বিভিন্ন তথ্য ও ভিসার সঠিকটা যাচাই করতে অনলাইনে ভিসা চেক করা যায়। এজন্য দুই টি পদ্ধতি আছে। এর মধ্যে একটি ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক। বর্তমান সময়ে বিভিন্ন এজেন্সি ফেক বা ডুপ্লিকেট ভিসা বানিয়ে দেয়। এই ধরনের ভিসার মাধ্যমে বিদেশে যাওয়া যাবে না। এজন্য যেকোনো ভিসা সংগ্রহ করার সাথে সাথে ওয়েবসাইটের মাধ্যমে চে করতে হবে।
পৃথিবীর প্রতিটি দেশের ভিসার জন্য ভিন্ন ভিন্ন ওয়েবসাইট আছে। এই সকল ওয়েবসাইটে একই পদ্ধতিতে ভিসা যাচাই করতে হবে। এজন্য পাসপোর্ট ও ভিসা নাম্বার প্রয়োজন। ভিসার জন্য আবেদনের সময়, আবেদন পত্রে এটি কোড দেওয়া থাকে। ঐ কোড ব্যবহার করে ভিসার নাম্বার দিয়ে সত্যতা জানা যাবে। বিভিন্ন দেশের ওয়েবসাইট কিভাবে পাবেন এবং সেগুলো কিভাবে ব্যবহার করে ভিসা চেক করবেন তার নিয়ম জেনেনিন।
ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক
প্রধান কাজ হচ্ছে, যে দেশে যাবেন ঐ দেশের ভিসা সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইট এর ঠিকানা বের করা। এরপর সেখানে একটি একাউন্ট খোলা। নাম, ঠিকানা, ইমেইল ও বিভিন্ন তথ্য দিয়ে একটি একাউট খুলে নিবেন। ভিসা চেক করার জন্য প্রয়োজনীয় ওয়েবসাইটের ঠিকানা গুলো নিচে দেওয়া থাকবে। আপনার প্রয়োজন অনুযায়ী ঐ ওয়েবসাইটে চলে যাবেন।
- প্রথমে সম্পূর্ণ ওয়েবসাইট টি দেখে নিবেন।
- এরপর ঐ ওয়েবসাইটে কি কি অপশন আছে, সেগুলো সম্পর্কে বুঝার চেষ্টা করবেন।
- ভিসা চেক কররা জন্য দুইটি অপশন থাকবে। একটি পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক। আরেকটি ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক। যেকোনো একটি পদ্ধতি সিলেক্ট করতে হবে। যেমন ভিসা নাম্বার দিয়ে চেক করার জন্য ভিসা নাম্বার সিলেক্ট করতে হবে।
- এরপর জাতীয়তা সিলেক্ট করতে হবে। আপনি যে দেশে থাকেন বা যে দেশের নাগরিক সেটি দিতে হবে।
- একটি ক্যাপচা কোড দেওয়া থাকবে। ক্যাপচা কোড টি লেখা, ইমেজ বা সংখ্যা হতে পারে। সেই ক্যাপচা কোড টি পূরণ করা লাগবে।
- এখন সাবমিট বাটনে ক্লিক করে ভিসার সকল তথ্য জানতে পারবেন।
- অরজিনাল ভিসা হলে বা ভিসার প্রসেস শেষ হয়ে থাকলে, সেটি উক্ত ওয়েবসাইটে দেখানো হবে। আর যদি ভিসা ডুপ্লিকেট বা ভিসা প্রসেসিং শেষ না হয়ে থাকে, তাহলে ওয়েবসাইটে পাওয়া যাবে না।
ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম ২০২৪
সকল দেশের ভিসা চেক করতে তাদের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট আছে। সেগুলো সঠিক তথ্য দিয়ে ভিসা যাচাই করতে হবে। তো ভিসা চেক করার জন্য প্রথমে ঐ দেশের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। এরপর ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম ফলো করে ভিসা দেখে নিবেন। এখানে সৌদি আরবের ভিসা চেক করে দেখানো হয়েছে। ঠিক একই পদ্ধতিতে অন্য দেশের ভিসা দেখা যাবে। তবে ওয়েবসাইট অনুযায়ী কিছুটা পরিবর্তন হবে। এখানে মূল বিষয় হচ্ছে ভিসা নাম্বার, জাতীয়তা ও ক্যাপচা কোড।
- সৌদি আরবের ভিসা চেক করার জন্য, ভিজিট করুন- MOFA visa check সার্চ করুন। অথবা visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData এই ঠিকানায় চলে যান।
- এখন ভিসা নাম্বার টি লিখুন। এই নাম্বার আবেদন পত্র, আবেদন ফর্ম বা এসএমএস এ পাওয়া যাবে।
- আপনার জাতীয়তা সিলেক্ট করুন। যেহেতু বাংলাদেশি, তাই সেখানে বাংলাদেশ লেখা সিলেক্ট করতে হবে।
- এখন একটি ক্যাপচা দেওয়া থাকবে, পাশের শূন্যস্থানে হুবহু ঐ ক্যাপচা টি পূরণ করুন।
- এখন সার বা সাবমিট নামের অপশনে ক্লিক করুন।
উক্ত ধাপ গুলো সম্পূর্ণ করার মাধ্যমে ভিসার সকল তথ্য দেখা যাবে। প্রতিটি দেশের ওয়েবসাইটে এই ইনফো গুলোর মাধ্যমে ভিসা চেক করতে হবে।
