বর্তমানে বিমান সংস্থায় অনেক উন্নয়ন হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অধীনে একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুকিং থেকে শুরু করে চেক করা যাবে। এমনকি ফ্লাইটের স্ট্যাটাস এই ওয়েবসাইটের মাধ্যমে জানা যায়। আর এখন নিজে নিজে টিকিটের মাধ্যমে ওয়েব চেক ইন করা যাচ্ছে। যা এক সময় শুধুমাত্র বিমানে ভ্রমণের পূর্বে চেক করা যেতো। https://www.biman-airlines.com এই ওয়েবসাইটের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অনলাইন টিকেট চেক করতে হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অনলাইন টিকেট চেক
প্রথমে বাংলাদেশ বিমান সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তাদের একটি মোবাইল আপ্স আছে। এই আপ্স দিয়েও একই ভাবে চেক করতে হবে। অনলাইন টিকিট চেক করতে ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে Modify Trip ওপেন করা লাগবে। এরপর পিএনআর কোড ও ইউজার নাম লিখে সার্চ করলে টিকিট সম্পর্কে সকল তথ্য পাওয়া যাবে। সকল তথ্যর যাচাইয়ের জন্য Biman Bangladesh Airlines এর ওয়েবসাইটে ভিজিট করুন। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অনলাইন টিকেট চেক করার নিয়ম গুলো ফলো করুন।
- গুগল বা যেকোনো ওয়েব ব্রাউজার থেকে https://www.biman-airlines.com/#manage-booking এই ঠিকানায় ভিজিট করুন।
- এই ঠিকানায় ক্লিক করলে সরাসরি Modify Trip অপশনে নিয়ে যাবে।
- এখন PNR Code লিখুন।
- Last Name or Surname লিখুন।
- সার্চ বাটনে ক্লিক করুন।
এই ধাপ গুলো ফলো করলে ২ মিনিটের মধ্যে টিকিট চেক করা যাবে। আপনার টিকিট টি সঠিক হলে অনলাইনে এই সার্ভারে পাওয়া যাবে। টিকিট সকল তথ্য এখানে দেখানো হবে।
বিমানের টিকিট বুকিং করার জন্য অগ্রিম টিকিট চেক
যারা নতুন টিকিট ক্রয় করবেন বা টিকিট বুকিং এর পূর্বে ফ্লাইট টাইম, ফ্লাইটের ধরন বা আসন চেক করতে চাচ্ছেন, তারা এই নিয়ম ফলো করবেন। এই পদ্ধতির মাধ্যমে বিমানের টিকিট বুকিং করার জন্য অগ্রিম টিকিট চেক করা যাবে। এরপর টিকিট পছন্দ হলে বুকিং দিতে পারবেন। এজন্য https://www.biman-airlines.com/#flight এই থকিকানায় ভিজিট করতে হবে।
- প্রথমে https://www.biman-airlines.com/ এই ওয়েবসাইটে ভিজিট করুন।
- Book Flight অপশন থেকে ফ্লাইটের ধরন সিলেক্ট করুন।
- কোথায় থেকে যাবেন তা সিলেক্ট করুন।
- কোথায় যাবনে তা সিলেক্ট করুন।
- Departure এ তারিখ লিখুন। যে দিন ভ্রমণ করবেন বা যে দিনের টিকিট ক্রয় করবেন ঐ তারিখ টি লিখতে হবে।
- যাত্রীর ধরন, যাত্রী সংখ্যা এবং ফ্লাইটের ধরন সিলেক্ট করুন।
- প্রোমো কোড থাকলে প্রোমো কোড টি লিখুন। অবশ্যই ভ্যালিড কোড হতে হবে।
- সার্চ বাটনে ক্লিক করুন।
এই নিয়ম ফলো করে অগ্রিম টিকিট যাচাই করা যাবে। সাধারণ ভ্রমণের পূর্বে ফ্লাইটের শরণ বা টাইম জেনে টিকিট ক্রয় করতে এই পদ্ধতি ফলো করা লাগে।
