২২ ক্যারেট ১ ভরি সোনার দাম কত

মূল্যবান ধাতুর মধ্যে একটি হচ্ছে সোনা। পৃথিবীর এক এক দেশে গোল্ডের রেট এক এক রকমের। যেমন সৌদি আরবে আজকে গোল্ড প্রাইস ৯০ হাজার হলে, বাংলাদেশে একই স্বর্ণের মূল্য এক লাখ ৫ থেকে ১০ হাজার টাকা হবে। বর্তমান বাজারে স্বর্ণের মূল্য অনেক বেশি। বাংলাদেশে বাইশক্যারেট এর স্বর্ণ এক লাখ টাকার উপরে। তো অনেকে এর থেকে বেশি দামেও বিক্রি করে। তাই ২২ ক্যারেট ১ ভরি সোনার দাম আজকে কত? তার সঠিক দাম যাচাই করে সোনা ক্রয় করবেন।

২২ ক্যারেট ১ ভরি সোনার দাম

বাজারে প্রায় ৪ জাতের সোনা পাওয়া যায়। এর মধ্যে বাইশক্যারেট এর সোনাকে ২য় শ্রেণিতে রাখা হয়েছে। এই স্বর্ণের মূল্য এক লাখের উপরে। তবে দেশ অনুযায়ী স্বর্ণের রেট কিছুটা কম বেশি। আজকের বাজারে বাংলাদেশে ২২ ক্যারেট ১ ভরি সোনার দাম ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা। যেকোনো সময় এই প্রাইস পরিবর্তিত হবে। ডলারের রেট বৃদ্ধি পেলে বিশ্ববাজারে স্বর্ণের মূল্য বেড়ে যায়। যার ফলে বাংলাদেশ বাজারেও স্বর্ণের মূল্য বৃদ্ধি পেতে থাকে। তো সোনা ক্রয়ের পূর্বে বিভিন্ন দোকানে যাচাই করে নিবেন।

২২ ক্যারেট এক ভরি স্বর্ণের মূল্য ২০২৪

এই সময়ে ২২ ক্যারেট এর প্রতি ভরি স্বর্ণের মূল্য ১ হাজার ৭৫০ টাকা কমেছে। কিছুদিন আগে ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকায় এক ভরি সোনা বিক্রি করা হতো। টাকার রেট কিছুটা কমে যাওয়ায় স্বর্ণের দাম কমেছে। এই সোনার মূল্য গুলো বাংলাদেশ জুয়েলারি সমিতি কর্তিপক্ষ নির্ধারন করে। তাদের দেওয়া রেট অনুযায়ী বাংলাদেশে সোনা ক্রয়য়-বিক্রয় চলে।

২২ ক্যারেট পুরাতন সোনার দাম

কম দামে সোনা ক্রয় করতে চাইলে পুরাতন সোনা ক্রয় করতে হবে। বাজারের অনেক দোকানে পুরাতন সোনা পাওয়া যাবে। সেখানে বিভিন্ন কারেট এর সোনা আছে। এই অনুযায়ী সোনার দাম ন্বয়া হয়। ২২ ক্যারেট পুরাতন সোনার দাম ৬৫ থেকে ৭৫ হাজার টাকা  ভরি। নতুন সোনার পাশা-পাশি পুরাতন সোনার দামও কম বেশি হয়। তাই বাজারে যখন যে রেট থাকবে, সেই অনুযায়ী পুরাতন সোনা ক্রয় বিক্রয় হবে।

বাংলাদেশে ২২ ক্যারেট এক ভরি সোনার দাম কত

প্রতি দেশ তাদের নিজস্ব রেট অনুযায়ী সোনা বিক্রি করে। এই রকম বাংলাদেশ স্বর্ণের রেট নির্ধারন করা থাকে। এখন বাংলাদেশে ২২ ক্যারেট এক ভরিস্বর্ণের মূল্য ১,১০,৬৯১ টাকা। কিছুদিন আগে ছিলো ১১২৪৪১ টাকা। এখন ১৭৫০ টাকা স্বর্ণের মূল্য কমেছে। আবারো যেকোনো সময় এর দাম পরিবর্তন হবে। ডলারের রেট ব্রিধি পেলে স্বর্ণের মূল্য বৃদ্ধি পাবে। আর ডলারের রেট কমে গেলে স্বর্ণের মূল্যও কমে যাবে।

শেষ কথা

কিছু সময় স্থান অনুযায়ী স্বর্ণের মূল্য কম বেশি হয়। তাই প্রতি দোকান বা এলাকা থেকে স্বর্ণের মূল্য যাচাই করতে হবে। অনেক সময় ক্রেতারা স্বর্ণের মূল্য না জেনে বাজারের দেওয়া মূল্য থেকেও, বেশি দামে সোনা ক্রয় করে। তাই আজকে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের মূল্য কত টাকা? কোথায় কত টাকা ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে এই বিষয়ে জেনে নিবেন।

আরও দেখুনঃ

সৌদি আরবে আজকের সোনার দাম কত ২০২৪

আজকের স্বর্ণের দাম বাংলাদেশ ২০২৪