মাতৃভাষা নিয়ে কবিতা ২০২৪

২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজপথে নেমে আসেন। পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, জব্বার, রফিক, শফিউরসহ বেশ কয়েকজন ছাত্র। এই ঘটনা ভাষা আন্দোলনে রূপ নেয় এবং বাংলা ভাষা পায় রাষ্ট্রভাষার মর্যাদা। অনেক কবি মাতৃভাষা নিয়ে কবিতা লিখেছেন।

ভাষা শহীদদের স্মরণে এবং বিশ্বের সকল ভাষার প্রতি সম্মান জানাতে কবিতা গুলো বিশেষ ভাবে লেখা হয়েছে। এ সকল কবিতায় মাতৃভাষার গুরুত্ব ও মর্যাদা সচেতনতা বৃদ্ধি করেছে। আমাদের মনে ভাষাগত বৈচিত্র্য ও সংস্কৃতির ঐতিহ্য টিকিয়ে রাখার অনুপ্রেরণা যোগায়। জাতিগতভাবে ভাষা বৈষম্য দূরীকরণ এবং ভাষা অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সাহায্য করে।

মাতৃভাষা নিয়ে কবিতা

অনেক কবি মাতৃভাষা নিয়ে কবিতা রচনা করেছেন। এদের মধ্যে ১০ থেকে ১৫ টি কবিতা অধিক জনপ্রিয়তা লাভ করেছে। একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় গৌরব ও ঐক্যের প্রতীক। এই সকল বিষয় কেন্দ্র করে কবিতা গুলো লেখা হয়েছে। এই পোস্টে ২১ শে ফেব্রুয়ারি নিয়ে সেরা কবিতা গুলো শেয়ার করা হয়েছে।

১। মাতৃভাষা

মার মুখের ভাষা, মার মনের ভাষা,
মার স্বপ্নের ভাষা, মার গানের ভাষা।

তুমি আমার অস্তিত্বের ভাষা,
তুমি আমার আত্মার ভাষা।

তোমার কোলে আমি জন্মেছি,
তোমার কোলে আমি বেড়ে উঠেছি।

তোমার বুকে আমি শিখেছি,
তোমার বুকে আমি ভেবেছি।

তুমি আমার জ্ঞানের ভাষা,
তুমি আমার প্রেমের ভাষা।

তোমার মাধ্যমে আমি ভাবি,
তোমার মাধ্যমে আমি বলি।

তুমি আমার আশার ভাষা,
তুমি আমার বিশ্বাসের ভাষা।

তোমার মাধ্যমে আমি গাই,
তোমার মাধ্যমে আমি কাঁদি।

তুমি আমার জীবনের ভাষা,
তুমি আমার মৃত্যুর ভাষা।

তুমি আমার মাতৃভাষা
আমি তোমাকে ভালোবাসি
আমি তোমাকে চিরকাল ভালোবাসবো

২।

মনে পড়ে বায়ান্নর একুশে ফেব্রুয়ারী,
লাখো বাঙালির কাতর চিত্তে করুন আহাজারি.
একুশ তুমি বাংলার মানুষের হৃদয় ভরা আশা,
তোমার কারণে পেয়েছি আজ কাঙ্খিত মাতৃভাষা.
রক্ত ঝরালো সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার,
বায়ান্নর সেই করুন কাহিনী মনে পড়ে বারবার.
স্মৃতির পাতায় ভেসে ওঠে সেই বিষন্ন দিনের কথা,
যত ভাবি ততই যেন মনে পাই বড় ব্যথা.
প্রতিবাদে মুখর দৃঢ় চিত্তে বাংলার দামাল ছেলে,
আরো আছে কত শ্রমিক, যুবক, নারী, কৃষক ও জেলে.
অবশেষে দাবি মেনে নিতে বাধ্য হলো সরকার,
বাঙালিরা পেল মাতৃভাষার সোনালী দিবাকর.
রক্তের বিনিময়ে পেয়েছি আজ কাঙ্খিত মাতৃভাষা,
একুশ তুমি চির অমর তুমি আমাদের ভালবাসা

