1 কেজি আলুর দাম কত ২০২৪

বাংলাদেশি বাজারে কমছে না আলুর দাম। বরং দিনের পর দিন সকল অঞ্চলে বেড়েই চলেছে আলুর বাজার। বর্তমান বাজারে ৬০ টাকা কেজির উপরে আলু বিক্রি করা হচ্ছে। যা জনগণর কাছে অনেক  বেশি মনে হয়। ৩, ৪ বছর আগে তখন আলুর মূল্য ছিলো ২০ থেকে ২৫ টাকা কেজি। এই পোস্টে 1 কেজি আলুর দাম কত? আলুর দাম কত আজকের বাজার ২০২৩, নতুন আলুর দাম কত ইত্যাদি শেয়ার করা হয়েছে।

বর্তমান আলুর দাম কত তা সবাই জানতে চাচ্ছেন। এর কারণ অনেক ব্যবসায়ী আছে বেশি দামে আলু বিক্রি করে। তাই এই পোস্টে ১ কেজি আলুর দাম কত? এক বস্তা আলুর দাম কত? দেশি আলুর দাম কত ও পশ্চিমবঙ্গে আলুর দাম কত 2023 বিস্তারিত শেয়ার করা হয়েছে। আলুর নির্ধারিত মূল্য সম্পর্কে জানতে সম্পূর্ণ পোস্ট টি পড়ুন।

1 কেজি আলুর দাম কত

যত দিন যাচ্ছে কাচা বাজারের পণ্যর দাম বৃদ্ধি পাচ্ছে। এদিকে আলুর দাম ৪০ টাকা থেকে ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। তবে বাজারে ভিন্ন জাতের আলু ৪০ টাকা কেজি বিক্রি করা হয়। এক কেজি উন্নতমানের আলু কিনতে আরও ২০ টাকা বেশি দিতে হবে। এখন 1 কেজি আলুর দাম ৬০ টাকা। যা গতমাসে ৪০ টাকা ছিলো। সাধারণ মানের বা সাদা আলুর মূল্য প্রতি কেজি ৬০ টাকা। লম্বা বা হাইব্রিড আলুর প্রতি কেজির দাম ৫০ টাকা। তবে পাইকারি দামে ভালো মানের ১ কেজি আলুর দাম ৬০ টাকা।

১ কেজি আলুর দাম কত ২০২৪

লূ এক প্রকারের কাচা সবজি। যেকোনো তরকারি রান্না করতে আলু ব্যবহার করা হয়। আলু হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন রুটিন। তবে এই আলুর দামও যদি এভাবে বাড়তে থাকে, তাহলে সাধারণ ,মানুষ তরকারি কিনতে ব্যাহত হবে। এর কারণ দিনের পর দিন বিভিন্ন প্রকারের আলুর দাম বেড়েই চলেছে। বাংলাদেশে ১ কেজি আলুর দাম ৭০ টাকা। সাধারণ মানের আলু বিক্রি করা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি। বিদেশি আলুর মূল্য ৫০ টাকা প্রতি কেজি।

আলুর দাম কত আজকের বাজার

আজকের বাজারে বেশি মূল্য আলু বিক্রি হচ্ছে। আলুর বাজার দর এখন অনেক বেশি। তবে আবার কোনো এক সময়ে আলুর মূল্য কমে যাবে। সামনে শিতের সিজনে বাজারে নতুন আলু আসবে। তখন বিভিন্ন প্রকারের পুরাতন আলুর মূল্য ৩০ থেকে ৪০ টাকা কেজি হবে। নতুন আলুর মূল্য হবে ১০০ থেকে ১২০ টাকা।

নতুন আলুর দাম কত

শীতের মৌসুমে বাংলাদেশে নতুন আলু পাওয়া যায়। সাদা আলু ও লাল আলু। এছাড়া এই আলুর ছোট ও বড় ২ ধরনের জাত আছে। সাধারণত নতুন সাদা আলুর দাম কম থাকে। আজকের বাজারে সাদা আলুর দাম ৬০ টাকা কেজি। নতুন লাল আলুর মূল্য ৯০ টাকা কেজি। ছোট সাইজের সাদা ও লাল নতুন আলুর দাম ৪০ থেকে ৫০ টাকা কেজি।

