মালয়েশিয়ায় প্রায় ১৫ ধরনের ভিসা আছে। কাজের ধরনের উপর ভিসা বানাতে হয়। মালয়েশিয়ার ভিসা দুই ভাবে চেক করা যাবে। একটি হচ্ছে কলিং ভিসা ও অন্যটি হচ্ছে ই-ভিসা। ভিসা বানানোর পূর্বে পাসপোর্ট বানাতে হবে। আর এই পাসপোর্ট নাম্বার ব্যবহার করে ভিসার ধরন যাচাই করা যাবে। এছাড়া ভিসা আবেদন ফর্ম নাম্বারের মাধ্যমে মালয়েশিয়ার যেকোনো ভিসা চেক করা যায়। পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক নিয়ম ও পদ্ধতি জানতে এই পোস্ট দেখুন।
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক
মালয়েশিয়ার ভিসা চেক করার জন্য একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট থেকে যেকোনো ধরনের মালয়েশিয়ার ভিসা চেক করা যাবে। নতুন ও পুরাতন ভিসা এখান থেকে যাচাই করা যাবে। https://eservices.imi.gov.my/ এটি হচ্ছে তাদের প্রধান ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ভিতরে আরও কিছু অপশন আছে। সেখানে থেকে পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করতে হবে।
১। প্রথমে https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus এই ঠিকানায় প্রবেশ করুন। ওয়েবসাইট টি দেখতে নিচের ছবির মতো হবে।
২। No Pasport এখানে আপনার পাসপোর্ট নাম্বার লিখুন।
৩। Warganegara মানে হচ্ছে জাতীয়তা। এখানে জাতীয়তা লিখতে হবে। ছক থেকে বাংলাদেশ সিলেক্ট করুন।
৪। এখন Carian লেখায় ক্লিক করুন।
ক্লিক করার পর ভিসার সকল তথ্য দেখাবে। আবেদন পত্রের অবস্থা এই প্রক্রিয়ায় জানতে হবে।
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ই ভিসা চেক করার নিয়ম
মালয়েশিয়া আরেক ভাবে ভিসা চেক করা যাবে। অনেকে ই-ভিসার জন্য আবেদন করে। ই ভিসা চেক করার জন্য আলাদা নিয়ম রয়েছে। এই ভিসা চেক করতে গুগলে Malaysia e-visa Status লিখে সার্চ করলে অফিসিয়াল ওয়েবসাইট টি পাওয়া যাবে। সেখান প্রবেশ করে বিভিন্ন তথ্য দিয়ে সাবমিট করার সাথে সাথে ভিসার স্ট্যাটাস দেখা যাবে। পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ই ভিসা চেক করার নিয়ম জেনে নিন।
১। প্রথমে https://malaysiavisa.imi.gov.my/evisa/vlno_checkstatus.jsp এই ঠিকানায় প্রবেশ করুন।
২। প্রথমে আপনার পাসপোর্ট নাম্বার লিখুন। আপনার ই-ভিসা পাসপোর্ট এ একটি নাম্বার দেওয়া আছে। ঐ নাম্বার টি লিখতে হবে।
৩। Sticker Number লিখতে হবে। নাম্বার টি অনলাইন ভিসা আবেদন কপি থেকে পাওয়া যাবে।
৪। এখন ছবিতে একটি ক্যাপচা দেখানো হবে। সেই ক্যাপচাতে যেই রকম লেখা আছে, নিচের ঘরে ঠিক ঐ ভাবেই লিখতে হবে।
৫। এখন I have obtained my eVISA. এখানে টিক মার্ক দিন।
৬। চেক বাটনে ক্লিক করুন।
চেক বাটনে ক্লিক করলে ই-ভিসার স্ট্যাটাস দেখা যাবে।
https://www.imi.gov.my/ থেকে মালয়েশিয়া ভিসা চেক
- মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে যান: https://www.imi.gov.my/
- “eVISA / eNTRI Authenticity” ট্যাবে ক্লিক করুন।
- “Passport Number” ফিল্ডে আপনার পাসপোর্ট নম্বর লিখুন।
- “Captcha” কোড লিখুন।
- “Check” বাটনে ক্লিক করুন।
এই পদ্ধতি ব্যবহার করে, আপনি নিম্নলিখিত তথ্যগুলি দেখতে পারবেন:
- ভিসার ধরন
- ভিসার বৈধতা
- প্রবেশের সংখ্যা
- ভিসার ইস্যু করার তারিখ
- ভিসার মেয়াদ শেষের তারিখ
- ভিসার স্ট্যাটাস (অনুমোদিত, প্রত্যাখ্যান করা, প্রক্রিয়াধীন)
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করতে যা যা লাগবে
ভিসা চেক করতে তেমন কোনো কিছজুর প্রয়োজন হয় না। শুধুমাত্র সঠিক তথ্য গুলো দিলেই হবে। যেহেতু পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করবেন, তাই অবশ্যই পাসপোর্ট এর প্রয়োজন হবে। কলিং ভিসার জন্য এক ধরনের পাসপোর্ট ও ই-ভিসার জন্য এক ধরনের পাসপোর্ট নাম্বার রয়েছে। এরপর আপনার জাতীয়তা লাগবে। এই দুই টি তথ্য থাকলে ভিসা চেক করা যাবে।
কলিং ভিসা চেক করার ওয়েবসাইটঃ https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus
ই-ভিসা চেক করার ওয়েবসাইটঃ https://malaysiavisa.imi.gov.my/evisa/vlno_checkstatus.jsp
শেষ কথা
ভিসা চেক করা খুব সহজ। মালয়েশিয়া ভিসা এই দুই ওয়েবসাইট ব্যাতিত আর কোনো ওয়েবসাইট থেকে চেক করা যাবে না। এই ওয়েবসাইটের ব্যবহার শিখে নিতে হবে। যখন যে ভিসা চেক করবেন, ঐ ভিসার চেক ওয়েবসাইটে প্রবেশ করবেন। আশা করছি পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম জানতে পেরেছেন।
আরও দেখুনঃ
মালয়েশিয়া ভিসা চেক অনলাইন এর মাধ্যমে