৩।

শোকে মোহ ভেঙ্গে এসো, প্রিয় ২১ শে ফেব্রুয়ারি,
সৃষ্টির আবর্জনা ধরে নেয়, হৃদয়ে আনন্দের সফরি।

সবুজ বৃষ্টির সোনালি ধূপে,
মেঘের আড়ালে সোনালি সুরে।

ফুলের হাওয়ায় ছুটে আসে
ভালোবাসার কাহিনী,
শোনো তোমার হৃদয়ে গহীন সব রাজবোট,
মিলনের মাধুর্য ভরা ভাষা।

২১ শে ফেব্রুয়ারি স্বপ্নের ফুল,
সজল হৃদয়ে খুলে নিও সব দুঃখের পূত।

প্রেমের সুরে কেঁদো না, আঁধার ছুড়িয়ে ফেলো,
শোকের সাগরে ডুবে আছো না, সৃষ্টির সৌন্দর্য অধ্যায়ে মেলো।

আসো, নতুন সূর্য উঠিয়ে গেছে,
ভোরের আলোয় পূর্বের ভুল মিটিয়ে।

প্রিয়, এসো এবং মনের মাঝে বসে
২১ শে ফেব্রুয়ারি তোমার সাথে মিলে গেছে।

৪।

নীল আকাশের গোধূলির বুকে
উকিঁ মারে তাজা শোকের প্রতিশ্রুতি।
চোখের জলে ব্যথার কাপঁনে
ফিরে এলো সেই বেদনার দিন।
একুশে ফেব্রুয়ারি স্মৃতির পরশে,
কৃষ্ণচুড়ার ডাল ভেংগে যায়।
পলাশের লালে কারবালার স্মৃতি,
জাগে ক্রন্দন,আমার বুকে সীমাহীন বেদনার।
সবে মিলে করি শোক গীতি
শুভ্র গোলাপ সজ্জিত হলো,
ফেরদৌস গুলবাগ।
আজ এসেছে একুশ ফেব্রুয়ারি মোদের,
রেখে গেছে তারা আগামীর তরে।
আজ হতে শত বছর ধরে শহীদ মিনারে পুস্পের মালা দিব সবে,
এই দিনে কামনা মোদের
আলোকিত হোক আত্মা তোমাদের।।

মাতৃভাষা নিয়ে সেরা কবিতা ২০২৪

এই কবিতা গুলো মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে। কবি মাতৃভাষাকে তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখেন। মাতৃভাষার মাধ্যমে কবি ভাবেন, বোলেন, গান গায়েন, কাঁদেন এবং সবকিছু করেন। মাতৃভাষা কেবল একটি ভাষা নয়, এটি কবির অস্তিত্ব, আত্মা, জ্ঞান, প্রেম, আশা, বিশ্বাস, জীবন এবং মৃত্যুর ভাষা।

১।

একুশ মানে চেতনা আমার,
মায়ের ভাষায় কথা বলার;
একটা স্বাধীন দেশের জন্য,
সবাই মিলে যুদ্ধ করার।
একুশ মানে লুকানো বীজ,
একাত্তরে ফলবে ফসল;
রাজপথের ঐ রক্তের দাগ,
একদিন তা হবেই সফল।
একুশ মানে ফিরে পাওয়া,
আমার সকল অধিকার;
বুক ফুলিয়ে বলতে পারি,
বাংলা আমার স্বাধিকার।
একুশ মানে প্রভাত ফেরী,
শীতের শাল জড়িয়ে গায়ে;
সবার হাতে ফুলের তোড়া,
হাঁটছি সবাই খালি পায়ে।
একুশ মানে শহীদ মিনার,
আলপনা আর তাজা ফুলে;
পুষ্পস্তবক রাখছে সবাই,
রাজনীতি আর বিভেদ ভুলে।
একুশ মানে বাংলা মায়ের,
প্রাণ জুড়ানো মুখের ভাষা;
স্বপ্ন সাধের সেই ভাষাতে,
মেটাই মনের সকল আশা।
একুশ মানে বই মেলাতে,
উপচে পড়া ভীরের মাঝে;
জম্পেশ এক আড্ডা হলে,
মন বসেনা কোন কাজে।
একুশ মানে নতুন বই,
নতুন মোড়ক উন্মোচন;
কোন বইটা কিনবো প্রথম,
কিছুতে ভেবে পায়না মন।
একুশ মানে পুরোনো স্মৃতি,
হাতড়ে বেড়াই নিজের মনে;
প্রভাত ফেরী শহীদ মিনার,
সব ছেড়ে তুমি নির্বাসনে।

