কানাডা ভিসা আবেদন ফরম ২০২৪

বাংলাদেশ থেকে কানাডা যেতে ভিসা লাগবে। জব, ভ্রমণ বা পড়াশুনার জন্য বিভিন্ন ক্যাটাগরির ভিসা আছে। এই সকল ভিসা পেতে প্রথমে আবেদন করতে হবে। আপনার নাম, ঠিকানা ও ব্যাক্তিগত তথ্য দিয়ে কানাডা ভিসা আবেদন ফরম পূরণ করতে হবে। তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম পূর্ণ করে জমা দিতে হবে।

https://www.canada.ca/en.html এই কানাডার অফিসিয়াল ওয়েবসাইট। এখানে ভিসা ও পাসপোর্ট নিয়ে কাজ করা হয়। এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। এছাড়া বাংলাদেশে বিভিন্ন ভিসা এজেন্সির মাধ্যমেও কানাডার ভিসার ফর্ম পুড়ন করতে পারবেন। ফর্ম পূরণের নিয়ম ও কিভাবে আবেদন ফর্ম টি খুঁজে পাবেন দেখেনিন।

কানাডা ভিসা আবেদন ফরম

কয়েকটি মাধ্যমে কানাডা ভিসা আবেদন ফরম পূরণ করা যাবে। এই কাজ কঠিন মনে হলে অফলাইনে বা অনলাইনে ভিসা এজেন্সির সহায়তা নেওয়া যাবে। ফর্মের মাধ্যমে আবেদন করার জন্য বেশ কয়েকটি ওয়েবসাইট আছে। https://www.canada.ca/en/immigration.html এই ওয়েবসাইটের মাধ্যমে ভিসার জন্য আবেদন ফর্ম পূরণ করা যাবে। https://visa.vfsglobal.com/bgd/en/can/ এই ওয়েবসাইট থেকেও অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন।

কানাডা সরকারের ওয়েবসাইট: https://www.canada.ca/en/immigration-refugees-citizenship.html এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে কানাডার আবেদনের জন্য ফর্ম পূরণ করা যাবে। যদি অনলাইনে ফর্ম পূরণ করতে না পারেন, তাহলে অফলাইনে এই কাজ করা যাবে। VFS Global কানাডা ভিসা আবেদন কেন্দ্রে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট) থেকে এজেন্সির মাধ্যমে ফর্ম পূরণ করতে পারবেন।

কানাডা ভিসা আবেদন ফরম পূরণের নিয়ম

কানাডার ভিসা পেতে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণের জন্য অনেক গুলো নির্দেশনা রয়েছে। এগুলো মেনে আবেদন করতে হবে। কানাডা ভিসা আবেদন ফরম পূরণের নিয়ম নিচে দেওয়া হয়েছে।

  • প্রথমে আপনার ভিসার ধরন নির্ধারণ করতে হবে। পর্যটন, শিক্ষার্থী, কর্মী, ইত্যাদি।
  • আবেদনের সাথে আপনার পাসপোর্ট, ছবি, আর্থিক প্রমাণ, এবং অন্যান্য প্রাসঙ্গিক নথি সংযুক্ত করতে হবে।
  • ফর্মটি ইংরেজিতে বা ফরাসি ভাষায় পূরণ করতে হবে।
  • সঠিক তথ্য প্রদান করুন।
  • হাতে লেখা আবেদন গদেওয়া যাবে না।
  • আপনার আবেদনের সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো ইংরেজিতে বা ফরাসি ভাষায় প্রদান করতে হবে।
  • আবেদন ফি প্রদান করতে হবে। কানাডা সরকারের ওয়েবসাইট বা VFS Global এর মাধ্যমে অনলাইনে অর্থপ্রদান করা যাবে।
  • আবেদন ফর্ম বা পত্র কানাডা সরকারের ওয়েবসাইটে আপলোড করুন।
  • অফলাইন আবেদন: VFS Global কানাডা ভিসা আবেদন কেন্দ্রে জমা দিতে হবে।

কানাডা ভিসা আবেদন ফরম এর সাথে যা যা ডকুমেন্ট লাগবে

 ভিসা ফর্ম পূরণের সময় আপনার এনআইডি বা জন্ম সনদ সাথে নিয়ে রাখবেন। সেখানে দেওয়া নাম, ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য গুলো আবেদন পত্রে লিখতে হবে। এছাড়া ভিসা বানানোর পূর্বে পাসপোর্ট বানাতে হবে। ঐ পাসপোর্ট টি আবেদনের সময় লাগবে। আরও যা যা ডকুমেন্ট লাগবে জেনেনিন।

1. মৌলিক ডকুমেন্ট:

  • বৈধ পাসপোর্ট: কানাডা থেকে বেরোনোর পর কমপক্ষে 6 মাসের জন্য বৈধ হতে হবে।
  • পাসপোর্ট সাইজের ছবি: সাম্প্রতিক, স্পষ্ট এবং সাদা পটভূমির সাথে।
  • আবেদন ফর্ম: পূরণকৃত এবং স্বাক্ষরিত।
  • আবেদন ফি: অনলাইনে প্রদান করা হবে।

2. পরিচয় প্রমাণ:

  • জাতীয় পরিচয়পত্র (NID)
  • জন্ম সনদ

3. আর্থিক প্রমাণ:

  • ব্যাংক স্টেটমেন্ট: সর্বশেষ 6 মাসের।
  • স্থায়ী আয়ের প্রমাণ (যেমন, বেতন সার্টিফিকেট, ব্যবসায়িক নিবন্ধন)।
  • সম্পত্তির প্রমাণ (যেমন, জমি, বাড়ি)।

4. ভ্রমণের উদ্দেশ্য প্রমাণ:

  • পর্যটন ভিসার জন্য: ভ্রমণ পরিকল্পনা, হোটেল বুকিং, টিকিট ইত্যাদি।
  • শিক্ষার্থী ভিসার জন্য: ভর্তি চিঠি, অর্থায়ন প্রমাণ, স্কুলের তথ্য ইত্যাদি।
  • কর্মী ভিসার জন্য: কাজের অফার, ওয়ার্ক পারমিট, নিয়োগকর্তার তথ্য ইত্যাদি।

5. অতিরিক্ত ডকুমেন্ট (প্রয়োজনে):

  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
  • মেডিকেল পরীক্ষার রিপোর্ট।
  • বিবাহের সনদপত্র (বিবাহিত হলে)।
  • সন্তানদের জন্ম সনদ (সন্তানদের সাথে ভ্রমণ করলে)।

সমস্ত ডকুমেন্টের সত্যায়িত অনুবাদ (ইংরেজিতে বা ফরাসি ভাষায়) প্রদান করুন। আবেদনের সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সংযুক্ত করবেন। কানাডা সরকারের ওয়েবসাইট থেকে আপনার ভিসার ধরনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টের সর্বশেষ তালিকা পরীক্ষা করে নিবেন।

শেষ কথা

ভিসা ফর্ম পূরণের জন্য কানাডার অনেক গুলো ওয়েবসাইট আছে। যেকোনো একটি ঠেকে আবেদন করবেন। নিজে আবেদন করতে না পারলে ভিসা এজেন্সির মাধ্বে করবেন। আবেদনের পূর্বে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো সংগ্রহ করে নিবেন। আশা করছি কানাডা ভিসা আবেদন ফরম পূরণের নিয়ম ও ডকুমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

আরও দেখুনঃ

কানাডা জব সার্কুলার ২০২৪

কানাডা যাওয়ার খরচ কত টাকা