অনলাইনে বিমানের টিকেট বুকিং পদ্ধতি ২০২৪

বহুদূরের যাতায়াত কে আরও সহজ করে দিয়েছে বাংলাদেশ বিমান। বাংলাদেশে অনেক গুলো এয়ারলাইন্স আছে, যারা দেশে ও বিদেশে যাত্রী পরিবহন করে। বিমানের মাধ্যমে যাতায়াতের জন্য টিকিট প্রয়োজন। অনলাইনে ও বাংলাদেশ বিমান এয়ারলাইন্স থেকে সরাসরি টিকিট সংগ্রহ করা যাবে। অনলাইনে বিমানের টিকেট বুকিং দিতে https://www.biman-airlines.com/ এই ওয়েবসাইট ভিজিট করবেন।

বেশ কয়েকটি ধাপ সম্পর্ন করে টিকিট বুকিং দিতে হবে। প্রয়োজনে অগ্রিম টিকিটের জন্য পেমেন্ট করা যাবে। প্রথমে উক্ত ওয়েবসাইটে লগ ইন করে নিবেন। একাউন্ট করা না থাকলে, প্রথমে নির্দেশনা অনুযায়ী একাউন্ট খুলে নিন। এরপর টিকিট বুকিং পদ্ধতি অনুসরণ করে পছন্দের ফ্লাইট টি কনফার্ম করুন।

অনলাইনে বিমানের টিকেট বুকিং

অফলাইনে ও অনলাইনে  বিমানের জন্য টিকিট ক্রয় করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল আপ্স, বিভিন্ন অনলাইন টিকিট সেবা ও কাউন্টার থেকে বিভিন্ন বিমান এর টিকিট পাওয়া যাবে। সবচেয়ে সহজ হচ্ছে অনলাইন থেকে নিজে একটি টিকিট ক্রয় করা। যার মাধ্যমে কখন কোন বিমানের ফ্লাইট আছে, টিকিটের দাম কত এবং ঐ ফ্লাইটে যেতে কত সময় লাগবে তা জানতে পারবেন। তাই এখানকার সময়ে মানুষ অনলাইনে টিকিট ক্রয় করে। প্রায় ৬ টির মতো ধাপ অতিক্রম করে টিকিটের জন্য বুকিং দিতে হয়। যাদের এই বিষয়ে জানা নেই, প্রথমে টিকিট বুকিং এর নিয়ম জেনে নিবেন।

অনলাইনে বিমানের টিকেট বুকিং পদ্ধতি ২০২৪

যে কয়েকটি ধাপ সম্পর্কে জানলে আপনিও অনলাইনে বিমানের টিকেট বুকিং দিতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টিকিট ক্রয়ের জন্য যতগুলো ধাপ রয়েছে, তা একটি একটি করে পূর্ণ করা। তো দেখে নেওয়া যাক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট বুকিং এর নিয়ম ও সঠিক পদ্ধতি।

ধাপ ১ঃ ওয়েবসাইট পরিচিতি

ওয়েবসাইট টি ভালোভাবে দেখে নিবেন। এখানে দেওয়া প্রতি তথ্য ও অপশন এর বিষয় গুলো জানার চেষ্টা করুন।

  • প্রথমে গুগল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিখে সার্চ করুন। অথবা https://www.biman-airlines.com/ এই ঠিকানা সার্চ করুন।
    "</li
  • এখন নিচে দেওয়া ছবির মতো ইন্টারফেস দেখা যাবে। সেখানে কি কি অপশন আছে পড়ে নিবেন।
    "</li

ধাপ ২ঃ ফ্লাইটের ধরন

  • প্রথম অপশনে বুক ফ্লাইট লেখা আছে সেখানে ক্লিক করুন। এরপর One way, Round-trip ও Multi-city এই তিন টি অপশন দেখাবে। যেকোনো একটি সিলেক্ট করতে হবে।
  1. One way- সুধু মাত্র যাওয়ার টিকেট
  2. Round-trip- একই টিকিটে যাওয়া যাবে এবং ঐ স্থান থেকে ফিরে আসা যাবে।
  3. Multi-city- এই টিকিটের মাধ্যমে একাধিক শহর বা দেশে ভ্রমণ করা যাবে।
  • এখন Flying from (যে বিমান বন্দর থেকে যাবেন) ও Flying to (যেখানে পৌছাতে চাচ্ছেন) সিলেক্ট করুন।
  • Departure মানে কোন তারিখ যেতে চান, ঐ তারিখ টি সিল্কেট করুন। এখান থেকে যেকোনো দিনের টিকিট দেখা যাবে।

ধাপ ৩ঃ যাত্রীর ধরন

এটি টিকিটের ক্রয়ের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। একটি টিকিটের মাধ্যমে পরিবারের কয়েকজন বা একাধিক মানুষ যাওয়া যাবে। টিকিটের দাম সেই অনুযায়ী দিতে হবে। যদি আপনি একা ভ্রমণের জন্য যান, তাহলে 1 Adults – 0 Child সিলেক্ট করবেন। সাথে আরও কেউ গেলে তার বয়স অনুযায়ী যাত্রী সংখ্যা সিল্কেট করে দিবেন।

