিট বা ফ্লাইট চেক করা যায়। এছাড়া আগে থেকে বিমানের টিকিট সংগ্রহ করতে পারবেন এই ওয়েবসাইট গুলো থেকে। অনলাইনে বিমানের টিকেট চেক করার নিয়ম গুলো জানতে হবে এবং এখানে একটি নিজের নামে একাউন্ট খুলতে হবে।

মোবাইল বা যেকোনো স্মার্ট ডিভাইসে পাসপোর্ট নাম্বার দিয়ে বিমানের টিকিট চেক করতে পারবেন। অনলাইনে অনেক ওয়েবসাইট বিমানের টিকিট বিক্রি করে। অনেকেই সেখানে প্রতারণার শিকার হয়। এজন্য তাদের উচিৎ টিকিট কেনার পূর্বে অফিসিয়াল ওয়েবসাইট গুলো থেকে ভিসা বা পাসপোর্ট নাম্বার দিয়ে টিকিট চেক করা। এছাড়া কিভাবে বিমানের ফ্লাইট চেক করতে হয় তা এই পোস্টে দেখানো হয়েছে।

অনলাইনে বিমানের টিকেট চেক করার নিয়ম

বিমানের টিকিট চেক করার জন্য ট্রিপের  তথ্য চেক করতে হবে। এছাড়া ফ্লাইট স্ট্যাটাস, ফ্লাইট শিডিউল গুলো জেনে নিতে হবে। এগুলো একটি ওয়েবসাইট দ্বারা করা যাবে। biman-airlines.com এটি হচ্ছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এর অফিসিয়াল ওয়েবসাইট। ওয়েবসাইট টি সঠিক ভাবে ব্যবহার করে বিমানের টিকিট, সিট বুকিং ও ফ্লাইট টাইম চেক করার নিয়ম দেখানো হয়েছে। বিমানের টিকেট চেক করার ধাপ ও পদ্ধতি সমূহ জেনে নিন।

১ ধাপঃ ভিজিট করুন আপনার যেকোনো একটি সার্চ ইঞ্জিনে। এটি মোবাইল বা ল্যাপটপ ও ডেক্সটপ দিয়েও করতে পারেন।

২ ধাপঃ  নিচের মতো একটি ইন্টারফেস দেখতে পারবেন।

অনলাইনে বিমানের টিকেট চেক করার নিয়ম 

৩ ধাপঃ Modify Trip এ ক্লিক করুন।

৪ ধাপঃ ৬ অক্ষরের বিমান টিকেটের PNR Number/Reservation Code লিখুন।

৫ ধাপঃ Last Name লিখুন এবং সার্চ বাটনে ক্লিক করুন।

৬ ধাপঃ এখন আপনার ফ্লাইটের সকল তথ্য দেখানো হবে।

বিমানের ফ্লাইট স্ট্যাটাস চেক করার নিয়ম

এই একটি ওয়েবসাইট থেকেই বিমানের ফ্লাইট স্ট্যাটাস চেক করা যাবে। এজন্য কিছুটা আলাদা নিয়ম ফলো করলেই হবে। এখান থেকে ফ্লাইটের সঠিক সময় গুলো জানা যায়। এর কারণ অনেক সময় সমস্যা হলে ফ্লাইট কিছুটা দেরি করে। তাই তারা এই ওয়েবসাইটে ফ্লাইট দেরির কারণ বা কত সময় আরও দেরি হতে পারে তা এখানে আপডেট করা হয়। এজন্য বিমানের ফ্লাইট স্ট্যাটাস চেক করার মাধ্যমে নির্ভুল তথ্য টি জানা যায়।

  • যেকোনো ব্রাউজার থেকে বিমান বাংলাদেশে ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • এখন আগের মতো ট্রিপ এর জায়গায় ফ্লাইট স্ট্যাটাস এ ক্লিক করুন। একটি ফ্রম দেখতে পারবেন। যেখানে মোট ৩ টি অংশ আছে। প্রথম ও দ্বিতীয় টি তে কিছু তথ্য দিতে হবে এবং পরের টি থেকে সার্চ করতে হবে।
  • এখানে ফ্লাইট ও রুট এই দুই টি উপায়ে ফ্লাইটের স্ট্যাটাস চেক করা যাবে। Route অপশন টি বেছে নিলে ‘Flying from ১ম ঘরে বসাতে হবে। এরপর Flying to ২য় ঘরে বসাতে হবে। এখন শেষ ঘরে তারিখ দিতে হবে। এখানে অটোমেটিক ভাবে আজকের তারিখ টি সিলেক্ট করা থাকে।
  • এখন সার্চ অপশনে ক্লিক করলে ফ্লাইটের স্ট্যাটাস দেখতে পারবেন।
  • ফ্লাইট নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে ফ্লাইটের নাম্বার ও তারিখ দিতে হবে।
  • একই ভাবে ১ম ঘরে ফ্লাইটের নাম্বার লিখুন। পরের ঘরে ফ্লাইটের তারিখ লিখুন। এরপর সার্চ অপশন থেকে ফ্লাইটের স্ততাউস দেখতে হবে।
  • ফ্লাইট খুঁজে পাওয়া গেলে লাল রঙের View Status পাওয়া যাবে। সেখানে ক্লিক করে বিস্তারিত তথ্য দেখতে পারবেন।

