কানাডা যাওয়ার খরচ কত ২০২৪

বাংলাদেশে কানাডা ভিসা চালু করা হয়েছে। আমেরিকা মহাদেশের এই দেশে আসতে প্রায় ৮ থেকে ১৫ লাখ টাকা লাগে। পড়াশুনা, ভ্রমণ ও কাজের জন্য কানাডা আসতে পারবেন। চিকিৎসা জন্য মেডিকেল ভিসা আছ। তবে কানাডায় চিকিৎসার জন্য তেমন আসা হয় না। কানাডা আসতে চাইলে প্রথমে যেকোনো একটি ভিসা বানাতে হবে। কানাডা যাওয়ার খরচ কত তা এই ভিসার ক্যাটাগরির উপর নির্ভর করবে।

সবচেয়ে কম দামে স্টুডেন্ট ভিসা পাওয়া যাবে। এই ভিসার খরচ অনেক কম। আর সরকারিভাবে ৩ থেকে ৪ লাখ টাকা খরচের মাধ্যমে কানাডায় ওয়ার্ক পারমিট ভিসা বানাতে পারবেন। ফ্রিতে লটারি জিতে কানাডার ভিজিট ভিসা পাওয়া যায়। আজকের পোস্টে কানাডার বিভিন্ন ভিসায় যেতে মোট কত টাকা খরচ হবে শেয়ার করা হয়েছে।

কানাডা যাওয়ার খরচ কত

এক দেশ থেকে অন্য দেশে বৈধ ভাবে আসার জন্য ভিসা বানাতে হয়। অনেক দেশ আছে, যেখানে কানাডার ভিসা ফ্রি। কিন্তু বাংলাদেশ থেকে কানাডা যেতে ভিসা প্রয়োজন হবে। বেসরকারি ভাবে কানাডার একটি ভিসার দাম ৭ লাখ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত। এগুলো সব কাজের ভিসা। ভ্রমণের জন্য ভিজিট বা টুরিস্ট ভিসা বানাতে হয়। ার জন্য ৮ থেকে ১২ লক্ষ টাকা খরচ হয়। আর উন্নত শিক্ষার জন্য কানাডা আসতে ৪ থেকে ৫ লাখ টাকা খরচ হবে। যাদের স্কোলারশীপ আছে, তারা ৩ লাখ টাকার মধ্যে কানাডা আসতে পারে। সাধারণত ভিসা ক্যাটাগরি অনুযায়ী কানাডা যাওয়ার খরচ ৮ লাখ থেকে ২০ লাখ টাকা।

কানাডা যাওয়ার খরচ কত ২০২৪

বর্তমানে বিভিন্ন দেশের ভিসার দাম বেড়েছে। এর মধ্যে কানাডিয়ান ডলারের রেট বৃদ্ধি পেয়েছে। যার কারণে বিমানের টিকিটের দাম, ভিসার দাম ও ভিসা প্রসেসিং খরচ বীরছে। সব কিছুর জন্য ২০২৪ সালে কানাডা যাওয়ার খরচ আগের থেকে বেড়েছে। এখন সাধারণ মানের একটি ভিসায় কানাডা আসতে ৭ থেকে ১০ লাখ টাকা লাগে। এই খরচের মধ্যে কানাডার শ্রমিক, লেভার, কৃষি ও সস্টুডেন্ট ভিসা পাওয়া যাবে।

কানাডা যাওয়ার ভিসা খরচ কত

বাংলাদেশ থেকে কানাডা যেতে ভিসা বানাতে হবে। এজন্য লাখ লাখ টাকা খরচ হবে। তবে কানাডায় অনেক ক্যাটাগরির ভিসা আছে। এই সকল ভিসার ধরনের উপরে কানাডা যাওয়ার খরচ নির্ভর করে। সরকারি ভাবে কানাডার ভিসা খরচ ৩ থেকে ৫ লাখ টাকা। আর বেসরকারি ভাবে কানাডার ভিসার জন্য ৮ থেকে ২০ লাখ টাকা খরচ হয়। কাজের ধরনের উপর ভিত্তটি করে ভিসা আবেদন করতে হবে। যত ভালো মানের কাজ করতে যাবেন, তত বেশি দামে ভিসা বানাতে হবে। সকল খরচ মিলিয়ে কানাডা যাওয়ার ভিসা খরচ ৮ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত। এর থেকে বেশিও খরচ হতে পারে।