লাল আলুর দাম কত

সবার পছন্দের আলু হচ্ছে লাল আলু। তবে অন্য যেকোনো আলুর থেকে লাল আলুর দাম সব সময় বেশি। বর্তমানে ১ কেজি লাল আলুর দাম ৭০ টাকা। ৫ কেজির মূল্য ৩৫০ টাকা। ২০ কেজি লাল আলুর আজকের মূল্য ১৪০০ টাকা। পাইকারি মূল্য ৬৫ টাকা কেজি লাল আলু বিক্রি করা হয়।

সাদা আলুর দাম কত

খুব কম পরিমাণে মানুষ সাদা আলু পছন্দ করে। তবে অন্যান্য আলুর থেকে এই আলুর দাম কিছুটা কম। আজকের বাজারে প্রতি কেজি সাদা আলুর দাম ৬০ টাকা। যেখানে লাল আলুর থেকে ১০ টাকা কম রয়েছে। ৫ কেজি সাদা আলুর মূল্য ৩০০ টাকা। ১০ কেজির দাম ৬০০ টাকা। ২০ কেজি লাল আলু বিক্রি করা হয় ১২০০ টাকা।

হাইব্রিড আলুর দাম কত তা টাকা কেজি

বিদেশি আলুকে হাইব্রিড আলু বলা হয়। এই আলু দেখতে অনেক লম্বা এবং মোটা হয়। এই আলু খুব নরম। এর প্রতি কেজির মূল্য ৫০ টাকা। ৫ কেজির দাম মাত্র ২৫০ টাকা। ২০ কেজির মূল্য ১০০০ টাকা।

এক বস্তা আলুর দাম কত

আলুর জাই এর উপর প্রতি বস্তা আলুর দাম নির্ভর করে। এক বস্তাতে ৪০ কেজি আলু থাকে। সেই হিসেবে ভালো মানের এক বস্তা আলুর দাম ২৪০০ টাকা। সাধারণ মানের এক বস্তা আলুর মূল্য ২৮০০ টাকা। বিদেশি বা হাইব্রিড জাতের প্রতি বস্তা আলুর দাম ২৪০০ টাকা। তবে পাইকারি দামে প্রতি বস্তায় আরও ১০০ থেকে ২০০ টাকা কম পাওয়া যাবে।   

বর্তমানে আলুর দাম কত

বাংলাদেশি নির্ধারিত মূল্য আলু বিক্রি করা হচ্ছে। প্রতি কেজির আলুর মূল্য কত টাকা তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। নিচের অংশ থেকে বর্তমানে আলুর দাম কত তা জেনেনিন।

  • ১ কেজি লাল আলুর দাম ৭০ টাকা।
  • ৫ কেজির দাম ৩৫০ টাকা।
  • ২০ কেজির দাম ১৪০০ টাকা। 
  • এক কেজি সাদা আলুর মূল্য ৬০ টাকা।
  • ৫ কেজির মূল্য ৩০০ টাকা। 
  • ২০ কেজির দাম ১২০০ টাকা। 
  • হাইব্রিড আলুর দাম ৫০ টাকা কেজি। 
  • ৫ কেজির দাম ২৫০ টাকা।
  • ২০ কেজির মূল্য ১০০০ টাকা।  

শেষ কথা

আলু এক প্রকারের কাঁচামাল। এর দাম যেকোনো সময় পরিবর্তন হয়। আবার আলুর দাম কম বা বেশি হওয়ার সাথে সাথে এই পোস্টে জানানো হবে। আশা করছি এই পোস্ট আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকে 1 কেজি আলুর দাম কত? আলুর বাজার দর ২০২৩ সম্পর্কে জানতে পেরেছেন। এই রকম আরও ভালো ভালো পোস্ট পেতে আমার সাথেই থাকুন।

আরও দেখুনঃ

আরও দেখুনঃ

কাঁচা মরিচের দাম 2023। ১ কেজি মরিচের দাম কত টাকা?

১ কেজি পেঁয়াজের দাম কত 2023। পেঁয়াজের বাজার দর

আজকের পেঁয়াজের দাম কত ২০২৩। ১ কেজি পেঁয়াজের দাম

কাঁচা মরিচের দাম 2023। ১ কেজি মরিচের দাম কত টাকা?