পৃথিবীর যেকোনো দেশ থেকে কানাডায় ভ্রমণ করতে যাওয়া যাবে। তবে কিছু দেশে হয়তো কানাডা ভিসা বন্ধ আছে। বাংলাদেশ ও কানাডার সকল ভিসা চালু আছে। তবে এখনো ভিসা ফ্রি করা হয়নি। তো যারা ঐ দেশে ভিজিট করতে যাবে তাদের কে এক ধরনের ভিসা বানাতে হবে। যাকে ভিজিট ভিসা বলা হয়। আর ইংরেজিতে এই ভিসার নাম টুরিস্ট ভিসা। কানাডা ভিজিট ভিসা খরচ প্রায় ৭ লাখের উপরে।
ভিসা এজেন্সি, বিমানের ভাড়া ও সকল খরচ বের করে ভিজিট ভিসায় কত টাকা খরচ হবে তা নির্নয় করতে হবে। এছাড়া কানাদায় ভিজিটের জন্য কত জন আসবেন, এর উপরেও খরচ নির্ভর করে। এই পোস্টে কানাডার ভিজিট ভিসার খরচ কত? এর জন্য কি কি কাগজপত্র লাগে? এ সব তথ্য এই পোস্ট থেকে জানতে পারবেন।
কানাডা ভিজিট ভিসা খরচ
কানাডা ইউরোপের বাইরে অর্থাৎ আমেরিকা মহাদেশে অবস্থিতও। কিন্তু এই দেশের ভিসা, চাকরিরই মান ও শিক্ষা ইউরোপের থেকে কোনো অংশে কম নয়। এছাড়া দেশটিতে রয়েছে ভ্রমণের জন্য প্রচুর দর্শনিয় স্থান। এর মধ্যে রয়েছে ভিক্টোরিয়া, ভ্যানকুভার, অটোয়া, কানাডা ন্যাশনাল পার্ক, ব্যানফ ইত্যাদি। এই স্থান গুলো ভ্রমণের জন্য কানাডা ভিজিট ভিসা বানাতে হবে। ভিজিট ভিসা পেতে যেকোনো ভিসা এজেন্সিদের সাথে যোগাযোগ করুন।
বর্তমানে কানাডা ভিজিট ভিসা খরচ ৬ লাখ থেকে ৮ লাখ টাকা। ভিজিট ভিসার দাম দালাল বা এজেন্সির উপর নির্ভর করে। এমন অনেক এজেন্সি আছে, যেখানে ভিজিট ভিসার দাম ৮ থেকে ৯ লাখ টাকা লাগে। সরকারি ভাবে কম খরচ টুরিস্ট বা ভিজিট ভিসা পাওয়া যায়। তবে সেটা খুব কম। তখন এই ভিসার খরচ অনেক কম হবে। সরকারি ভাবে ৩ থেকে ৪ লাখ টাকা খরচের মধ্যে কানাডার ভিজিট ভিসা পাওয়া যাবে। আর অনেক সময় লটারির মাধ্যমে একদম ফ্রিতে ভিজিট ভিসা পাওয়া যায়। তখন কানাডা যেতে বিমান ভাড়া সহ ২ থেকে ৩ লাখ টাকা খরচ হবে।
কানাডা ভিজিট ভিসা খরচ ২০২৪
বর্তমান সময়ে ভিসা, পাসপোর্ট, বিমান ভাড়া ও বিভিন্ন টেস্ট এর খরচ বেড়ে গেছে। যার ফলে ৪ থেকে ৫ লাখ টাকায় ভিজিট ভিসা পাওয়া গেলেও, এখন সি ভিসার জন্য ৬ থেকে ৮ লাখ টাকা খরচ হয়। আর ভ্রমণের জন্য কত জন যাবে এই দিক থেকেও ভিসার খরচ গণনা করা হবে। পরিবার সহ ভ্রমণের জন্য ফ্যামিলি ভিজিট বা টুরিস্ট ভিসা বানাতে পারবেন। সব মিলিয়ে ২০২৪ সালে বাংলাদেশ থেকে কানাডা ভিজিট ভিসায় যেতে ৭ থেকে ৮ লাখ টাকা খরচ হয়।
কানাডার ভিজিট ভিসার খরচ কত?
