আজকের ডিমের দাম কত? ১ হালি ডিমের মূল্য ২০২৪

মাছ, মাংসের দাম বাড়ার পাশা-পাশি এখন বাজারে ডিমের দামও বৃদ্ধি পেয়েছে। প্রতি হালি ডিমের দাম বেড়েছে ১০ টাকা। আগে ৫০ টাকা হালি ডিম বিক্রি করা হতো। এখন সেই দিক বিক্রি হচ্ছে ৬০ টাকা হালি। যেখানে একটি ডিমের দাম ১৫ টাকা। আগের সময় প্রতি পিস ডিমের মূল্য ছিলো ১০ থেকে ১২ টাকা। এই পোস্টে আজকের ডিমের দাম কত? ১ হালি ডিম কত টাকায় বিক্রি হচ্ছে ও দেশি ও ব্রয়লার ডিমের পাইকারি মূল্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আজকের ডিমের দাম

বাংলাদেশের সকল দ্রব্য ও পণ্যর দাম বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত এমন কোনো জিনিস নেই, যার দামে বৃদ্ধি করা হয়নি। এখন সাধারণ মানুষ ডিম কিনতে হিমসিম খাচ্ছে, এর ১ হালি ডিমের দাম ৬০ টাকা। আজকে ৫৮ থেকে ৬০ টাকা হালি ডিম বিক্রি হচ্ছে। পাইকারি মূল্য ৫৫ টাকা। ৩০ টি ডিমের দাম ৪৫০ টাকা খুচরা মূল্য।

১ হালি ডিমের দাম কত

এক হালি ডিম খুচরা মূল্য বিক্রি করা হয়। তাই এর দাম বেশি। বর্তমান বাজারে হালিতে ১০ টাকা ডিমের দাম বেড়েছে। এখন ১ হালি ডিমের দাম ৬০ টাকা। দেশি ডিমের মূল্য ৭০ থেকে ৭৫ টাকা হালি। সাদা ডিমের প্রতি হালির দাম ৫০ টাকা। তবে এখন সাদা ডিম খুব কম পাওয়া যায়। এখন হাসের ডিম পাওয়া যাচ্ছে ৫০ টাকা হালিতে।

১ ক্যাচ ডিমের দাম কত

এক ক্যাচ এ ৩০ টি ডিম থাকে। প্রতি ক্যাচ ডিম বিক্রি করা হচ্ছে ৩২০ টাকায়। তবে এটি খুচরা দামে ৩৭৫ টাকা। পাইকারি মূল্য প্রতি ১ খাচি ডিম ৩১০ টাকায় বিক্রি করা হচ্ছে। সেই অনুযায়ী পাইকারিতে প্রতি হালি ডিমের দাম হচ্ছে ৪২ টাকা। যা খুচরা মূল্য কিনলে হবে ৫০ টাকা। প্রতি হালিতে তারা খুচরা দামে ৮ টাকা বেশি নিচ্ছে।

এক ডজন ডিমের দাম কত

১২ টি ডিমে এক ডজন হয়। এদিকে ৩ হালিতেও এক ডজন। প্রতি হালি ডিম ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এখন প্রতি ডজন ডিমের মূল্য ১৫০ টাকা। তবে কোনো কোনো দোকানদার এক ডজন ডিম ১৬০ টাকায় বিক্রি করতেছে। সাদা ডিমের এক ডজনের মূল্য ১৩০ টাকা। দেশি মুরগির এক ডজন ডিমের দাম ২১০ টাকা।

পাইকারি ডিমের দাম কত

পাইকারিতে দোকানে ডিম বিক্রি হচ্ছে ৩১০ টাকা ক্যাচ। তবে মোকামে এর মূল্য ১৫০ টাকার নিচে। পাইকারি মূল্য প্রতি হালি ডিমের মূল্য ৪২ থেকে ৪৫ টাকা। এক ডজন ডিমের পাইকারি দাম হবে ১৩৫ থেকে ১৪০ টাকা। ফার্মের মুরগির পাইকারি দাম ১৫৫ টাকা। বাজারে অনেকে ১৬০ টাকা খাচিতে পাইকরই মূল্য বিক্রি করতেছে।

কোয়েল পাখির ডিমের দাম কত

এটি আকারে ছোটো। তাই এর দাম অনেক কম। এখন ১ হালি কোয়েল পাখির ডিমের মূল্য ১০ থেকে ১২ টাকা। এক দিজন এর মূল্য ৩০ থেকে ৩৫ টাকা। ৩০ টি বা এক ক্যাচ কোয়েল পাখির ডিম বিক্রি করা হয় ৭০ থেকে ৭৫ টাকা।

দেশি মুরগির ডিমের দাম

বাড়িতে যে সকল মুরগি পালন করা হয় সেগুলো দেশি মুরগি। এদের থেকে পাওয়া ডিম গুলোকে দেশি ডিম বলা হয়। সাধারণ ডিমের থেকে দেশি মুরগির ডিমের দাম বেশি হয়ে থাকে। বর্তমানে দেশি ডিমের দাম ৭০ টাকা। এর নিচে দেশি ডিম পাওয়া যাচ্ছে না।

হাঁসের ডিমের দাম

এক হালি হাসের ডিমের দাম এখন ৫০ টাকা। যা আগে ছিলো ৩০ টাকা। হালিতে ২০ টাকা বেড়েছে। এক ডজন হাসের ডিম বিক্রি করা হয় ১৪৫ থেকে ১৫০ টাকায়।

কাজী ফার্মস ডিমের দাম

ব্যবসা প্রতিষ্ঠানের দিক থেকে উন্নতমানের ডিম পাওয়া যায় এই ফার্মে। কাজী ফার্মস ডিমের দাম এখন  ৩৫০ টাকা ক্যাচ। ১ হালি কাজি ফার্মের ডিমের দাম  ৫৫ টাকা। ৫ হালি কাজি ফার্মের ডিমে আজকের মূল্য ২৭৫ টাকা। বর্তমানে এই ফার্মের ডিমের দাম বেড়েছে। আগে ৪৪ টাকা হালিতে কাজি ফার্ম এর ডিম পাওয়া যেতো।

পাকিস্তানে ডিমের দাম

১ ক্যচ পাকিস্তানি মুরগির দাম ১০০০ টাকা। ডিমের দামও অনেকটা বেশি। পাকিস্তানি ১ টি ডিমের দাম বাংলাদেশি টাকায় ৪২ টাকা। পাকিস্তানে ১ ডিমের দাম ৩০ রুপি। ১ হালি ডিমের দাম ১২০ রুপি। পাকিস্তানে এক ডজন ডিমের ৩৫০ রুপি।

শেষ কথা

এই পোস্টে সকল প্রকার ডিমের বাজার দর সম্পর্কে আলোচনা করা হয়েছে। আবারো ডিমের দাম পরিবর্তন হলে এখানে আপডেট তথ্য শেয়ার করা হবে। আশা করছি এই পোস্ট টি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে আজকের ডিমের দাম কত? ১ হালি ডিমের মূল্য ও দেশি ও ফার্মের ডিমের দাম জানতে পেরেছেন। এই রকম বাজার দর সম্পর্কে আপডেট তথ্য জানতে আমার সাথেই থাকুন।

আরও দেখুনঃ

চিনির দাম কত? বাংলাদেশে চিনির বাজার দর ২০২৪