টিকিট নাম্বার দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অনলাইন টিকেট চেক
হাতে থাকা বিমানের টিকিট নাম্বারের মাধ্যমে উক্ত টিকিট চেক করা যায়। এজন্য একই ওয়েবসাইট এর ভিন্ন অপশন ভিজিট করতে হবে।বরাবরের মতো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করতে হবে। সেখান থেকে web-checking এ ক্লিক করতে হবে। এরপর টিকিট নাম্বার অপশন টি সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য দিয়ে সার্চ করা লাগবে। টিকিট নাম্বারের মাধ্যমে অনলাইনে বিমানের তিকই যাচাই করার নিয়ম জেনে নিন।
https://www.biman-airlines.com/ এই ঠিকানায় ভিজিট করুন।
এরপর Web Check-in অপশন টি ক্লিক করুন।
নিচে PNR এবং Ticket number দুইটি অপশন আছে। টিকিট নাম্বার দিয়ে টিকিট চেক করতে Ticket Number টি সিলেক্ট করতে হবে।
এখন ১৩ ডিজিটের টিকিট নাম্বার লিখুন।
Last Name/Surname লিখুন।
সার্চ বাটনে ক্লিক করুন।
এই ধাপ গুলো অনুসরণ করলে টিকিট নাম্বারের সাহায্য বিমানের টিকিট চেক করতে পারবেন। ওয়েব চেক-ইন ফ্লাইট ছাড়ার 24 ঘন্টা আগে খোলে এবং 3 ঘন্টা (দেশীয়) এবং 4 ঘন্টা (আন্তর্জাতিক) ফ্লাইট ছাড়ার আগে বন্ধ হয়ে যায়। এই সময়ের মধ্যেই টিকিট চেক করা লাগবে।
বিমানের ফ্লাইট স্ট্যাটাস চেক
বিমান চলাচলের জন্য নির্দিষ্ট একটা সময় থাকে। এই সময়ের মধ্যে ফ্লাইট শুরু হবে। তবে কোনো কোনো সময় সমস্যার কারণে বিমানের ফ্লাইট শুরু হতে টাইম নেয়। তো আপনার ফ্লাইটের বর্তমান স্ট্যাটাস কেমন তা জানতে বিমানের ফ্লাইট স্ট্যাটাস চেক করা লাগবে। Route ও Flight Number এর মাধ্যমে এই কাজ করা যাবে। এই তথ্য গুলো ফ্লাইটে দেওয়া থাকবে।
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
- Flight Status অপশন টি সিলেক্ট করুন।
- Route অথবা Flight Number নাম্বারের যেকোনো একটি সিলেক্ট করুন।
- Route এর মাধ্যমে চেক করতে Flying From ও Flying to সিলেক্ট করুন ও তারিখ লিখুন।
- Flight Number দিয়ে স্ট্যাটাস জানতে Flight Number এবং তারিখ লিখুন।
- এখন সার্চ অপশনে ক্লিক করুন।
সার্চ করার সাথে সাথে উক্ত টিকিটের ফ্লাইটের বর্তমান অবসথা সম্পর্কে জানা যাবে।
অনলাইনে বিমানের ফ্লাইটের সময় সূচি চেক
- https://www.biman-airlines.com/#flight-schedule এই ঠিকানায় ভিজিট করুন।
- Flying From সিলেক্ট করুন।
- Flying to সিলেক্ট করুন।
- তারিখ লিখুন।
- সার্চ বাটনে ক্লিক করুন।
শেষ কথা
ভ্রমণের পূর্বে অবশ্যই বিভন্ন ভাবে টিকিট চেক করবেন। অনাও ই-টিকিট থেকেও টিকিট যাচাই করা যাবে। তবে সব সময় অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করার চেষ্টা করবেন। আপনার টিকিট টি সঠিক হলে অবশ্যই তাদের সার্ভারে পাওয়া যাবে। সঠিক ভাবে টিকিট যাচাই করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অনলাইন টিকেট চেক করার নিয়ম জানতে হবে।
আরও দেখুনঃ