মালয়েশিয়া কলিং ভিসার আজকের খবর ২০২৪

বৈদেশিক মুদ্রা উপার্জনের লক্ষে অনেকে বিদেশে যেতে চায়। তবে সবাই বিশ্বের উন্নত দেশে যেতে পারে না। এর প্রধান কারণ হচ্ছে উন্নত দেশে যেতে ভিসার দাম অনেক। ফলে ১০ থেকে ২০ লাখ টাকা দিয়ে সেই দেশ গুলোতে যেতে হয়। তবে আপনারা চাইলে এর থেকে কম খরচে মালয়েশিয়া যেতে পারবেন। প্রতিবছর বাংলাদেশ থেকে অনেক লোক নেওয়া হয় এখানে। মালয়েশিয়া কলিং ভিসার আজকের খবর সম্পর্কে জানানো হবে এই পোস্টে।

বেশির ভাগ মানুষ সেখানে কলিং ভিসায় যেতে চায়। এছাড়া সেখানে আরও বিভিন্ন ধরনের ভিসা রয়েছে। মালয়েশিয়া কলিং ভিসা খোলা আছে কি না? ভিসার দাম কতও? সেখানে যেতে কত টাকা লাগবে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্ট টি পড়বেন। মালয়েশিয়া ভিসা কবে খুলবে আজকের খবর জেনে নেওয়া যাক।

মালয়েশিয়া কলিং ভিসার আজকের খবর

বেশির ভাগ মানুষ কলিং ভিসায় এই দেশে যায়। তবে এখন বাংলাদেশ থেকে মাল্যেশয়ার কলিং ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। ২০২৩ সালের শুরুতে এই ভিসা চাউ করা হয়েছিলো। কিন্তু তার কিছুদিন পড়েই পুনরায় তা বন্ধ করা হয়। গত কয়েক বছর আগেও বাংলাদেশ ও মালয়েশিয়ার কলিং ভিসা চালু ছিলো। বেশির ভাগ বাংলাদেশি তখন কাজের উদ্দেশ্য মালয়েশিয়া যেতো। খুব দ্রুত এই ভিসা চালু হওয়ার আপডেট তথ্য জানা যাবে। এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করে দিবো।

মালয়েশিয়া ভিসার আজকের খবর ২০২৪

দেশের অধিকাংশ মানুষ কাজের উদ্দেশ্য মালয়েশিয়া যায়। তবে বর্তমানে বাংলাদেশ থেকে কেউ মালয়েশিয়া যেতে পারছে না। সেখানে কাজের সকল ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। তারা কোনো শ্রমিক নিচ্ছে না। তবে দুই দেশের সরকারের মধ্যে আলোচনা হবে। সেখানে তারা এই ভিসা চালু হওয়ার বিষয়ে কথা বলবে। এখন পর্যন্ত কেউ এই বিষয়ে যোগাযোগ করেনি। বর্তমানে মালয়েশিয়া কাজের ভিসা বা কলিং ভিসা বন্ধ রাখা হয়েছে।

মালয়েশিয়া কাজের ভিসা

মালয়েশিয়া যাওয়ার জন্য অনেক ধরনের ভিসা রয়েছে। যে যেধরনের কাজ করতে ইচ্ছুক তাকে সেই ভিসায় যেতে হবে। সেখানে কলিং ভিসা, কৃষি ভিসা, শ্রমিক ভিসা, ফ্যাক্টরি ভিসা, বিজনেস ভিসা ইত্যাদি।

মালয়েশিয়া কলিং ভিসা

এই ভিসা সবচেয়ে বেশি পরিমাণে করা হয়। সেখানে তারা যেকোনো ধরনের কাজ দিবে। তবে এখন কলিং ভিসা বন্ধ আছে। এই ভিসায় মালয়েশিয়া যেতে মোট ৪ লাখ টাকা লাগবে। তবে ভালো কোনো এজেন্সির মাধ্যমে যেতে পারলে এর কিছুটা কম লাগতে পারে।

মালয়েশিয়া কৃষি ভিসা

সেখানেও কৃষি কাজ করা হয়। এজন্য দেশের বাহির থেকেও লোক দিয়ে এই কাজ করানো হয়। আপনার বিদেশ যাওয়ার জন্য টাকা কম থাকলে আপনি কৃষি ভিসায় মালয়েশিয়া কাজ করতে পারেন। ৩ লাখ টাকায় কৃষি ভিসায় মালয়েশিয়া যেতে পারবেন। আরও বিস্তারিত জানতে ভালো কোনো এজেন্সির সাথে যোগাযোগ করবেন।

মালয়েশিয়া শ্রমিক ভিসা

এই মালয়েশিয়া ভিসার মধ্যে একটি হচ্ছে শ্রমিক ভিসা। অনেকে এই ভিসায় মালয়েশিয়া যায়। এখানে তারা তাদের অনুযায়ী কাজ দিবে। আপনাকে এক এক সময় এক এক ধরনের কাজ দেওয়া হবে। এই ভিসায় যেতে প্রায় ৩ লাখের উপরে লাগবে।