কানাডা ভিজিট ভিসায় যাওয়ার খরচ কত

কোনো দেশে ভ্রমণের জন্য যেতে হলে ভিজিট ভিসা বা টুরিস্ট ভিসা বানাতে হবে। বেশিরভাগ টুরিস্ট ভিসা বেসরকারি ভিসা সংস্থা থেকে বানাতে হবে। যার করনে এর খরচ বেশি হবে। কামাদায় ভ্রমণে যেতে প্রথমে ৪ থেকে ৬ লাখ টাকা দিয়ে ভিজিট ভিসা বানাতে হবে। এছাড়া পাসপোর্ট এর খরচ ১৫ থেকে ২০ হাজার টাকা। মেডিকেল ও অন্যান্য খরচ প্রায় ১ লাখ টাকা। বাংলাদেশ থেকে কানাডার বিমান ভাড়া ১ লাখ ৫০ হাজার থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা। সব খরচ মিলিয়ে কানাডা ভিজিট ভিসায় যাওয়ার মোট খরচ ৭ লাখ থেকে ৮ লাখ টাকা।

কানাডা ভিজিট ভিসা খরচ ২০২৪

কানাডা কাজের ভিসায় যাওয়ার খরচ

বেশিরভাগ মানুষ কানাডাতে কাজের জন্য আছে। এখানে অনেক ধরনের কাজ পাওয়া যায়। সাথে বেতনও অনেক ভালো। এজন্য বেশির ভাগ প্রবাসী বেশি খরচ হলেও কানাডাকে বেছে নেয়। কানাডায় রেস্টুরেন্ট, হোটেল, শ্রমিক, ড্রাইভিং, কৃষিকাজ, লেভারের কাজ ও কোম্পানির কাজ সহ আরও অনেক কাজ পাওয়া যায়। এ সকল কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরির কাজের ভিসা আছে। আপনি যে ভিসা যাবেন, সেই ক্যাটাগরি অনুযায়ী ভিসার আবেদন করবেন। এ সকল ভিসা পেতে মোট ৮ থেকে ১৫ লাখ টাকা খরচ হবে। আর ভিসা পাওয়ার পর কানাডায় এই কাজের জন্য আসতে ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ হবে।

কানাডা ভিসা খরচ, ভিসার দাম কত ও ভিসা পাওয়ার উপায় ২০২৪

কানাডা টুরিস্ট ভিসা যাওয়ার খরচ কত

ভ্রমণের জন্য এক দেশ থেকে অন্য দেশে যেতেও ভিসা লাগবে। ভিসা ব্যাতিত কোনো কাজেই অন্য দেশে যাওয়া যাবে না। কানাডায় ভ্রমণের জন্য আসতে টুরিস্ট ভিসা বানাতে হবে। এজন্য ফ্যামিলি ভিসাও পাওয়া যাবে। কত দিনের জন্য বেড়াতে আসবেন বা ঐ দেশে কত দিন পর্যন্ত থাকবেন, এই সকল কিছুর উপর ভিত্তি করে ভিসা বানাতে হবে। যত বেশি দিন থাকবেন, ভিসার মেয়াদ তত বেশি হবে। আর এ ক্ষেত্রে কানাডা টুরিস্ট ভিসা যাওয়ার খরচও বেশি লাগবে। এছাড়া কতজন কানাডায় ভ্রমণের জন্য এর উরেও ভিসা খরচ নির্ভর করে। কানাডার টুরিস্ট ভিসার দাম ৭ থেকে ৮ লাখ পর্যন্ত। প্রায় সকল খরচ মিলিয়ে কানাডা টুরিস্ট ভিসা যাওয়ার খরচ ১০ থেকে ১১ লাখ টাকা।

