কুয়েত ভিসা চেক করার নিয়ম ২০২৪

কুয়েত যেতে প্রথমে ভিসা বানাতে হবে। এই ভিসা যদি ডুপ্লিকেট হয়ে থাকে তাহলে কুয়েত যেতে পারবেন না। বর্তমানে অনেক প্রবাসী ভিসা বানানোর পরেও বিদেশ যেতে সমস্যায় পড়ে যায়। কারণ তারা যে ভিসার মাধ্যমে বিদেশ যাওয়ার প্রস্তুতি নেই, সেই ভিসাটি অরজিনাল নয়। ভিসা চেক করার নিয়ম না জানার কারণে বেশির ভাগ মানুষ প্রতারিত হয়। এজন্য পাসপোর্ট নাম্বার দিয়ে কুয়েত ভিসা চেক করে নিবেন। কিভাবে ভিসা স্ট্যাটাস চেক করতে হয় সেই নিয়ম এই পোস্টে শেয়ার করা হয়েছে।

কুয়েত ভিসা চেক

প্রতিটি দেশে ভিসা আলাদা রকমের। এজন্য সকল দেশের সরকার তাদের নিজেদের নাগরিকের জন্য ভিসা ওয়েবসাইট তৈরি করেছে। যেখানে মানুষ ভিসা, পাসপোর্ট নাম্বার বা আবেদন পত্রের কোড দিয়ে কুয়েত ভিসা চেক করতে পারবে। কুয়েতের ভিসা চেক করার জন্য একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে। সেখানে কিছু তথ্য দিয়ে ভিসা যাচাই করতে হবে। আপনার বানানো ভিসা অরজিনাল নাকি নকল তা এই ওয়েবসাইটের মাধ্যমে বের করা যাবে। এছাড়া যারা নতুন ভিসার জন্য আবেদন করেছেন, আবেদনের অবস্থাটি এখান থেকে জানা যাবে।

এই দেশের ভিসা চেক করার জন্য প্রথমে তাদের ওয়েবসাইট টি ভিজিট করুন। সেখানে ই-ভিসা আবেদন, ই-ভিসার স্থিতি অনুসন্ধান, রেসিডেন্সি রিনিউ, ভিসা আবেদনের অবস্থা, আবাসিক লেনদেন, ই-ফর্ম ও মন্ত্রীর ডিক্রি কাজ করা যাবে। উক্ত ওয়েবসাইটের Visa Application Status এই অপশন থেকে Visa Application Number এর মাধ্যমে ভিসা চেক করতে হবে। এজন্য গুগলে kuwait visa check লিখে সার্চ করুন। এবং প্রথম ওয়েবসাইটে টি ভিজিট করুন। অথবা https://rnt.moi.gov.kw/esrv/VisaStat.do?lang=eng এই ঠিকানায় সরাসরি ভিজিট করতে পারেন।

কুয়েত ভিসা চেক

কুয়েত ভিসা চেক করার নিয়ম ২০২৪

বর্তমান সময়ে খুব সহজ পদ্ধতিতে যেকোনো দেশের ভিসা অনলাইনে চেক করা যায়। কুয়েতের ভিসা মাত্র ২ মিনিটে যাচাই করতে পারবেন। পুরাতন ভিসা সত্যতা ও নতুন ভিসার আবেদন অবস্থা একটি ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। প্রথমে kuwait visa check লিখে সার্চ করার পর প্রথম ওয়েবসাইট ভিজিট করবেন। এরপর এখানে দেখানো কুয়েত ভিসা চেক করার নিয়ম গুলো ফলো করবেন।

১। গুগল থেকে সার্চ করে তাদের অফিসিয়াল ওয়েবসাইট টি ভিজিট করতে হবে।
২। https://rnt.moi.gov.kw/esrv/VisaStat.do?lang=eng এই ঠিকানা থেকে সরাসরি তাদের ওয়েবসাইট এ যাওয়া যাবে।
কুয়েত ভিসা চেক
৩। ওয়েবসাইটের বাম পাসের অপশনে Visa application status এ ক্লিক করুন।
৪। এখন সেখানে Visa Application Number ও Captcha text এই ২ টি অপশন পূরণ করতে হবে।
৫। Visa Application Number এ আপনার ভিসা আবেদন পত্রে যে নাম্বার টি আছে সেটি লিখুন।
৬। Captcha text নিচে দেওয়া নাম্বার বা সংখ্যা গুলো সঠিক ভাবে লিখুন।
৭। ভিসা দেখার জন্য সাবমিট বাটনে ক্লিক করুন।

ক্লিক করার পর আপনাদের ভিসা দেখা যাবে। নতুন ভিসা হলে আবেদনের অবস্থা দেখানো হবে। আর পুরাতন ভিসা অরজিনাল হয় তাহলে ঐ ভিসার সকল তথ্য বের হয়ে আসবে। আর যদি ডুপ্লিকেট হয় কোনো প্রজার তথ্য পাওয়া যাবে না।

পাসপোর্ট নাম্বার দিয়ে কুয়েত ভিসা চেক

আরেকটি পদ্ধতিতে কুয়েতের ভিসা চেক করা যাবে। পাসপোর্ট নাম্বার দিয়ে কুয়েত ভিসা চেক করা যাচ্ছে। সবার কাছেই পাসপোর্ট আছে। যাদের ভিসা আবেদন পত্র খুঁজে পেতে অসুবিধা হবে, তারা এই পদ্ধতি অনুসরণ করবেন। একই ওয়েবসাইটের ভিন্ন পেজ থেকে পাসপোর্ট নাম্বারের সাহায্য ভিসা যাচাই করতে হবে।

  • প্রথমে https://www.moi.gov.kw/main/eservices/residence এই ঠিকানায় যান।
  • বাম পাশের সেকশনে অনেক গুলো অপশন আছে। সেখান থেকে e-Visa ক্লিক করুন।
    কুয়েত ভিসা চেক
  • e-Visa ক্লিক করার পর আরও নতুন ২ টি অপশন পাওয়া যাবে। Apply for e-Visa ও Enquire e-Visa Status। যেহেতু ভিসা চেক করতে হবে, তাই Enquire e-Visa Status এখানে ক্লিককরুন।
    কুয়েত ভিসা চেক
  • Enquire e-Visa Status করার পর আরও একটি নতুন পেজ ওপেন হবে। সেখানে eVisa Reference number ও Passport Number লেখা আছে।
  • এখন eVisa Reference number ও Passport Number টি লিখুন।
  • ওকে বাটনে ক্লিক করুন।

শেষ কথা

এই দুই পদ্ধতিতেই কুয়েতের ভিসা যাচাই করা যাবে। ভিসা আবেদন নাম্বার না পাওয়া গেলে পাসপোর্ট নাম্বারের মাধ্যমে বের করবেন। এখানে ভিসা চেক করার সকল বিষয় বিস্তারিত শেয়ার করেছি। প্রয়োজনে আবারো কুয়েত ভিসা চেক করার নিয়ম দেখে নিবেন। এরপর নিয়ম গুলো ফলো করে ভিসা চেক করবেন।

আরও দেখুনঃ

কাতার ভিসা চেক করার পদ্ধতি ২০২৪

মালয়েশিয়া ভিসা চেক অনলাইন এর মাধ্যমে

ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম ২০২৪