এক দেশ থেকে অন্য দেশে যেতে ভ্যালিড ভিসা প্রয়োজন। আর এই ভিসার জন্য লাখ লাখ টাকা খরচ করতে হবে। কানাডার ভিজিট ভিসার জন্য পাসপোর্ট, বিভিন্ন টেস্ট, মেডিকেল টেস্ট, ভিসা আবেদন ও বিমান ভাড়া লাগবে। প্রতিটি বিষয়ে এক এক রকমের খরচ হয়।
- পাসপোর্ট এর খরচ ১২ থেকে ২০ হাজার টাকা
- মেডিকেল টেস্ট ৪০ থেকে ৫০ হাজার
- অন্যান্য টেস্ট ৫০ থেকে ৭০ হাজার
- আবেদন খরচ ১০ থেকে ২০ হাজার
- বিমানের ভাড়া বা টিকিটের দাম ১ লাখ ৫০ হাজার থেকে ৪ লাখ ৫০ হাজার
কানাডা ভিজিট ভিসার জন্য কি কি লাগে?
যেহেতু কানাডায় ভ্রমণের জন্য যাবেন, তাই ভিজিট ভিসা বানাতে হবে। ভিজিট ভিসার জন্য শুধু কিছু ডকুমেন্ট লাগবে। কোণও প্রকার কাজের দক্ষতা বা অভিজ্ঞতার দরকার নেই। এখানে যে সব কাগজ প্রয়োজন সেগুলো নতুন ও ভ্যালিড হতে হবে। কানাডা ভিজিট ভিসার জন্য কি কি লাগে নিচে থেকে দেখুন।
- সর্বনিম্ন ৬ মাস মেয়াদযুক্ত পাসপোর্ট।
- রজ্ঞিন ছবি। সাইজ পাসপোর্ট।
- আবেদনের ফর্ম
- এনআইডি বা স্মার্ট কার্ড এর ফটো কপি। জন্ম নিবন্ধন হলেও চলবে (যাদের এনআইডি হয়নি)
- পুলিশ ক্লিয়ারন্সে
- মেডিকেল টেস্ট এর বিভিন্ন রিপোর্ট
- ব্যাংক ব্যালেস এর ডকুমেন্ট
কানাডা ভিজিট ভিসা আবেদন
কানাডায় অনেক ধরনের ভিসা আছে। কাজের জন্য ও শিক্ষার জন্য অন্য ক্যাটাগরির ভিসা বানাতে হবে। আর টুরিস্ট দের ভিজিট ভিসা বানাতে হয়। সরকারি ভাবে টুরিস্ট ভিসা সব সময় পাওয়া যায় না। এজন্য আপনি বোয়েস্লেলের অফিসিয়াল অয়েবাসাইতে ভিসার নিয়োগ গুলো দেখবেন। অথবা তাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করবেন। আর বেসরকারি ভাবে যেকোনো ভিসা প্রতিষ্ঠান থেকে ভিজিট ভিসা পাওয়া যাবে। এজন্য তাদের কে একটি ফর্ম পূর্ণ মাধ্যমে আবেদন করতে হবে।
শেষ কথা
অনেক ভিসা এজস্নি আছে যারা ফেক ভিসা বানিয়ে দেয়। অথবা তারা কম খরচের কথা বলে ডুপ্লিকেট ভিসা বানিয়ে দেয়। তাই ভিসা বানানোর পূর্বে ঐ এজেন্সি সম্পর্কে ভালোভাবে জেনে নিবেন। কানাডা ভিজিট ভিসা খরচ ৬ থেকে ৮ লাখ টাকার মধ্যে হবে। আর এই ভিসায় কানাডা যেতে মোট ৮ থেকে ১১ লাখ টাকা লাগবে।
আরও দেখুনঃ
কানাডা ভিসা খরচ, ভিসার দাম কত ও ভিসা পাওয়ার উপায় ২০২৪
কানাডা ভিসার দাম কত ২০২৪। কানাডা কি কি ভিসা আছে।