সৌদি আরবের কোম্পানি ভিসা ২০২৪

প্রতি বছর বাংলাদেশ থেকে কাজের জন্য সৌদি আরবে লোক নেওয়া হয়। এর মধ্যে একটি হচ্ছে কোম্পানির কাজ। সৌদি আরবের কোম্পানি গুলো পৃথিবীর বিভিন্ন দেশে অনেক পরিচিত। কোম্পানি ভিসা বানিয়ে এই দেশে কোম্পানির কাজ করার জন্য আসতে পারবেন। এখানে ক্লিনার, হোটেল, রেস্টুরেন্ট, শিল্পও-কারখানা সহ আরও বিভিন্ন কোম্পানি আছে। সৌদি আরবের কোম্পানি ভিসা পেতে প্রথমে আবেদন করতে হবে।

আবেদনের জন্য কোম্পানি কাজের নিয়োগ দেখেতে হবে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন ভিসা এজেন্সিদের সাথে যোগাযোগ করতে হবে। অনেক সময় বোয়েসেলে সৌদি কোম্পানি কাজের জন্য কোম্পানি ভিসায় নিয়োগ দেওয়া হয়। বিভিন্ন যোগ্যতা পূরণ করে সেই ভিসার জন্য আবেদন করতে পারবেন। কোম্পানি অনুযায়ী বাএদন খরচ নির্ভর করে। এছাড়া লাখ লাখ টাকা দিয়ে ভিসা বানাতে হবে। ভিসা খরচ ও দাম সম্পর্কে জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন।

সৌদি আরবের কোম্পানি ভিসা

এখানে অনেক ধরনের কোম্পানি আছে। কোম্পানি অনুযায়ী কাজের জন্য নিয়োগ দেওয়া হয়। এমন অনেক কোম্পানি আছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা, কাজের দক্ষতা ও অভিজ্ঞতা দ্বারা সিলেক্ট করা হয়। তাহলে সেখানে চাকরি করতে এই যুগটা গুলো থাকতে হবে। যাদের শিক্ষাগত যোগ্যতা নেই তারা সৌদি আরবের ছোট কোম্পানিতে জব নিতে পারবেন। সেক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে হচ্ছে রেস্টুরেন্ট কোম্পানির কাজ।

সৌদি আরবের ভিসার দাম কত ২০২৪

রেস্টুরেন্ট এ কয়েক পদের চাকরি আছে। ওয়েটার, রাঁধুনি, ম্যানেজমেন্ট ও ম্যানেজার। ম্যানেজারের চাকরি করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে। বাকি কাজ গুলোতে কাজের জন্য শুধু অভিজ্ঞতা থাকতে হবে। এক দিকে এই দেশের হোটেল কোম্পানি গুলো সবার জন্য কাজের ব্যবস্থা করে দিয়েছে। হোটেল কোম্পানিতে একজন হোটেল সহকারী, সার্ভিস ম্যান ও রুম সার্ভিসার হয়ে কাজ করতে পারবেন। এক্ষেত্রে কিছুটা ইংরেজি বা আরভি ভাষায় দক্ষ থাকতে হবে। আর হোটেলের বিভিন্ন নিয়ম, কাস্টমার সার্ভিস গুলো মেনে চলতে হবে। এই দক্ষতা থাকলে ৫ থেকে ৬ লাখ টাকার মধ্যে সৌদি আরবের ছোট কোম্পানিতে কাজ করতে পারবেন।

সৌদি আরবে কি কি কোম্পানি ভিসা আছে

কাজের আসার পূর্বে আপনাদের কে কাজের দক্ষতা নিতে হবে। কেননা এই দেশে অভিজ্ঞ ব্যাক্তিদের জন্য কাজের অভাব নেই। যারা দক্ষ নয়, কেবল তারাই সৌদি আরবে কোনো ধরনের কাজ পাওয়া না। কোম্পানির দিক থেকে সৌদি আরবে বেশ কয়েকটি কোম্পানি আছে। কাজের ভিত্তির উপর নির্ভর করে লোক নেওয়া হয়। কিছু কোম্পানিতে শ্রমিক হিসেবে নিয়োগ পাওয়া যায়। যেমন কনস্ট্রাকশন কোম্পানি, ক্লিনার কোম্পানি, ফ্যাক্টরি কোম্পানি, ড্রাইভিং কোম্পানি ইত্যাদি।

আরমাকো কোম্পানি

এটি সৌদি আরব তেল কোম্পানি। এরামকো নামে সবচেয়ে বেশি পরিচিত হল সৌদি আরবের জাতীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস ভিত্তিক কোম্পানী। সৌদি এরামকো এর অর্থমূল্য অনুমান করা হয়েছে এর মধ্যে মার্কিন $১.২৫ ট্রিলিয়ন এবং মার্কিন $১০ ট্রিলিয়ন। এটি বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হিসেবে গড়ে তোলেছে।

ফার্ম কোম্পানি

সৌদি আরবে অনেক ধরনের ফার্ম আছে। এই ফার্মের কাজের জন্য অভিজ্ঞ লোক প্রয়োজন হয়। তাই ফার্মের মালিক এখানে সকল কাজ তাদের দেশে থাকা ফার্ম কোম্পানির সাহা করে থাকে। এই কোম্পানি গুলোতে শ্রমিক হিসেবে নিযুক্ত হতে পারবেন।

