আজকের স্বর্ণের দাম বাংলাদেশ ২০২৪

বাংলাদেশ সহ বিশ্ববাজারে সোনার দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের সোনার দাম ১ লাখের উপর হয়েছে। ২৪ ক্যারেট এর প্রতি ভরি স্বর্ণের মূল্য ১ লাখ ৭ হাজারের উপরে। এদিকে ১৮ ক্যারেট, ২০ ও ২১ ক্যারেট সোনার বাজার মূল্য ৭০ হাজার থেকে ৯৫ হাজার পর্যন্ত। আজকের স্বর্ণের দাম বাংলাদেশ তার সঠিক দাম আমদের জানা নেই।  বর্তমানে ডলারের রেট বেশি হওয়ায় সোনার বাজার দর কমছে না। বাংলাদেশে অনেক গুলো সোনার দোকান আছে। যারা এক এক রেটে সোনা বিক্রি করে।

এর ফলে অনেক ক্রেতারা সঠিক দাম না জেনে সোনা ক্রয় করে প্রতারিত হয়। তো এজন্য আপনাদের কে বাংলাদেশে ন্যায্য সোনার মূল্য সম্পর্কে জানতে হবে। এই পোস্টে আজকের স্বর্ণের দাম বাংলাদেশ কত টাকা ভরি তা শেয়ার করা হয়েছে। সোনার ধরনের উপর ভিতই করে কোনো সোনার দাম কত টাকা তা জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন।

আজকের স্বর্ণের দাম বাংলাদেশ

বাংলাদেশের প্রতিটি শহরে স্বর্ণ ও এর তৈরি অলংকার বিক্রি করা হচ্ছে। ক্রেতারা সঠিক দাম না জানার কারণে সোনার মূল্য যাচাই করতে পারে না। বিক্রেতা বিক্রির জন্য যে দাম চাচ্ছে বেশিরভাগ মানুষ ঐ দামেই সোনা ক্রয় করছে। এজন্য সবার বাজারের সঠিক দাম গুলো জেনে নেওয়া উচিৎ। প্রতি ভরি সোনার মূল্য এর ধরনের উপর নির্ভর করে। ১৮, ২০,২১,২২ ও ২৪ ক্যারেট এর সোনা পাওয়া যায়। এদের প্রতিটি সোনার মূল্য আলাদা আলাদা।

আজকের স্বর্ণের দাম বাংলাদেশ অনেকটা বৃদ্ধি পেয়েছে। যেখানে আগে ৭০ থেকে ৮০ হাজার টাকায় ২২ ও ২৪ ক্যারেট এর স্বর্ণ পাওয়া যেতো, এখন সেই দামে ১৮ ক্যারেট এর স্বর্ণ ক্রয় করা লাগে। বর্তমান বাজার অনুযায়ী ১৮ ক্যারেট এক ভরি সোনার দাম ৯০,৮৬৩ টাকা। ২১ ক্যারেট এক ভরি সোনার দাম ১,০৬,০২৬ টাকা এবং ২২ ক্যারেট ১ ভরি স্বর্ণের মূল্য ১,১১,০৪১ টাকা।

আজকের স্বর্ণের দাম বাংলাদেশ ২০২৪

২০২৪ সালে লাখ টাকার উপরে সোনা বিক্রি করা হচ্ছে। প্রতি আনাতেও সোনার মূল্য অনেক বেশি। এছাড়া অনেক দোকানদার প্রতি আনা ও রতিতে বেশি মূল্য সোনা বিক্রি করে। সেই খুচরা দাম অনুযায়ী এক ভরি সোনার দাম ১ লাখ ১০ হাজার টাকা পর্যন্ত হয়। যেখানে সোনার মূল্য ৪৫ হাজার ভরি ছিলো। আজকের বাংলাদেশে সেই একভরি সোনা ক্রয় করতে ১ লাখ ৮ হাজার টাকা লাগে। সাধারণ মানের এক ভরি সোনার বাজার মূল্য ৯০ হাজার ৮০০ টাকার উপরে। কম দামে আপনারা পুরাতন সোনা ক্রয় করতে পারবেন। বাজারের সকল দোকানেই পুরাতন সোনা বিক্রি করা হয়। এর দাম ৬০ থেকে ৬৫ হাজার ভরি।

  • ১৮ ক্যারেট এক আনা সোনার মূল্য ৫,৬৭৮.৯৩ টাকা।
  • ২১ ক্যারেট এক আনা স্বর্ণের মূল্য ৬,৬২৬.৬২ টাকা।
  • ২২ ক্যারেট এক আনা সোনা বিক্রি করা হয় ৬,৯৪০.০৬ টাকা।
  • ১৮ ক্যারেট এক গ্রাম সোনার বাজার মূল্য ৭৮৩০ টাকা।
  • ২১ ক্যারেট এক গ্রাম সোনার দাম বাংলাদেশে ৯১৩৫ টাকা।
  • ২২ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের আজকের মূল্য ৯৫৭৯ টাকা।
  • বাংলাদেশে ১৮ ক্যারেটের এক রতি সোনার দাম ৯৪৬.৪৯ টাকা।
  • ২১ ক্যারেট এর এক রতি সোনার মূল্য ১১০৫ টাকা।
  • ২২ ক্যারেট প্রতি রতি সোনার বাজার দর ১১৫৭ টাকা।

শেষ কথা

বর্তমান বাজার অনুযায়ী বাংলাদেশে সোনার দাম অনেক বেশি। ২০২৪ সালে সোনার দাম ১ লাখের উপরে হয়েছে। ডলারের রেট না কমা পর্যন্ত সোনার মূল্য এমনই থাকবে। বাজার থেকে সোনা ক্রয়ের পূর্বে আজকের স্বর্ণের দাম বাংলাদেশ কত টাকা তা যাচাই করে নিবেন। এই রকম দাম সম্পর্কিত পোস্ট পেতে আমার সাথেই থাকুন।