আর এই অংশ থেকে বিমানের ক্লাস বেছে নেওয়া যাবে। ইকোনোমি ক্লাসের ভাড়া কম। বিজনেস ক্লাসের ভাড়া বেশি। তিন টি ক্লাসের বিমান পাওয়া যাবে।

  •  Economic
  •  Premium economy
  •  Business

"</p

ধাপ ৪ঃ ডিস্কাউন্ট

একজন যাত্রী কাছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এর প্রমো কোড থাকলে, বা কোনো কারণে প্রোমো কড পেয়ে থাকলে সেটি ব্যবহার করে টিকিটের দামে ডিস্কাউন্ট পাওয়া যাবে। যদি প্রোমো কোড টি থাকে তাহলে সেখানে লিখুন। না থাকলে দিতে পাবেন না।

ধাপ ৫ঃ টিকিট অনুসন্ধান করা

উপরে দেখানো সব কিছু সঠিক ভাবে সম্পূর্ণ করবেন। এরপর ফ্লাইট চেক করতে হবে। নিচে সার্চ নামে অপশন আছে, সেখানে ক্লিক করলে আজকে বা যে তারিখের টিকিট বুকিং দিবেন, সেদিনের ফ্লাইটের সময় সূচি ও টিকিটের দাম দেখানো হবে। আর ঐ তারিখ কোন ফ্লাইট পাওয়া না গেলে কোনো টিকিট দেখাবে না।
অনলাইনে বিমানের টিকেট বুকিং

ধাপ ৬ঃ টিকিট সিলেকশন

এখন যেকোনো একটি টিকিট সিলেক্ট করুন। টিকিটের দামে ক্লিক করলে আরও কিছু অপশন দেখানো হবে। CONTINUE TO PASSENGERS এ ক্লিক করুন। এরপর আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাওয়া হবে। সেই অংশে আপনার বিভিন্ন তথ্য প্রদান করতে হবে। আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ও ইমেইল ঠিকানা দিতে হবে।

এরপর ADD TRAVEL DOCUMENTS, Add Frequent Flyer ও Add Special Requests এ ক্লিক করতে হবে। সেখানে এই তিন টি বিষয়ে জন্য আরও কিছু তথ্য দেওয়া লাগবে। তারপর CONTINUE TO SEAT SELECTION ক্লিক করুন। এখন আপনার পছন্দ মতো ফাকা আসন থেকে যেকোনো একটি সিট সিলেক্ট করুন।

ধাপ ৭ঃ পেমেন্ট পরিশোধ

এখন আপনাকে টিকিটের দাম প্রদান করতে হবে। টিকিটের মূল্য, সাথে ভ্যাট, সার্ভিস চার ও লাগেজ বা ওজনের উপরে চার্জ মিলিয়ে মোট দাম কত তা দেওয়া হবে। ঐ দাম দিয়ে টিকিট টি নিশ্চিত করতে হবে। বিভিন্ন ব্যাংক ও অনলান মাধ্যমে টাকা প্রদান করা যাবে।

বিমানের টিকেট কাটার এপস

মোবাইল এপ্স ব্যবহার করেও বিমানের টিকিট কাটা যাবে। এজন্য গুগল প্লে স্টোরে অনেক বিমানের টিকেট কাটার এপস আছে। এর মধ্যে তাদের অফিসিয়াল একটি আপ্স পাবেন। https://play.google.com/store/apps/details?id=com.BimanAirlines.Biman&hl=en&gl=US এটি তাদের অফিসিয়াল মোবাইল এপ্স এর ঠিকানা। এখানে ক্লিক করে মোবাইলে সরাসরি সংগ্রহ করা যাবে। উপরের দেখানো পদ্ধতি ফলো করে একই নিয়মে এপ্স দিয়ে টিকিট বুকিং দেওয়া যাবে।

শেষ কথা

সময় অনুযায়ী টিকিটের দাম ও ফ্লাইট পাওয়া যাবে। এই একটি পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাওয়ার জন্য বিমানের টিকিট বুকিং দিতে পারবেন। সবসময় কম দামে বিমান টিকেট পাওয়া যায় না। তাই ভ্রমণের পূর্বে টিকিট চেক করে বুকিং দিয়ে রাখবেন। যারা বাংলাদেশ থেকে টিকিট ক্রয় করবেন তাদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট বুকিং ওয়েবসাইট টি কাজ করবে। অন্যান্য দেশ থেকে বাংলাদেশের বিমানের টিকিট পেতে ঐ দেশের অপিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করতে হবে।

আরও দেখুনঃ

ঢাকা টু সিলেট বিমান ভাড়া কত টাকা ২০২৪

অনলাইনে বিমানের টিকেট চেক করার নিয়ম পাসপোর্ট নাম্বার দিয়ে