বলদিয়া কোম্পানি

এটি হচ্ছে ক্লিনারের কোম্পানি। সৌদি আরবের বিভিন্ন শহর পরিষ্কারের কাজ করতে হবে। এই কোম্পানিতে কাজের জন্য নিয়োগ দেওয়া হয়। কাজ পেতে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। শুধু ক্লিনার কাজ সম্পর্কে ধারনা থাকতে হবে। বেতন ৩০ থেকে ৩৫ হাজার টাকা। ৮ থেকে ৯ ঘণ্টা কাজ করতে হবে।

আইটি কোম্পানি

এই দেশে আইটি কোম্পানি আছে। এই কোম্পানি সাধারণ কোনো মানুষের জন্য নয়। যারা শিক্ষিত ও আইটি নিয়ে পড়াশুনা করেছে, শুধু তাদের কে চাকরি দেওয়া হবে। আইটি সম্পর্কে অভিজ্ঞতা ও সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারেন। সাধারণ কোনো মানুষ আবেদন করবেন না।

ফুড কোম্পানি

সৌদি আরবে অনেক গুলো ফুড কোম্পানি আছে। ফুড কোম্পানিতে কয়েক পদে চাকরি করতে পারবেন। ফুড ডেলিবাড়ি, ফুট উৎপাদন ও প্যাকেজিং ইত্যাদি।

আলমারাই কোম্পানি

আলমারাই কোম্পানি, জিসে পাস্তুরিতকরণে আরবি প্রতিশব্দ “আলমারাই” বলা হয়, ২০০৮ সালের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের বৃহত্তম দুগ্ধ্বজাত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান। আলমারাই কোম্পানি মূলত দুগ্ধ্বজাত বা ডেইরি পণ্য প্রস্তুতকারী, তবে তার উৎপাদনে এগুলির পাশাপাশি বিভিন্ন প্রকারের এগ্রো পণ্য (বিভিন্ন প্রকার ফল থেকে উৎপন্ন প্রক্রিয়াজাত খাদ্যপণ্য), পোল্ট্রি পণ্য এবং শিশু খাদ্যপণ্য উৎপাদন করে। এই ভিন্নধর্মী উৎপাদন সাধারণ দুগ্ধ পণ্যের বাইরে কোম্পানির একটি বৃদ্ধিরূপ পথ দেখায়। এখানেও কাজেত জন্য নিয়োগ দেওয়া হয়।

সৌদি আরবের কোম্পানি ভিসা বেতন কত

সৌদি আরবে কোম্পানি ভিসা সম্পর্কিত তথ্যের ব্যত্যয়ন বৃদ্ধির সাথে ভিন্ন ক্ষেত্রে বেতন নির্ধারণ হয়। সাধারণভাবে, মাধ্যমিক কর্মীরা মোটামুটি ৩,০০০ থেকে ৫,০০০ সৌদি রিয়াল প্রতি মাসের মধ্যে বেতন পাচ্ছে। এটি তাদের কাজের ধরণ এবং কোম্পানির ধরণের উপর নির্ভর করতে পারে।উচ্চতর পদস্থে বা বিশেষজ্ঞ কাজে রয়েছেন তাদের জন্য বেতন অনেক বেশি হতে পারে এবং মাসিক বেতন আসলেই প্রচুর।

অনেক সময় কোম্পানিগুলি মানবসম্মত ও অনুমোদিত ভিসা হওয়ার পর শ্রমিকদের জন্য মূল্যবান সুযোগ ও সুবিধা সরবরাহ করে।সৌদি আরবের কোম্পানির ভিসা ও তার সাথে সম্পর্কিত বেতনের তথ্য পরিবর্তনশীল হতে পারে, তাই আপডেটেড এবং নির্ভরযোগ্য তথ্য পেতে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট এবং আপনার ভিসা অ্যাপ্লিকেশন প্রক্রিয়াজাতকে অনুসরণ করা গুরুত্বপূর্ণ।

ভিসা ধরণসর্বনিম্ন বেতনসর্বোচ্চ বেত
ড্রাইভিং২০০০৫০০০
লেবার৮০০৩০০০
সুপারমার্কেট১২০০১৪০০

এই টেবিলে বোঝা যাচ্ছে যে, বিভিন্ন ধরণের ভিসার জন্য বেতন সীমা বিভিন্ন হতে পারে। ড্রাইভিং ভিসার বেতন মোটামুটি ২০০০ থেকে ৫০০০ সৌদি রিয়াল হতে পারে, লেবার ভিসার বেতন ৮০০ থেকে ৩০০০ রিয়াল হতে পারে, এবং সুপারমার্কেট ভিসার বেতন ১২০০ থেকে ১৪০০ রিয়াল হতে পারে।

শেষ কথা

কম খরচে সৌদি আরবে কোম্পানি ভিসা পেতে বোয়েসেলের সাথে যোগাযোগ করতে হবে। সেখানে সৌদি আরবের কোম্পানি ভিসার নিয়োগ দেওয়া হয়। ৩ থেকে ৪ লাখ টাকায় সরকারিভাবে কোম্পানি ভিসা পাওয়া যাবে। আর বেসরকারি ভাবে কোম্পানির কাজের সৌদি আসতে মোট ৭ লাখের মতো টাকা লাগবে। সৌদি আরবের কোম্পানি ভিসা অবশ্যই কাজের অভিজ্ঞতা নিয়ে আসবেন।

আরও দেখুনঃ

সৌদি আরব রেস্টুরেন্ট ভিসা ২০২৪

সৌদি আরব ড্রাইভিং ভিসা দাম- আবেদনের নিয়ম ২০২৪

ইতালি ভিসা খরচ, ভিসার দাম কত এবং আবেদন করার নিয়ম ২০২৪