মালয়েশিয়া ফ্যাক্টরি ভিসা

এই দেশে অনেক কল কারখানা বা ফ্যাক্টরি আছে। প্রতি বছর সেখানে কাজের জন্য শ্রমিক নিয়োগ দেওয়া হয়। কাজের চাহিদা অনুযায়ী তারা লোক নিয়ে থাকে। এই ভিসায় গেলে আপনারা বিভিন্ন ধরনের কারখানায় বা ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন। এখানে যেতে ৪ লাখ ৫০ হাজার বা তার চেয়ে কিছু বেশি লাগবে।

মালয়েশিয়া যেতে কত টাকা লাগে

আপনি মালয়েশিয়া কি উদ্দেশ্য যাবের তার উপর নির্ভর করবে কত টাকা লাগবে। বিভিন্ন কাজের জন্য মালয়েশিয়া যেতে ৩ থেকে ৫ লাখ টাকা লাগবে। যদি ভ্রমণের উদ্দেশ্য যান তাহলে ২ লাখ টাকার মধ্যেই সেখানে যেতে পারবেন। এজন্য আপনাকে টুরিস্ট ভিসা বানাতে হবে। উদাহরণস্বরূপ নিচে মালয়েশিয়া কলিং ভিসার মোট খরচ দেওয়া হলোঃ

ভিসা প্রসেসিং ফি ১,৬০,০০০
বিমান টিকেট ফি ৩৫,০০০
ভিসা ক্রয় বাবদ খরচ ৯০,০০০
এজেন্সির লাভ অংশ ২০,০০০
অন্যান্য খরচ ৫,০০০
সর্বমোট ৩,৫৫,০০০

মালয়েশিয়া কলিং ভিসা এজেন্সি

মালয়েশিয়া যাওয়ার জন্য আপনাকে ভিসা বা পাসপোর্ট বানাতে হবে। এজন্য আপনাকে দালাল বা ভালো এজেন্সি প্রয়োজন হবে। বাংলাদেশে মালয়েশিয়া কলিং ভিসা এজেন্সি বা অন্যান্য ভিসার জন্য এই এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন। নিচে তাদের লিস্ট গুলো দেওয়া আছে।

  • নিউ এজ ইন্টারন্যাশনাল, আরএল নাম্বার ০৭০৩
  •  গ্রীনল্যান্ড ওভানসীজ, আরএল নাম্বার ০৪০
  •  মেসার্স আল বোখারী ইন্টারন্যাশনাল, আরএল নাম্বার ৩০১
  • মেসার্স শাখ ফাইন্ডার ইন্টারন্যাশনাল, আরএল নাম্বার ১২৯৮
  •  বিনিময় ইন্টারন্যাশনাল, আরএল নাম্বার ০৫৩১
  • মেসার্স আমিয়ান ইন্টারন্যাশনাল, আরএল নাম্বার ১৩২৬
  •  আরভিং এন্টারপ্রাইজ, আরএল নাম্বার ০২১৫
  • মেসার্স সাউথ পয়েন্ট ওভারসিস লিমিটেড, আরএল নাম্বার ৬২২
  •  ইম্পেরিয়াল রিসোর্স লিমিটেড, আরএল নাম্বার ১২৭৪
  • মেসার্স আহমেন ইন্টারন্যাশনাল, আরএল নাম্বার ১১৪৬
  • মেসার্স আকাশ ভ্রমণ, আরএল নাম্বার ০৩৮৪

মালয়েশিয়া কলিং ভিসা কবে চালু হবে

এখন পর্যন্ত বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে কোনো বৈঠক হয়নি। তাই কোন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে না। কবে থেকে আবার মালয়েশিয়া ভিসা চালু হবে তা এখনো বলা সম্বভ নয়। তবে এই তথ্য জানার সাথে সাথে এখানে আপনাদের সাথে শেয়ার করা হবে।

শেষ কথা

যেহেতু এখন কলিং ভিসা ও অন্যান্য ভিসা বন্ধ আছে, তাই কোণও ভাবেই কাজের জন্য মালয়েশিয়া যেতে পারবেন না। এজন্য আপনারা সতর্ক থাকবেন, যাতে করে ভিসা নিয়ে কার সাথে প্রতারিত না হন। বাংলাদেশ ও মালয়েশিয়া আবার চালু হলে এই পোস্টে আপডেট তথ্য দেওয়া হবে। আশা করছি এই পোস্ট আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকে মালয়েশিয়া কলিং ভিসার আজকের খবর জানতে পেরেছেন। এই রকম আরও পোস্ট পেতে আমার সাথেই থাকবেন।

আরও দেখুনঃ

মালয়েশিয়া ভিসা কবে খুলবে ও মালয়েশিয়া ভিসা আবেদন

অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন ও ভিসা খরচ ২০২৪