১ টন রড কত কেজি

বাজারে রড বা রড জাতীয় সকল মালামাল কেজিতে বিক্রি করা হয়। প্রতি গ্রাম রডের জন্য এর দাম নির্ধারন করে দেওয়া আছে। যারা বড় বড় ব্লিডিং বা ঘর বাড়ি তৈরি করে তাদের কে প্রতি টনে রড ক্রয় করা লাগে। অনেকে রডের কেজির হিসাব জানলেউ ১ টন রড কত কেজি এই বিষয় টি জানেন না। বা কত মনে এক টন রড হবে তার কোনো ধারনা তাদের নেই। আজকের পোস্টে রডের হিসাব ও প্রতি টন রডের দাম শেয়ার করা হয়েছে।

১ টন রড কত কেজি

১০০০ হাজার গ্রামে এক কেজি রড থাকে। প্রতি ১০০০ হাজার কেজি মিলে ১ টন রড হয়। অর্থাৎ ১ টন রড সমান ১০০০ কেজি। ১ টন রডে ১,০০,০০০ গ্রাম রড থাকে। আরও হিসাব করলে দেখা যায় ১ টন রডে ২৫ মন রড পাওয়া যাবে। কেননা ১ মন সমান সমান প্রায় ৪০ কেজি। আর ১ টনে রড থাকে ২৫ মন রড। যদিও বাজারে রড কেজিতে বিক্রি করা হয়। প্রতি কোম্পানির রড এর ওজন এক হলেও এদের দাম ভিন্ন ভিন্ন। বাংলাদেশে অনেক গুলো রড কোম্পানি আছে। যারা ৮০ থেকে ১১০ টাকা কেজি পর্যন্ত রড বিক্রি করে। ১ টন রডের দাম ৯৭ হাজার থেকে ৯৯ হাজার টাকা পর্যন্ত।

কত কেজিতে ১ টন

আন্তর্জাতিক বাজারে একই ওজনে রড বিক্রি করা হয়। কেননা প্রতি দেশের কেজির মাপ এক হয়ে থাকে। পরিমাপের জন্য অনেক একক আছে। যেমন সিজিআই, এস আই ইত্যাদি। বিভিন্ন একক হতে কত কেজিতে এক টন রড তা নির্ধারন করা হয়। সেই অনুযায়ী ১০০০ কেজিত ১ টন রড। এই ১০০০ কেজিতে ২৫ মন রড পাওয়া যায়। গ্রামের দিক থেকে ১০০০ গ্রামে ১ কেজি রড।

১ টন সমান কত গ্রাম

এক টন রডে কয়েক হাজার রড পাওয়া যাবে। হিসেব করে দেখা গেছে ১ টন রডে ১০ লাখ গ্রাম রড থাকে। এই গ্রাম কে কেজিতে রূপান্তরিত করলে ১০০০ কেজি রড পাওয়া যাবে। প্রতি কোম্পানিতে গ্রামের ওজন একই। কিন্তু রড তৈরির উপাদন গুলো ভিন্ন ভিন্ন হতে পারে। যার কারণে একই ওজনের প্রতি কোম্পানির রডের দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

শেষ কথা

রডের এককের উপরে এর বিভিন্ন ওজন বের করার নিয়ম দেওয়া হয়েছে। এই নিয়ম গুলো অনুসরণ করে বিভিন্ন বস্তুর ওজন বের করা হয়। ঐ একক ব্যবহার করেই ১ টন রডের হিসাব বের করা হয়েছে। আশা করছি ১ টন রড কত কেজি তা জানতে পেরেছেন। এই রকম বিভিন্ন পোস্ট পেতে আমার সাথেই থাকুন।