২।

ভাষা সেতো মায়ের বুলি
প্রাণের চেয়েও প্রিয় জানি
যে ভাষাতে প্রাণ জুড়াল
সবার সুখের তৃষ্ণ মিঠালো
সেইতো মোদের মধুর ভাষা
মায়ের ভাষা বাংলা ভাষা
ভাষা সেতো স্লোগান মুখর যুবকের ভালবাসা
যে ভাষাতে সদা থাকে জাগি
সে ভাষার কোন দশা আজি
তারা মানেনাতো বাঁধা ভঙ্গ করেত ধারা
হায়নার গর্জন লঙ্গিয়ে চলে
হুংকারে হয় ধনি পতি ধনি
রাষ্ট্রভাষা বাংলা চাই
বাংলা চাই
ভাষা সেতো রক্তে ভেজা ২১শের দুপুর
রক্ত! সেতো নতুন সূর্যদয়
যে ভাষার লাগি রক্ত দিয়াছিলো বাঙ্গালী জাতী
ত্যাগে বেজেছিলো সাম্যের গীতি
পৃথিবীর মানুষ অভাব রয়
বাংলা ভাষার হলো জয়।

৩।

আগুন ঝরা ফাগুন দিনে
মাতৃভাষা আনলো কিনে
প্রাণের বিনিময়ে,
রক্তস্রোত যায় যে বয়ে
রয় ইতিহাস সাক্ষী হয়ে
অপার এক বিস্ময়ে!
এই কাহিনি কল্পনা নয়
রূপকথারই গল্প ও নয়
শুনতে কি চাও আরো?
কৃষ্ণচূড়া রঙিন ডালে
লাল হলো সেই রক্ত লালে
নয় অজানা কারো।
একে একে দিন বয়ে যায়
বন্দি ইতিহাসের পাতায়
সোনার সে নাম গুলো,
হায় কী ছিল এই ললাটে
ইতিহাসের সেই মলাটে
জমছে দেখ ধূলো!
এখন শুধু একুশ এলে
সব মমতা উঠছে ঠেলে
অন্যদিনে নয়,
আপন ভাষা মাতৃভাষা
জীবন দিয়ে ভালোবাসা
এভাবে কি হয়?
সময় যে আর নেইতো বেশি
হতে হবে বাংলাদেশী
তাই তোমাকে বলি,
দেশকে এসো ভালোবাসি
বাংলাভাষায় কাঁদি-হাসি
স্বপ্ন দেখে চলি…।

শেষ কথা

মাতৃভাষা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে ভালোবাসা ও শ্রদ্ধা করা আমাদের কর্তব্য। সারা বিশ্বের কাছে বাংলা ভাষাকে উপস্থাপন করতে হবে। আশা করছি এই পোস্ট থেকে মাতৃভাষা নিয়ে কবিতা গুলো সংগ্রহ করেছেন। বিভিন্ন প্রতিযোগিতাও এই কবিতা আবৃতি করতে পারবেন।

আরও দেখুনঃ

একুশের সেরা কবিতা ২০২৪

একুশে ফেব্রুয়ারি কবিতা ২০২৪