সকল পণ্যর পাশা-পাশি বাজারে চিনির দাম বেড়েছে। এখন ১২৫ টাকা থেকে চিনি ১৫০ টাকা হয়েছে। প্রতি কেজিতে প্রায় ২৫ টাকা বৃদ্ধি পেয়েছে। বাজারে বেশ কয়েক কোম্পানির চিনি রয়েছে। তাদের সকল কোম্পানি চিনির মূল্য বাড়িয়েছে। খুচরা মূল্য ১৪০ থেকে ১৪৫ টাকা কেজি চিনি বিক্রি করা হয়। এই পোস্টে চিনির দাম কত? 1 কেজি চিনির মূল্য, তীর চিনি কত টাকা কেজি বিক্রি করা হয় ও চিনির বাজার দর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
চিনির দাম কত
চিনি হচ্ছে মিষ্টি জাতীয় পণ্য। এর সারা বছর ব্যবহার রয়েছে। বাজারে চিনির দাম বেড়েছে। কয়েক মাস আগে ১২৫ থেকে ১৩০ টাকা কেজিতে চিনি বিক্রি করা হয়েছে। কিন্তু কিছুদিন ধরে এর মূল্য বৃদ্ধি পেয়েছে। এখন বাজারে চিনির দাম ১৫০ টাকা কেজি। খুচরা দামে ১৪০ টাকা বিক্রি করা হয়। বাজারে ৫ কেজি চিনি বিক্রি করা হচ্ছে ৭৫০ টাকায়। একই দামে বাজারের সেরা তীর চিনি বিক্রি করা হয়। ১০ কেজি চিনির মূল্য ১৫০০ টাকা। পাইকারি দামে কিছুটা কমে পাওয়া যাবে।
১ কেজি চিনির দাম কত
কয়েক বছর আগে চিনির মূল্য ছিলো ৭০ থেকে ৮০ টাকা। আর বর্তমান সময় দ্বিগুণ হয়েছে। কিছু মাস আগেও ১২০ টাকায় চিনি বিক্রি করা হতো। গতমাস থেকে এর মূল্য আরও ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। এখন বাজারে প্রতি দোকানে ১৪০ থেকে ১৫০ টাকায় চিনি বিক্রি করা হয়। তবে কোনো কোনো সাথেন কিছু ব্যবসায়ী ১৫০ টাকা কেজি চিনি বিক্রি করতেছে। সেই অনুযায়ী এখন ১ কেজি চিনির দাম ১৫০ টাকা।
বাংলাদেশে চিনির দাম কত
সারা বাংলাদেশেই চিনির দাম বেড়েছে। তবে বাংলাদেশ সরকার কিছুদুইন আগে চিনির দাম ১২৫ টাকা নির্ধারন করে দিয়েছে। কিন্তু কোনো দোকানদার সেই নিয়ম না মেনে আগের দামেই চিনি বিক্রি করতেছে। সেই অনুযায়ী তারা প্রতি কেজি চিনিতে ২৫ টাকা বেশি নিচ্ছে। এখনো সকল চিনি ব্যবসায়ী ১৫০ টাকা কেজি চিনি বিক্রি করতেছে।
১ বস্তা চিনির দাম কত
একটি চিনির বস্তায় ৫০ কেজি চিনি থাকে। সেই অনুযায়ী প্রতি বস্তা চিনির মূল্য ৭৫০০ টাকা। পাইকারি মূল্য ৭৩০০ টাকায় এক বস্তা চিনি বিক্রি করা হয়। মোকামে এর থেকে এর কমে প্রতি বস্তা চিনি বিক্রি করা হচ্ছে। খুচরা মূল্য কোনো কম নেওয়া হয় না। বাজারের সকল কোম্পানির চিনির দাম প্রায় একই। তাই এখানে আলাদা আলাদা ভাবে প্রতি বস্তা চিনির মূল্য উল্লেখ করা হয়নি।
তীর চিনির দাম কত
সবার পরিচিত একটি চিনির কোম্পানি হচ্ছে তীর চিনি। অন্যান্য চিনির কোম্পানির মতোই এই চিনির দাম ১৫০ টাকা কেজি। এক বস্তার মূল্য ৭৫০০ টাকা। ২০ কেজি তীর চিনি বিক্রি করা হচ্ছে ৩০০০ টাকায়। ৫ কেজি তীর চিনির দাম ১৫০০ টাকা।
ভারতে চিনির দাম কত
বিশ্বের অন্যান্য দেশে চিনির দাম না বাড়লেও শুধু বাংলাদেশেই চিনির মূল্য বেড়েছে। ভারতে এখন প্রতি কেজি চিনি বিক্রি করা হচ্ছে ১০০ টাকা (বাংলাদেশি মূল্য)। কিন্তু আমাদের দেশে সেই একই চিনি ১৫০ টাকা কেজি কিনতে হচ্ছে। সমীকরণ দেখে বোঝাই যাচ্ছে তাদের দেশের চিনির দাম কত কম। ভারত নিজেরদের দেশের চিনির চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করতেছে।
বর্তমান চিনির দাম কত
এখনো চিনির দামে কোনো পরিবর্তন আসেনি। বাজার অনুযায়ী বর্তমান চিনির দাম ১৫০ টাকা কেজি। ৫ কেজির মূল্য ৭৫০ টাকা। ১০ কেজির মূল্য ১৫০০ টাকা। ২০ কেজি চিনি বিক্রি হচ্ছে ৩০০০ টাকায় এবং প্রতি বস্তার মূল্য ৭৫০০ টাকা।
লাল চিনির দাম
এখনকার বাজারে শুধু সাদা চিনি পাওয়া যায়। তবে লাল চিনির দাম সাদা চিনির থেকে বেশি। প্রতি কেজি লাল চিনির মূল্য বর্তমানে ১৮০ টাকার উপরে। এই চিনি আখ দিয়ে বানানো হয়। তাই এর কালার লাল হয়। লাল চিনি সাদা চিনির থেকে মোটা ও বেশি মিষ্টি হয়।
শেষ কথা
আবারো যেকোনো সময় চিনির মূল্য কম বেশি হবে। তাই এই পোস্টে দেওয়া দামের সাথেই নাও মিলতে পারে। আশা করছি এই পোস্ট টি আপনাদের ভালোলেগেছে এবং এখান থেকে চিনির দাম কত? বাংলাদেশে চিনির বাজার দর ২০২৩ সম্পর্কে জানতে পেরেছেন। এই রকম আরও পোস্ট পেতে আমার সাথেই থাকুন।
আরও দেখুনঃ
আদার দাম ২০২৪। আজকের আদার দাম কত?