কানাড ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার খরচ কত

সাধারণত কাজের ভিসাকে ওয়ার্ক পারমিট ভিসা বলা হয়। ওয়ার্ক পারমিট ভিসার অনেক গুলো ক্যাটাগরি আছে। এছাড়া এই ভিসা দুই ধরনের সিনাল ও নন সিজনাল। সরকারি ও বেসরকারি সংস্থা থেকে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যাবে। সরকারি ভাবে এই ভিসা পেতে ৪ থেকে ৫ লাখ টাকা লাগে। এটা কোম্পানির উপর নির্ভর করে। আর বেসরকারি এজেন্সি থেকে এই ভিসা বানাতে ৭ থেকে ১০ লাখ টাকা লাগে। অনেক কোম্পানিতে ৬ থেকে ৭ লাখের মধ্যেও ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যায়।

কানাডায় পড়াশুনার জন্য যাওয়ার খরচ

এই দেশে উচ্চশিক্ষার ব্যবস্থা আছে। প্রতি বছর বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট উচ্চশিক্ষার জন্য কানাডা আসে। পড়াশুনা করার জন্য কানাডা আসতে স্টুডেন্ট ভিসা বানাতে হবে। ফ্রিতেও স্টুডেন্ট ভিসা পাওয়া যায়। এছাড়া স্কোলারশীপ এর মাধ্যমে কম খরচে স্টুডেন্ট ভিসা বানানো যায়। ৪ থেকে ৬ লাখ টাকার মধ্যে কানাডায় পড়াশুনা করার জন্য আসতে খরচ হবে। আর ফ্রি ভিসা আসতে হলে ২ থেকে ৩ লাখ টাকা লাগবে।

কানাডা যাওয়ার খরচ মোট খরচ

এই দেশে আসার জন্য যেকোনো একটি ক্যাটাগরি ভিসা বানিয়ে নিবেন। কাজের ভিসার দাম ৬ থেকে ১২ লাখ টাকা। সব চেয়ে কম দামে শ্রমিক, কৃষি, রেস্টুরেন্ট ভিসা পাওয়া যাবে। কানাডা যাওয়ার খরচ মোট খরচ টাকা জেনেনিন।

  • কাজের ভিসার দাম ৭ লাখ থেকে ১৫ লাখ টাকা
  • স্টুডেন্ট ভিসার দাম ৩ থেকে ৬ লাখ টাকা
  • ভিজিট বা টুরিস্ট ভিসার দাম ৬ থেকে ৮ লাখ টাকা
  • পাসপোর্ট এর খরচ ১৫ থেকে ২০ হাজার টাকা
  • মেডিকেল ও অন্যান্য টেস্ট এর খরচ ৫০ হাজারের উপরে
  • বাংলাদেশ থেকে কানাডার বিমান ভাড়া ১ লাখ ৫০ হাজার থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা
  • কানাডা যাওয়ার খরচ মোট খরচ ৮ লাখ থেকে ২০ লাখ টাকা

শেষ কথা

প্রতি নিয়ত ভিসার দাম বৃদ্ধি পাচ্ছে। এছাড়া কানাডায় যেতে বিমান ভাড়া এক এক সময় এক এক রকমের হয়। টিকিটের রেট ৫ লাখ পর্যন্ত হয়ে থাকে। শুধুমাত্র স্টুডেন্ট ভিসায় কম খরচে যাওয়া যাবে। কাজের ভিসায় যেতে সর্বনিম্ন ৮ লাখ টাকা লাগবে। আর ভালোমানের কাজ পেতে ১২ থেকে ১৫ লাখ টাকার ভিসা বানাতে হবে। আশা করছি কানাডা যাওয়ার খরচ কত টাকা তা জানতে পেরেছেন।

আরও দেখুনঃ

কানাডা ভিসার দাম কত ২০২৪

সৌদি আরবের কোম্পানি ভিসা ২০২৪

লন্ডন ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার নিয়ম ২০২৪