বিভিন্ন দেশের ভিসা চেক করার ঠিকানা
- বাংলাদেশ- www.moi.gov.bd
- নেপাল- http://www.moic.gov.np/
- পাকিস্তান- http://www.moitt.gov.pk/
- ভূটান- www.molhr.gov.bt/
- ভারত- http://labour.nic.in/
- ভারতীয় ভিসা আবেদন- www.indianvisaonline.gov.in/visa
-http://indianvisaonline.gov.in/visa/indianVisaReg.jsp - শ্রীলংকা- http://www.labourdept.gov.lk/
- থাইল্যান্ড- www.mfa.go.th
- মালদ্বীপ- www.mhrys.gov.mv/
- মায়ানমার- www.mol.gov.mm/
- সৌদি আরব- http://www.moi.gov.sa/
- দুবাই/আরব আমিরাত- www.moi.gov.ae
- কাতার- http://www.moi.gov.qa/site/english
- কুয়েত- www.moi.gov.kw
- বাহরাইন- www.mol.gov.bh
- ওমানের ভিসা- http://www.rop.gov.om/
- আবুধাবী ( দুবাই)- http://www.mol.gov/
- দুবাই- http://www.mol.gov.ae/arabic/newindex.aspx
- http://www.mol.gov.ae/english/newindex.aspx
- বাহরাইন- http://www.markosweb.com/www/mol.gov.sa/
- সৌদি আরব,- http://www.saudiembassy.net/
- সংযুক্ত আরবআমিরাত- http://www.mol.gov.ae/ownersservices/employeeCredential.aspx
- ওমান- http://www.rop.gov.om/english/onlineservices-visastatus.asp
- U.A.E- http://united-arab-emirates.visahq.com/
- ইরান- http://www.irimlsa.ir/en
- কানাডা- http://www.huembwas.org
- কানাডা- www.labour.gov.on.ca/english/
- কানাডা- http://www.cic.gc.ca/english/index.asp
- কোরিয়া- www.moel.go.kr/english
- জাপান- www.mhlw.go.jp/english/
- ইটালী- //www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/
- মালয়েশিয়া- www.mohr.gov.my
- ইংল্যান্ড- www.ukba.homeoffice.gov.uk
- তানজানিয়া- www.tanzania.go.tz
- মিশর- http://www.moiegypt.gov.eg/english/
- সাইপ্রাস- http://moi.gov.cy/
- আলবেনিয়া- http://www.moi.gov.al/
- জামবিয়া- http://www.moi.gov.gm/
- জর্দান- http://www.moi.gov.jo/
- কেনিয়া- www.labour.go.ke/
- গ্রীস- http://www.mddsz.gov.si/en
- দক্ষিণ আফ্রিকা- www.labour.gov.za/
- গানা- http://www.ghana.gov.gh/
- কলমবিয়া- www.labour.gov.bc.ca/esb/
-www.gov.bc.ca/citz - বারবাডোস- www.labour.gov.bb/
- সাইপ্রাস- http://www.mfa.gov.cy/
- ভিয়েতনাম- english.molisa.gov.vn/
- নিউজিল্যান্ড- www.dol.govt.nz/
- নামিবিয়া-www.mol.gov.na/
- লেবানন- http://www.labor.gov.lb/
- পোল্যান্ড – www.mpips.gov.pl/en
- বুলগেরিয়া- http://www.mlsp.government.bg/en
- আমেরিকা- www.dvlottery.state.gov/ESC
-http://www.dol.gov/ - স্পেন- www.mtin.es/en
- ইউক্রেইন- http://www.mlsp.gov.ua/
- উগান্ডা- http://www.mglsd.go.ug/
- প্যালেস্টাইন- www.mol.gov.ps/
- ব্রুনাই- http://www.labour.gov.bn/
- ইয়ামেন- http://www.dol.gov/
- নেদারল্যান্ড- http://english.szw.nl/
- জামবিয়া- www.mlss.gov.zm
- অষ্ট্রেলিয়া- http://www.workplace.gov.au/
- জিমবাবুয়ে- http://www.dol.gov/
- ফিলিফাইন- www.dole.gov.ph/
- রাশিয়া- http://www.labour.gov.on.ca/
- আমেরিকা -//www.vfs.org.in/UKG-PassportTracking/
- Entry Permit- http://www.moi.gov.ae/
শেষ কথা
প্রতিটি প্রবাসীদের উচিৎ ভিসা পাওয়ার সাথে সাথে সেটি অনলাইনে চেক করে নেওয়া। ভিসা নিয়ে প্রতারিত না হতে চাইলে উপরের দেখানো নিয়ম গুলো ফলো করবেন। একি ভাবে যেকোনো দেশের ওয়েবসাইট থেকে ভিসা চাক করা যাবে। এই পোস্টে বিভিন্ন দেশের ভিসা দেখার ওয়েবসাইট শেয়ার করা হয়েছে। উক্ত ওয়েবসাইট থেকে ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করবেন।
আরও দেখুনঃ