কানাডা জব সার্কুলার ২০২৪

বিশ্বের উন্নত একটি দেশ কানাডা। এই দেশে কাজের পরিমাণ অনেক বেশি। যার কারণে প্রতি বছর বিভিন্ন দেশে চাকরির জন্য নিয়োগ দেওয়া হয়। কাজর দক্ষতা অনুযায়ী ভিসার জন্য আবেদন করতে হবে। ভিসা ও পাসপোর্ট বানিয়ে সকল ডকুমেন্ট সহ কানাডার অফিসে জমা দিতে হবে। বাংলাদেশের বোয়েসেলে কানাডা জব সার্কুলার দেওয়া হয়। সেখানে কম খরচে কানাডার ভিসা পাওয়া যাবে।

এছাড়া অনেক গুলো বেসরকারি প্রতিষ্ঠান আছে, যারা কানাডার ভিসা বানিয়ে দেয়। তাদের কাছ থেকে ভিসা পেতে অনেক টাকা খরচ হবে। কানাডার https://www.jobbank.gc.ca/ এই ওয়েবসাইটের মাধ্যমেও কাজ খুঁজে পাওয়া যাবে। সরকারিভাবে ও বেসরকারি ভাবে কানাডার জব ভিসা পাওয়ার উপায় জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন।

কানাডা জব সার্কুলার

কানাডার জন বিভিন্ন ভাবে খুঁজে পাওয়া যাবে। এই দেশে বিভিন্ন ধরনের জব আছে। জব গুলো উচ্চশিক্ষা ও সাধারণ শিক্ষা যোগ্যতার মাধ্যমে যাচাই করা হয়। যারা উচ্চশিক্ষা নিয়ে কানাডায় আসে, তারা এই দেশে উন্নত মানের কোম্পানি, ফ্যাক্টরি, ইলেকট্রিকাল, মেকানিকাল ইত্যাদি কাজ করার সুযোগ পাবে। যার যাদের তেমন শিক্ষাগত যোগ্যতা নেই তারা সাধারণ মানের অফিস, কোম্পানি, ড্রাইভিং ইত্যাদি পদে জব করতে পারবে।

কানাডায় কাজের জন্য লোক প্রয়োজন হলে বিভিন্ন দেশে বিজ্ঞপ্তি প্রকাশ করে। শিক্ষাগত যোগ্যতা, কাজের দক্ষতা ও অভিজ্ঞতা এবং ভ্যালিড ডকুমেন্ট এর মাধ্যমে ভিসা বানিয়ে কাজের জন্য আবেদন করতে হবে। অনেক সময় বোয়েসেলে কানাডা থেকে জব অফার আছে। সেখানে আবেদনের মাধ্যমে ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের বেসরকারি ভিসা এজেন্সিদের কাছেও কানাডার জবের জন্য নিয়োগ দেওয়া হয়। তাদের কাছ থেকে ভিসা পাওয়া যাবে।

কানাডা জব সার্কুলার ২০২৪

তাদের অফিসিয়াল ওয়েবসাইট ও গণমাধ্যম এর মাধ্যমে জন সার্কুলার দেওয়া হয়। তবে বাংলাদেশ থেকে ঐ দেশে জব করতে ভিসা বানাতে হবে। এজন্য এজেন্সিদের সাথে যোগাযোগ করতে হবে। কানাডা জব সার্কুলার জানতে প্রথমে বাংলাদেশের ভিসা ওয়েবসাইটে প্রবেশ করবেন। https://boesl.gov.bd/ এটি বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট। সরকারি ভাবে জব সার্কুলার প্রকাশ করা হলে এই ওয়েবসাইটে নোটিশ দেওয়া হবে। সেখানে দেওয়া নির্দেশনা অনুযায়ী কাজের জন্য আবেদন করতে হবে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন ভিসা এজেন্সিদের সাথে যোগাযোগ করবেন। তাদের মাধ্যমেও চাকরির নিয়োগ জানা যাবে।

প্রকাশিত কানাডা জব সার্কুলার

https://www.jobbank.gc.ca/ এটি কানাডার একটি ওয়েবসাইট। যেখানে সব ধরনের কাজ খুঁজে পাওয়া যাবে। তবে বাংলাদেশ থেকে কানাডা যেতে আপনারা https://boesl.gov.bd/ এই ওয়েবসাইটের বিজ্ঞপ্তি দেখে নিবেন। বোয়েসেলে সকল কাজের নিয়োগ প্রকাশ করা হয়। কানাডায় নতুন কোনো জবের জন্য সার্কুলার দেওয়া হয়েছে কি না? তা জানতে বোয়েসল এর সাথে সরাসরি যোগাযোগ করবেন অথবা তাদের নোটিশ চেক করবেন। কানাডায় যে সকল কাজের সার্কুলার দেওয়া হয় দেখেনিন।

  • কোম্পানির কাজ
  • ইলেকট্রিকাল
  • মেকানিকাল
  • ইলেক্ট্রিশিয়ান
  • বিজনেস ম্যানেজমেন্ট
  • রেস্টুরেন্ট
  • হোটেল
  • ড্রাইভিং
  • ফারমিং
  • ফুড কোম্পানি

শেষ কথা

কানাডার জব ভিসায় আবেদন করতে মিনিমাম যোগ্যতা লাগবে। কাজের নিয়োগে আবেদনের যোগ্যতা গুলো দেওয়া থাকে। যাদের এই যোগ্যতা আছে, শুধু তারাই জবের জন্য আবেদন করতে পারবেন। এজন্য কাজের ও ভাষার দক্ষতা অর্জন করুন। সাথে ভ্যালিড পাসপোর্ট, মেডিকেল টেস্ট ও বিভিন্ন কাগজ পত্র সংগ্রহ করে রাখুন। আশা করছি কানাডা জব সার্কুলার সম্পর্কে জানতে পেরেছেন।

আরও দেখুনঃ

কানাডা জব ক্যাটাগরি ও বেতন ২০২৪

কানাডা শ্রমিক ভিসা ২০২৪