কাতার ভিসা চেক করার পদ্ধতি ২০২৪

বাংলাদেশ থেকে বিশ্বের যেকোনো দেশের ভিসার তথ্য গুলো জানা যাবে। আর নতুন ভিসার জন্য আবেদন করলে, তার বর্তমান অবস্থা সম্পর্কে দেখা যাবে। এজন্য প্রথমে গুগল থেকে https://portal.moi.gov.qa/wps/portal/MOIInternet/MOIHome এই ঠিকানায় যেতে হবে। এটি কাতারের ভিসা যাচাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট। ওয়েবসাইট টি ব্যবহার করে কাতার ভিসা চেক করার পদ্ধতি দেখানো হয়েছে।

কাতার ভিসা চেক

ভিসা নাম্বার, পাসপোর্ট নাম্বার, আবেদন পত্র বা ফর্ম নাম্বার দিয়ে ভিসা চেক করা যাবে। এর সাথে জাতীয়তা ও একটি ক্যাপচা কোড পূরণের মাধ্যমে কাতার যেকোনো ভিসা চেক করা যাবে। গুগলে portal.moi.gov.qa লিখে সার্চ করবনে। এই ওয়েবসাইট থেকে ঐ দেশে ভিসা চেক করা হবে। অথবা https://portal.moi.gov.qa/wps/portal/MOIInternet/MOIHome পেজে সরাসরি ভিজিট করুন।

১। প্রথমে তাদের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করুন।
২। ওয়েবসাইটে অনেক গুলো পেজ থাকবে। এর মধ্যে Inquiries নামের ওয়েব পেজ টি ওপেন করুন।
৩। এরপর ওয়েবসাইটের visa check এখানে ক্লিক করুন।
৪। সেখানে আরও ৪ টি অপশন দেখা যাবে। আপনাকে Visa Inquiry and Printing এখানে ক্লিক করতে হবে।
৫। ক্লিক করার সাথে সাথে আরও একটি নতুন ইন্টারফেস দেখা যাবে। যেখানে Visa Number, Passport Number ও একটি ক্যাপচা দেখা যাবে। এগুলো সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।
৬। ভিসা ও পাসপোর্ট নাম্বারের যেকোনো একটি সিলেক্ট করুন। ভিসা নাম্বার টি আবেদন প্রিন্ট এ পাওয়া যাবে।
৭। এরপর Nationality এ বাংলাদেশ সিলেক্ট করুন। অন্য দেশের নাগরিক হলে, বাংলাদেশ সিলেক্ট করা যাবে না।
৮। এখন ইমেজে একটি ক্যাপচা দেওয়া থাকবে। ঐ ক্যাপচা টি পাশের ঘরে বসিয়ে দিন।
৯। সাবমিট বাটনে ক্লিক করুন।

নোটঃ আপনার পাসপোর্ট টি যদি সঠিক হয়, তাহলে এখানে সকল তথ্য দেখাবে। আর যদি এটি ডুপ্লিকেট হয় তাহলে কোনো তথ্য দেখা যাবে না।

কাতার ভিসা চেক করার পদ্ধতি ২০২৪

বর্তমানে কাতারের ভিসা চেক করা আরও সহজ হয়েছে। আরও কম সময়ের মধ্যে আপনারা ভিসা চেক করতে পারবেন। এজন্য ভিসা বা পাসপোর্ট নাম্বারের যেকোনো একটি লাগবে। ভিসা ও পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করার সঠিক নিয়ম ও পদ্ধতি জেনেনিন।

ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম ২০২৪

১। প্রথমে গুগলে Qatar visa check লিখে সার্চ করুন। অথবা https://portal.moi.gov.qa/wps/portal/MOIInternet/services/inquiries/visaservices/enquiryandprinting সরাসরি এই ঠিকানায় ভিজিট করুন।
কাতার ভিসা চেক

২। ওয়েবসাইট টি দেখতে নিচের ইমেজের মতো হবে।
কাতার ভিসা চেক

৩। ভিসা ও থোবা পাসপোর্ট নাম্বার লিখুন।

৪। জাতীয়তা সিলেক্ট করুন।

৫। ক্যাপচা কোড টি নির্ভুল ভাবে পূরণ করুন।

৬। এখন সাবমিট বাটনে ক্লিক করুন।

শেষ কথা

ভিসা চেক করতে প্রয়োজন ভিসা অথবা পাসপোর্ট এর নাম্বার। তাই প্রথমে এগুলো সংগ্রহ করে নিবেন। যাদের কাছে ভিসা নাম্বার নেই, তারা ভিসা আবেদন ফর্মে দেওয়া নাম্বার টি ব্যবহার করতে পারবেন। খুব সহজে প্রক্রিয়া গুলো দেখিয়েছি। এখন আপনারা চেষ্টা করে ভিসা চেক করে নিতে পারবেন।

আরও দেখুনঃ

মালয়েশিয়া ভিসা চেক অনলাইন এর মাধ্যমে

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক মালয়েশিয়া ২০২৪