কানাডা জব ক্যাটাগরি ও বেতন ২০২৪

কানাডা উত্তর আমেরিকা মহাদেশের প্রায় ৪১% নিয়ে গঠিত। এটি বিশ্বের ২য় বৃহত্তম রাষ্ট্র। ইউরোপের বাইরের দেশের মধ্যে কানাডা অন্যতম একটি দেশ। যাখানে কাজের ধরন ও বেতন ইউরোপের দেশের কোনো অংশে কম নয়। বাংলাদেশের বেকারত্ব দূর করতে প্রবাসে যাওয়া হয়। বর্তমানে বাংলাদেশ থেকে কানাডায় অনেক লোক এসেছে। এখানে কাজের জন্য কানাডা জব ক্যাটাগরি অনুযায়ী ভিসার আবেদন করতে হবে।

এই দেশে হরেক রকমের কাজ পাওয়া যাবে। তবে দক্ষতা ও অভিজ্ঞতা না থাকলে কাজ পাওয়া সম্ভব নয়। শিক্ষাগত যোগ্যতা, কাজের দক্ষতা ও প্রয়োজনীয় ডকুমেন্ট এর মাধ্যমে জব ভিসায় আবেদন করতে হয়। কানাডায় অনেক গুলো জবের ক্যাটাগরি আছে। এদের জন্য আলাদা আলাদা ভিসা বানাতে হবে। কানাডার সকল জব ভিসা ও তাদের বেতন সম্পর্কে জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন।

কানাডা জব ক্যাটাগরি

দেশ টি যেমন উন্নত, তেমনি অর্থনেতিক দিক দিয়ে সমিদ্ধ। নিজে দেশের লোকের পাশাপাশি বিদেশিদের কাজের সুযোগ করেছে কানাডা সরকার। এজন্য বিভিন্ন দেশেই কানাডার জব ভিসা চাল আছে। বাংলাদেশ বর্তমানে কানাডার জব সেক্টরের সকল ভিসা চালু করা হয়েছে। কাজের উচ্চ দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই দেশে চাকরি করা যাবে। কাজের দিক দিয়ে মেধাবী ব্যাক্তিদের কে খুব সহজেই কানাডার ভিসা আপ্রুভ করা হয়। তবে কাজ না জেনে থাকলে ভিসার আবেদন করেও ভিসা পাওয়া যাবে না। এক নজরে কানাডা জব ক্যাটাগরি সম্পর্কে জেনেনিন।

কানাডা জব ক্যাটাগরিতে কি কি কাজ আছে

শিক্ষাগত যোগ্যতা, নন শিক্ষিত ও শ্রমিকদের জন্য আলাদা আলাদা কাজ আছে। যারা উচ্চশিক্ষিত তারা কানাডার বিভিন্ন বড় অফিসের পদে নিয়োগ পায়। তাদের জন্য ইলেকট্রিকাল, মেকানিকাল, আইটি কোম্পানি, বড় বড় ফ্যাক্টরি ও অফিসে কাজের সুযোগ আছে। যারা কম শিক্ষিত তাদের কে সাধারণ মানের কোম্পানিতে চাকরি দেওয়া হয়। যেমনঃ বিভিন্ন কল-কারখানা, সাধারণ মানের অফিস ইত্যাদি।

  • ড্রাইভিং
  • কৃষিকাজ
  • কোম্পানির কাজ
  • রেস্টুরেন্ট এর কাজ
  • হোটেলের কাজ
  • কোম্পানির কাজ
  • ডেলিবারির কাজ
  • শ্রমিকের কাজ
  • লেভারের কাজ

কানাডা জব ক্যাটাগরি অনুযায়ী বেতন কত

কাজের ধরন, দক্ষতা ও অভিজ্ঞতার উপর নির্ভর করে একজন শ্রমিকের বেতন দেওয়া হয়। যারা শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে বড় কোম্পানিতে চাকরি করে তাদের বেতন ১ লাখ থেকে ২ লাখের উপরে। সাধারণ মানের যেকোনো কোম্পানিতে কানাডায় ১ লাখ ৫০ হাজার পর্যন্ত বেতন পাওয়া যায়। এই দেশে একজন শ্রমিকের মাসিক বেতন প্রায় ১ লাখের মতো। এখানে হোটেল বা রেস্টুরেন্ট এ কাজ করা সকল ব্যাক্তি সাধারণভাবে ১ লাখের মতো উপার্জন করতে পারে। কানাডার ড্রাইভিং এর বেতন ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার টাকা। এখানে যেকোনো কাজের বেতন ৫০ হাজারের উপরে।

শেষ কথা

কানাডায় বিভিন্ন ধরনের জব পাওয়া যাবে। তবে এই সকল কাজের জন্য দক্ষ ও অভিজ্ঞ লোকের প্রয়োজন। কোনো প্রকার কাজের অভিজ্ঞতা না থাকলে কানাডায় চাকরি পাওয়া অসম্ভব। এজন্য ভিসা বানানোর পূর্বে যেকোনো কাজের উপর দক্ষতা অর্জন করুন। এরপর কাজের অভিজ্ঞতা ও প্রয়োজনীয় ডকুমেন্ট সরবরাহ করে জব ক্যাটাগরিতে আবেদন করবেন।

আরও দেখুনঃ

কানাডা শ্রমিক ভিসা ২০২৪

কানাডা লেবার ভিসা 2024