আজকের রসুনের দাম কত ২০২৪

আলু, পেয়াজ, কাচা মরিচ এর পড়ে বাজারে যার দাম বেশি বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে রসুন। যে রসুন আগে ৪০ থেকে ৫০ টাকা কেজি পাওয়া যেতো তা এখন ১০০ টাকা কেজিতেও পাওয়া যাচ্ছে না। এর দাম আগের থেকে বহুগুণ বেড়েছে। সকল বাজারেই ২২০ টাকা কেজির উপরে রসুন বিক্রি করা হচ্ছে। এই পোস্টে আজকের রসুনের দাম কত তা বিস্তারিত শেয়ার করেছি।

১ কেজি রসুনের দাম ২০২৪। রসুনের বাজার দর, ৫ কেজি রসুনের দাম, দেশি রসুনের মূল্য ইত্যাদি এই পোস্ট থেকেই জেনে নিতে পারবেন। দেশি ও বিদেশি রসুনের বাজার মূল্য ও পাইকারি মূল্য জানতে নিচের অংশ পড়ুন।

আজকের রসুনের দাম কত

বর্তমান বাজারে রসুনের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। খুচরা দামে আজকের রসুনের দাম ২৫০ টাকা কেজি। আরেক জাতের বা বিদেশি রসুন বিক্রি করা হচ্ছে ২৩০ টাকা কেজি। পাইকারি মূল্য প্রতি কেজি রসুনের মূল্য ১৯০ থেকে ১৯৫ টাকা। ৫ কেজি রসুনের মূল্য ১২৫০ টাকা। ১০ কেজি ভালো রসুন বিক্রি করা হচ্ছে ২৫০০ টাকা। আজকের বাজারে প্রতি কেজি রসুন এর মূল্য ২৪০ থেকে ২৫০ টাকা পর্যন্ত।

১ কেজি রসুনের দাম কত

বাজারে যে পরিমাণে রসুনের দাম বৃদ্ধি পাচ্ছে তার ফলে সাধারণ মানুষের পক্ষে এক কেজি রসুন কেনা অনেকটা কষ্টকর। এখন ১ কেজি রসুনের দাম ২৫০ টাকা। বিদেশি রসুনের প্রতি কেজির মূল্য ২৩০ টাকা। েশি রসুনের মূল্য প্রায় ২০০ টাকার উপরে। ২২০ থেকে ২৩০ টাকায় বিদেশি রসুন পাওয়া যাবে। এখনকার বাজার অনুযায়ী এক মন রসুনের মূল্য ১০০০০ টাকা।

রসুনের দাম ২০২৪

দিনের পর দিন রসুন এর মূল্য বারতেছে। ২০২৩ সালের শুরু থেকেই রসুনের মূল্য অনেক বেশি। তবে শুরুতে ১২০ থেকে ১৪০ টাকার মধ্যে এক কেজি রসুন পাওয়া যেতো। তবে এখন আর সেই দামে রসুন ক্রয় করা যাচ্ছে না। আজকের বাজার অনুযায়ী প্রতি কেজি রসুন এর মূল্য ২৫০ টাকা পর্যন্ত। আবার যেকোনো সময় রসুনের দাম পরিবর্তন হবে।

এক কোয়া রসুনের দাম

বাজারে এক কোয়ারসুন পাওয়া যায়। এর দাম অনেক বেশি। এক কোয়া রসুন বলতে ঐ সম্পূর্ণ রসুনকে বোঝানো হয়। এখন এক কোয়া রসুনের দাম ২৮০ থেকে ৩০০ টাকা কেজি। খুব বেশি এই রসুন পাওয়া যায় না। তাছাড়া দাম বেশি হওয়ার কারণে খুব কম পরিমাণে এই রসুন বিক্রি করা হয়।

আজকের রসুনের দাম কত

রসুনের মান ও জাতভেদে এর দামে পার্থক্য দেখা যায়। এখন প্রতি কেজি রসুন ১৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রি করা হয়। নিচে বিভিন্ন ওজনে রসুন এর মূল্য তালিকা আকারে দেওয়া আছে।

  • ভালো মানের ১ কেজি রসুন এর দাম ২৫০ টাকা কেজি।
  •  ৫ কেজি রসুনের মূল্য ১২৫০ টাকা।  
  • ১০ কেজি রসুন এর মূল্য ২৫০০ টাকা।  
  • বিদেশি রসুন এর মূল্য ২৩০ টাকা কেজি।  
  •  এক কোয়া রসুন এর মূল্য ৩০০ টাকা কেজি। 
  • এক বস্তা রসুন এর মূল্য ১০০০০ থেকে ১২৫০০ টাকা।  

১ বস্তা রসুন এর দাম কত

১ বস্তায় সাধারণত ৪০ কেজি রসুন থাকে। সেই অনুযায়ী ১  বস্তা রসুন এর দাম ১০০০০ থেকে ১২৫০০ টাকা। তবে পাইকারি মূল্য এর দাম নেওয়া হয় ১১৫০০ থেকে ১২০০০ টাকা। মোকামে প্রতি বস্তা রসুনের মূল্য আরও কমে পাওয়া যাবে।

এক পোয়া রসুন এর দাম

২৫০ গ্রাম বা ১ কেজির ৪ ভাগের ১ ভাগ কে ১ পোয়া বলা হয়। রসুনের দাম বেশি হওয়ায় সবার পক্ষে ১ কেজি রসুন কেনা সম্বভ হয় না। এখন ১ পোয়া রসুন এর দাম ৬০ টাকা। হাফ কেজি রসুন এর মূল্য ১২৫ টাকা। এর থেকে কমে ১ পোয়া রসুন পাওয়া যাবে না। তবে সাধারণ মানের রসুন ৪০ থেকে ৪৫ টাকা পোয়া পেয়ে যাবেন।

শেষ কথা

দিনের পর দিন রসুনের দাম বৃদ্ধি পাচ্ছে। আবার কোনো এক সময়ে এর মূল্য কমে যাবে। এই পোস্টে শুধু বর্তমান সময়ে রসুন এর মূল্য শেয়ার করা হয়েছে। আশা করছি এই পোস্ট আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকে আজকের রসুনের দাম কত? ১ কেজি রসুনের দাম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। রসুন এর মূল্য কম বেশি হলে এখানে আপডেট জানিয়ে দেওয়া হবে।

আরও দেখুনঃ

আলুর দাম কত আজকের বাজার। ১ কেজি আলুর দাম

1 কেজি আলুর দাম কত? আলুর বাজার দর ২০২৪

আজকের কাঁচা মরিচের দাম কত? ১ কেজি মরিচের দাম