মালয়েশিয়া ভিসা চেক অনলাইন এর মাধ্যমে

পাসপোর্ট, ভিসা ও আবেদনপত্রের নাম্বার দিয়ে ভিসা চেক করা যাবে। মালয়েশিয়ার ভিসা চেক করতে https://malaysiavisa.imi.gov.my/ এই ওয়েবসাইট ভিজিট করতে হবে। এজন্য গুগলে JABATAN IMIGRESEN MALAYSIA লিখে সার্চ করুন। এখানে পাসপোর্ট বা ভিসা নাম্বার দিয়ে ভেরিফাই করে ভিসার তথ্য দেখতে হবে।

এছাড়া যারা ভিসার জন্য নতুন আবেদন করেছেন, তারা ঐ ভিসার আবেদনের অবস্থা জানতে পারবেন। বর্তমানে অনেকে ভিসা বানিয়ে প্রতারিত হচ্ছে। এই ওয়েবসাইট থেকে এটাও জানতে পারবেন, আপনার ভিসাটি অরজিনাল নাকি ডুপ্লিকেট। তো মালয়েশিয়া ভিসা চেক অনলাইন এর মাধ্যমে জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন।

মালয়েশিয়া ভিসা চেক অনলাইন

মালয়েশিয়ার ভিসা চেক করার জন্য ২ টি অফিসিয়াল ওয়েবসাইট আছে। https://malaysiavisa.imi.gov.my/evisa/vlno_checkstatus.jsp ও https://eservices.imi.gov.my/myimms/PRAStatus?type=36&lang=en। দুইটি ওয়েবসাইট থেকে দুই ভাবে ভিসা চেক করতে হবে। মালয়েশিয়া ভিসা চেক অনলাইন  এর মাধ্যমে নিচের অংশে শেয়ার করা হয়েছে।

১ম পদ্ধতি

প্রথমে https://malaysiavisa.imi.gov.my/evisa/vlno_checkstatus.jsp এই ঠিকানায় ভিজিট করুন। তারপর পাসপোর্ট ও ইস্টিকার নাম্বার দিয়ে ই-ভিসা ভেরিফাই করতে হবে।

  • এখন পাসপোর্ট নাম্বার লিখুন।
  • ইস্টিকার নাম্বার টি লিখুন। পাসপোর্ট এ এটি দেওয়া আছে।
    মালয়েশিয়া ভিসা চেক অনলাইন
  • একটি ক্যাপচা কোড দেওয়া থাকবে, সেটি লিখে পূরণ করুন।
  • I have obtained my eVISA. এখানে ভিসা পেয়ে থাকলে টিক মার্ক দিবেন, না পেয়ে থাকলে টিক মার্ক দিবেন না।
  • উপরের তথ্য গুলো সঠিক হলে চেক বাটনে ক্লিক করুন।

২য় পদ্ধতি

এজন্য https://eservices.imi.gov.my/myimms/PRAStatus?type=36&lang=en এই ঠিকানায় যেতে হবে। এই ওয়েবসাইট থেকে Employer Identification Card No বা Company Registration No. ব্যবহার করে ভিসা চেক করা যাবে। এর সাথে Application Number টি প্রয়োজন হবে।

  • প্রথমে https://eservices.imi.gov.my/myimms/PRAStatus?type=36&lang=en এই ঠিকানাটি ওপেন করুন।
  • Employer Identification Card No লিখুন। অথবা কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার লিখুন।
  • এখন আবেদন পত্রের নাম্বার টি লিখুন। ভিসা আবেদন পত্রে এই নাম্বার টি দেওয়া থাকে।
  • সার্চ বাটনে ক্লিক করুন

 সার্চ বাটনে ক্লিক করার পর নিচে একটি ছল ওপেন হবে। যেখানে Application Number Employer Identification Card No. / Company Registration No. Maid Name/Employee Document Number Status এই তথ্য গুলো দেখাবে।

মালয়েশিয়া ভিসা চেক অনলাইন

শেষ কথা

এই পদ্ধতিটি গুলো ফলো করার মাধ্যমে অনলাইন এ মালয়েশিয়া ভিসা চেক করা যাবে। ২য় পদ্ধতিতে মালয়েশিয়া কলিং ভিসা চেক করা যায়। যারা নতুন ভিসার আবেদন করেছেন, তারা উপরের প্রক্রিয়া ব্যবহার করে আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন।

আরও দেখুনঃ

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক মালয়েশিয়া ২০২৪

ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম ২০২৪