পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক ২০২৪

বিদেশ যাওয়ার জন্য ভিসার প্রয়োজন। আর এই ভিসাটি অরজিনাল হতে হবে। বর্তমানে বেশিরভাগ মানুষ ভিসা বানিয়ে প্রতারণার শিকার হয়। আজকে ছোট একটি ট্রিক্স শেয়ার করেছি। যার মাধ্যমে জানতে পারবেন আপনার ভিসা অরজিনাল নাকি ডুপ্লিকেট। এছাড়া যারা ভিসার জন্য আবেদন করেছেন, তারা পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা স্টেটাস চেক করার পদ্ধতি শিখতে পারবেন। ভিসা চেক করার নিয়ম টি দেখে নেওয়া যাক।

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক

এজন্য প্রয়োজন হবে সৌদি আরবের ভিসা চেক করার অফিসিয়াল ওয়েবসাইট। কেননা অন্যান্য দেশে ওয়েবসাইট থেকে এই দেশের ভিসা তথ্য যাচাই করা যাবে না। চলে যান গুগল এবং Visa Mofa Gov sa লিখে সার্চ করুন। সার্চ করার পর প্রথম অয়েবাসিত টি ভিজিট করুন। অথবা visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData এই ঠিকানা থেকে সরাসরি ওয়েবসাইটে চলে যান। এরপর ওয়েবসাইট টি সঠিক ভাবে ব্যবহার করে ও সকল তথ্য পূরণের মাধ্যমে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করতে হবে। কিভাবে ওয়েবসাইট ব্যবহার করবেন ও ভিসার তথ্য বের করবেন, তা নিচে দেখানো হয়েছে।

রোমানিয়া ভিসা চেক করার নিয়ম পাসপোর্ট নাম্বার দিয়ে।

ধাপ ১

প্রথমে এই ওয়েবসাইটে একটি একাউন্ট খুলতে হবে। আগে একাউন্ট খোলা থাকলে সেটি লগ ইন করে কাজ পরিচালনা করা যাবে। তাই প্রথমে একাউন্ট টি লগইন করুন।

ধাপ ২
  • গুগলে visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData ঠিকানায় সার্চ করুন এবং ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • ভাষা পরিবর্তন করেনিন। এই ওয়েবসাইটের প্রধান ভাষা আরবি। যার কারণে এখানে আরবি আরবি ভাষা সিলেক্ট করা থাকে। নিচে দেখানো ছবি অনুযায়ী ইংরেজি ভাষায় পরিবরররতন করে আনুন।
    পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক
  • Passport Number এ আপনার পাসপোর্ট নাম্বার টি লিখুন।
  • Visa Type এ আপনার ভিসার ধরন সিলেক্ট করুন। বক্সে অনেক গুলো ভিসা ক্যাটাগরি আছে। আপনার ভিসা যে ক্যাটাগরিতে পড়ে, সেটি সিলেক্ট করতে হবে।
  • Current Nationality বাংলাদেশ সিলেক্ট করুন। এখানে আপনি যে দেশের নাগরিক তা সিলেক্ট করতে হবে।
  • Visa Issuing Authority এ যেখান থেকে রুওনা দিবেন সেটি সিলেক্ট করতে হবে। এটা মূলত বিমান বন্দরের নাম দেওয়া লাগবে।
  • Image Code বিভিন্ন নাম্বার বা অক্ষর দেওয়া থাকবে। সেগুলো হুবহু শূন্যস্থানে লিখুন।
  • এখন সার্চ বাটনে ক্লিক করুন। সার্চ করার পর আপনার ভিসার ধরন টি লাইভ দেখানো হবে।

যদি এটি ডুপ্লিকেট হয়, তাহলে এই সার্ভারে খুঁজে পাওয়া যাবে না। এছাড়া কোনো প্রকারের ভুল তথ্য দিয়ে খুঁজলে এটি পেতে সমস্যা হবে।

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা স্টেটাস চেক?

অনেকে ভিসার জন্য নতুন আবেদন করেছি। ভিসা প্রসেসিং সম্পর্কে জানি না। তো তাদের জন্য এই অংশ। আবেদনকারী আবেদন নম্বর, ভিসা ডকুমেন্ট নম্বর, ভিসা আবেদন নম্বর ও পাসপোর্ট তথ্য দিয়ে সৌদি ভিসা স্টেটাস চেক করতে পারবে। এজন্য https://visa.mofa.gov.sa/ এই ঠিকানায় যেতে হবে। সেখানে দেওয়া ৪ টি সঠিক অপশন পূরণের মাধ্যমে ভিসার স্টেটাস চেক করতে পারবে। পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা স্টেটাস চেক পদ্ধতি দেখেনিন।

১। প্রথমে https://visa.mofa.gov.sa/ এই ঠিকানায় চলে যান।
২। Inquiry type অর্থাৎ কোন তথ্য দিয়ে ভিসা চেক করতে আগ্রহী। এক্সেকোনো একটি সিলেক্ট করুন।
৩। Application Number এ উপরের অংশে যা সিলেক্ট করেছেন, তার নাম্বার টি লিখুন।
৪। ভিসা আবেদনের আইডি নাম্বার টি লিখুন।
৫। একটি ক্যাপচা কোড থাকবে সেটি পূর্ণ করুন।
৬। এখন সার্চ বাটনে ক্লিক করুন।

উক্ত ধাপ গুলো অনুসরণ করলে আপনার ভিসা আবেদনের বর্তমান স্ট্যাটাস টি দেখা যাবে।

সৌদি ভিসা চেক করতে কি কি লাগবে?

  • পাসপোর্ট নাম্বার
  • ভিসা নাম্বার
  • ভিসা আবেদনের আইডি নাম্বার
  • ভিসার ধরন
  • জাতীয়তা

শেষ কথা

যদি আপনি সঠিক ভাবে নিয়ম গুলো অনুসরণ করেন, তাহলে খুব সহজে যেকোনো সালের ভিসার তথ্য জানতে পারবেন। অথবা সঠিক তথ্য দেওয়ার পরেও, ভিসা না দেখালে তাহলে বুঝতে হবে সেটি অনলাইনে নেই। কারণ এই ভিসাটি ডুপ্লিকেট। সেটা কোনো লিগ্যাল ভিসা নয়। তো যারা নতুন তারা ভিসা পাওয়ার পড়ে অবশ্যই চেক করে নিবেন। প্রয়োজনে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার নিয়ম বা পদ্ধতি আবার দেখেনিবেন।

আরও দেখুনঃ

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার পদ্ধতি ২০২৪

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক ২০২৪