বিমানের ফ্লাইট শিডিউল চেক চেক করার নিয়ম

বিমান বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই বিমানের ফ্লাইট শিডিউল চেক চেক করা যায়। এটিও একই পদ্ধতিতে করতে পারবেন। শুধু কিছু কিছু অপশনে পরিবর্তন করা আছে। বিমানের ফ্লাইট শিডিউল দেখার সুবিধা হলো টিকিট কাটার পূর্বে জানতে পারবেন আপনি যে টিকিট কাটতে চান সেটি কখন ফ্লাইট হবে। বা সেই সময় আপনি ফ্লাইতে থাকতে পারবেন কি না। তো কিভাবে বিমানের ফ্লাইট শিডিউল চেক করে তা এখানে শেয়ার করা হয়েছে।

আগের ওয়েবসাইট টি ওপেন করুন। ট্যাব হতে

 ট্যাব হতে Flight Schedule অপশনে ক্লিক করুন।

এখন নতুন একটি ফ্রম ওপেন হবে। যেখানে flying from, flying to, date ও search অপশন থাকবে।

আপনার গন্তব্য স্থান শুরু কোথা থেকে তা প্রথমে ঘরে লিখুন এবং পরের ঘরে গন্তব্য স্থান কোথায় শেষ হবে তা লিখুন। এখন যে দিনের flight schedule চেক করতে চান সেই দিনের তারিখ লিখে সার্চ দিন।

এখন সেই ফ্লাইটের সকল তথ্য বিস্তারিত দেখানো হবে।

বিমানের ওয়েব চেক-ইন করার নিয়ম

বিমানের টিকিট, ফ্লাইট চেক করার পাশা-পাশি ওয়েব চেক-ইনও করা যায়। এটি বাংলাদেশ বিমান এয়ালাইন্স এর ওয়েবসাইট থেকেই করতে পারবেন। কিভাবে চেক করে তার সম্পূর্ণ পদ্ধতি এখানে শেয়ার করেছি।

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে চলে যান এবং ট্যাব হতে Web Check-in অপশনে ক্লিক করুন।
  • ক্লিক করার পড়ে আরও একটি বক্স বা ফ্রম ওপেন হবে। এবার ফর্মে দুই ধরণের তথ্য দিয়ে ওয়েব চেক-ইন করা যাবে। PNR (6 character)
    Ticket Number দিয়ে।
  • পিএনআর কোড দিয়ে চেক করতে ৬ অক্ষরের কোড বসাতে হবে এবং লাস্ট নেম বা সম্পূর্ণ নেম দিতে হবে। এগুলো দেওয়া হলে সার্চ বাটনে ক্লিক করে ওয়েব চেক-ইন দেখানো হবে।
  • Ticket Number দিয়েও এটি করা যাবে। এজন্য প্রথম ঘরে ১৩ ডিজিটের Ticket Number লিখুন এবং পরের খালি ঘরে লাস্ট নেম বা সার নেম দিয়ে সার্চ করুন। সার্চ করলে ওয়েব চেক-ইন করতে পারবেন।
  • ডোমেস্টিক ফ্লাইটের ৩ ঘণ্টা আগে এবং ইন্টারন্যাশনাল ফ্লাইটের ৪ ঘণ্টা আগে ওয়েব চেক-ইন বন্ধ হয়ে যায়।

অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম

অনলাইনে টিকিট চেক করার পশা-পাশি টিকিট ক্রয় করা যায়। অগ্রিম টিকিট বুকিং দেওয়া যায় এখন থেকে। অনেক সময় অগ্রিম টিকিট পেতে কিছু দিন অপেক্ষা করতে হয়। তাই ট্রাভেলের ১ সপ্তাহ আগে থেকে টিকিট কেটে নিবেন। এজন্য বাংলাদেশ এয়ারলাইন্স এর অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করতে হবে। গুগল থেকে biman-airlines.com/ লিখে সার্চ দিলে বাংলাদেশ বিমানের অনলাইন টিকিটের ওয়েবসাইট চলা আসবে। কিভাবে টিকিট ক্রয় করতে হয় তা বিস্তারিত জানতে নিচের ঠিকানায় ক্লিক করুন।

বিমানের টিকেট কাটার নিয়ম ও পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন 

শেষ কথা

একটি ওয়েবসাইট থেকে টিকিট সম্পর্কিত সকল কাজ করা হয়। তবে মনে রাখবেন অনলাইনে টিকিট চেক করার জন্য তাদের ওয়েবসাইটে একাউন্ট খুলে নিবেন। আশা করছি এই পোস্ট থেকে অনলাইনে বিমানের টিকেট চেক করার নিয়ম ও পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন। এই রকম পোস্ট পেতে আমার সাথেই থাকুন।

আরও দেখুনঃ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট প্রাইস কত ২০২৪