কুয়েতে সর্বনিম্ন বেতন কত টাকা ২০২৪

এশিয়ার এই দেশে নানা ধরনের কাজ আছে। কুয়েতে ইউরোপের দেশের মতো কাজ পাওয়া যায় এবং ভালো বেতন পাওয়া যায়। যার কারণে অনেকে কুয়েত যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই দেশে সাধারণ যেকোনো কাজে ৬০ হাজারের মতো বেতন পাওয়া সম্ভব। এই রকম অনেক কাজ আছে সেগুলোর সর্বনিম্ন বেতন ৩০ হাজারের উপরে। আজকে কুয়েতে সর্বনিম্ন বেতন কত টাকা। কুয়েতে কম বেতনের চাকরি সম্পর্কে জানবো। এছাড়া কুয়েতের সর্বোচ্চ বেতন কত টাকা এই বিষয়ে জানতে পারবেন।

কুয়েতে সর্বনিম্ন বেতন কত

বাংলাদেশে যেকোনো কোম্পানির বেতন মাত্র ১৮ থেকে ২০ হাজার টাকা। আর এই দেশের শ্রমিকের মাসিক অর্জন ১২ হাজার টাকা। যা তাদের সর্বোচ্চ বেতন এটি। কিন্তু কুয়েতে এই টাকার পরিমাণের তুলনায় সর্বনিম্ন বেতন বেশি। এখানে সর্বনিম্ন বেতনের মধ্যে শ্রমিকের কাজ, ফ্যাক্টরি কাজ, লেভার কাজ, ক্লিনারের কাজ ইত্যাদি আছে। কুয়েতে সর্বনিম্ন বেতন ৩০ থেকে ৪০ হাজার টাকা। সাধারণ যেকোনো কাজে ৪০ হাজার টাকা বেতনের চাকরি করতে পারবেন। কাজ গুলো তুলনামূলক অনেক সহজ।

কুয়েতে সর্বোচ্চ বেতন কত

এই দেশে কোম্পানির জন্য অনেক ধরনের কাজ আছে। শ্রমিক থেকে শুরু করে লেভার, ক্লিনার, রাঁধুনি বা ওয়েটার হিসেবে কোম্পানিতেও কাজ পাওয়া যায়। এছাড়া আরও অনেক কোম্পানি আছে যাদের উচ্চমানের বেতন দেওয়া হয়। কুয়েতে ভালো বেতনের চাকরি পেতে শিক্ষাগত যোগ্যতা লাগবে। কেননা এই কাজ গুলো উচ্চ লেভেলের মানুষ দ্বারা করা হয়। যাদের বেতন ৮০ হাজারের উপরে হয়ে থাকে। এই দেশের টেকনেশিয়ান, ইলেক্ট্রিশিয়ান ও অন্যান্য কাজের জন্য লাখ টাকার মতো বেতনের চাকরি পাওয়া যায়। যারা এই সব কাজের উপরে পড়াশুনা করেছে তদের কে কাজ গুলোর জন্য সিলেক্ট করা হয়। কুয়েতে সর্বোচ্চ বেতন ৮০ হাজার থেকে শুরু।

কুয়েতের কম বেতনের চাকরি

যাদের শিক্ষাগত যোগ্যতা নেই তারা সাধারণ মানের কাজ পাবে কুয়েতে। অনেকে কোম্পানির হয়ে কাজ করার সুযোগ পায়। তবে কোম্পানি গুলো সাধারণ মানের। এদের বেতন ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা। বিভিন্ন কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করার মাধ্যমে মাসে সর্বনিম্ন ৪০ হাজারের উপরে বেতন পাওয়া যাবে।

কুয়েত ড্রাইভিং ভিসা বেতন কত ও ভিসার দাম

কাজের নামসর্বনিম্ন বেতন
ক্লিনারের কাজ৪০০০০
হোটেলের কাজ৪০০০০
রেস্টুরেন্ট৪০০০০-৫০০০০
শেফ৫০০০০
লেভারের কাজ৪০০০০
ফ্যাক্টরির কাজ৪০০০০
শ্রমিক৪৫০০০
মিস্ত্রি৫০০০০

কুয়েতে শ্রমিকদের সর্বনিম্ন বেতন

শ্রমিকদের জন্য কুয়েতে বিভিন্ন সেক্টরে কাজ আছে। এর মধ্যে কুয়েতের ছোট কোম্পানি গুলোতে কাজ করা যায়। বিভিন্ন হোটেলে, রেস্টুরেন্টে, ক্লিনারের কাজ ইত্যাদি। এদের সবারই কোম্পানি ভিত্তিক মাসিক বেতন দেওয়া হয়। বেতন গুলো নির্ধারিত। তবে রেস্টুরেন্ট বা হোটেলের শ্রমিকের বেতন নির্ধারিত হলেও তারা প্রতিদিন কাস্টমারদের কাছ থেকে বোনাস পায়। মাস শেষে তারা ৬০ হাজারের উপরে বেতন পায়। এছাড়া কুয়েতে সকল শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা।

শেষ কথা

কোম্পানির হয়ে কাজ করলে সর্বনিম্ন ৪০ হাজারের মতো বেতন দেওয়া হয়। উচ্চমানের কোম্পানিগুলোতে ৭০ থেকে ৮০ হাজার টাকা বেতন পাবেন। তবে এই কাজ গুলো পেতে হলে আপনাদের পুর্বে অভিজ্ঞতা থাকতে হবে। আসা করছি এই পোস্ট আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকে কুয়েতে সর্বনিম্ন বেতন কত এবং সর্বোচ্চ  বেতন সম্পর্কে জানতে পেরেছেন।

আরও দেখুনঃ

কুয়েতে শ্রমিকদের বেতন কত টাকা। শ্রমিক ভিসার দাম ২০২৪

কুয়েতে ক্লিনারের বেতন কত ও ক্লিনার ভিসার দাম ২০২৪