বাংলাদেশে সরকারি ও বেসরকারি ভিসা এজেন্সি আছে। সরকারি ভিসা এজেন্সি একটি। কিন্তু বেসরকারি ভিসা সংস্থা অনেক আছে। যাদের কাছ থেকে কানাডার যেকোনো ভিসা পাওয়া যাবে। সরকারি ভিসার ক্ষেত্রে খরচ কম, কিন্তু সব সময় ভিসা পাওয়া যায় না। অন্য দেশ থেকে যখন ভিসার নিয়োগ দেওয়া হয়, তখন সরকারি এজেন্সিতে ভিসার আবেদন করা যাবে। কানাডা ভিসা প্রসেসিং এজেন্ট ইন বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত জেনেনিন।
কানাডা ভিসা প্রসেসিং এজেন্ট ইন বাংলাদেশ
ভিসা এজেন্ট কি? ভিসা এজেন্ট হচ্ছে যাদের কাছ থেকে ভিসা পাওয়া যাবে বা ভিসার জন্য আবেদন করযা যাবে। এক কোথায় বিদেশ যেতে দালালের মাধ্যমে ভিসা পেতে হয়। যাদের কে এজেন্ট বা এজেন্সি বলে। সরকারি ভাবে বাংলাদেশে একটি ভিসা এজেন্সি আছে। যেখানে থেকে বিভিন্ন দেশের ভিসার আবেদন করা যায়। এখানে বিভিন্ন ক্যাটাগরির ভিসার নিয়োগ দেওয়া হয়। পার্থিদের কে আবেদনের যোগ্যতা স্বরূপ ভিসার জন্য আবেদন করতে হয়।
বর্তমানে অনেক ভিসা এজেন্ট মানুষের সাথে প্রতারণা করে। অরজিনাল ভিসার পরিবর্তে নকল ভিসা বানিয়ে দেয়। ভিসা বানানোর ক্ষেত্রে প্রথমে তাদের কোম্পানি বা এজেন্সি সম্পর্কে ধারনা নিতে হবে। অনলাইনে ভিসার জন্য আবেদন করার মতো দুই টি ওয়েবসাইট পেয়েছি। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সা্ভিসেস লিঃ (বোয়েসেল) এটি সরকারি এজেন্সি। vfs-global এটি একটি বেসরকারি ভিসা এজেস্নি। এই দুই মাধ্যমে থেকে ভিসার জন্য আবেদন করতে পারবেন।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল)
বোয়েসেল হল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ-এর সংক্ষিপ্ত রূপ। এটি বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বোয়েসেলের প্রধান কাজ হল বৈধভাবে বিদেশে কর্মসংস্থানের জন্য বাংলাদেশী কর্মীদের সহায়তা করা। বোয়েস্লেল অনেক ধরনের কাজ করা থাকে। ওয়েবসাইট ঠিকানা https://boesl.gov.bd/
বোয়েসেলের কার্যক্রম গুলি হলঃ
- বিদেশে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় তথ্য প্রদান করা
- বৈদেশিক নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা
- প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা
- প্রবাসী কর্মীদের কল্যাণে কাজ করা
- প্রবাসী কর্মীদের অধিকার রক্ষা করা
বোয়েসেলের সেবা গুলি হলঃ
- বিদেশে কর্মসংস্থানের জন্য রেজিস্ট্রেশন
- ভিসা আবেদন প্রক্রিয়াকরণ
- প্রি-ডিপার্চার প্রশিক্ষণ প্রদান
- প্রবাসী কর্মীদের জন্য আর্থিক সহায়তা
- প্রবাসী কর্মীদের জন্য বীমা সুবিধা
- প্রবাসী কর্মীদের জন্য আইনি সহায়তা
VFS Global- ভিসা এজেন্ট
এটি ২০০১ সালে প্রতিষ্ঠিত করা হয়। VFS Global কোন দেশের ভিসা এজেন্সি নয়, বরং এটি বিশ্বের বৃহত্তম আউটসোর্সিং এবং প্রযুক্তি পরিষেবা সংস্থা যা বিভিন্ন সরকার এবং কূটনৈতিক মিশনের হয়ে ভিসা ও পাসপোর্ট সংক্রান্ত প্রশাসনিক কাজ পরিচালনা করে। VFS Global ১৪০+ দেশে ৫,০০০+ অফিসে ৩০,০০০+ কর্মচারীর মাধ্যমে ৬০+ সরকার ও কূটনৈতিক মিশনের সাথে কাজ করে। ভিসা আবেদন প্রক্রিয়াকরণ, পাসপোর্ট সেবা এবং অন্যান্য সেবা যেমন ভ্রমণ বীমা, বিান টিকিট বুকিং, হোটেল বুকিং ইত্যাদি কাজ করে থাকে।
VFS Global একটি সরকারি প্রতিষ্ঠান নয়। তাই ব্যবহার করার আগে VFS Global এর ওয়েবসাইট এবং সামাজিক মাধ্যমের রিভিউ গুলো জানুন। VFS Global এর ফি এবং সরকারি ফি এর মধ্যে পার্থক্য জানুন। কেননা VFS Global অতিরিক্ত ফি নেয়। এছাড়া VFS Global এর বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে। ওয়েবসাইট ঠিকানা https://visa.vfsglobal.com/
VFS Global নিম্নলিখিত সেবা গুলি প্রদান করেঃ
- ভিসা আবেদন প্রক্রিয়াকরণ
- পাসপোর্ট সেবা
- অন্যান্য সেবা যেমন ভ্রমণ বীমা, বিমান টিকিট বুকিং, হোটেল বুকিং ইত্যাদি
শেষ কথা
বাংলাদেশের আরও অনেক গুলো ভিসা এজেন্ট আছে। আপনারা তাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। সরকারি এজেন্সি মাত্র একটি। চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। VFS Global সম্পর্কেও এখানে সকল বিষয় জানানো হয়েছে। এটি ব্যবহারের পূর্বে তাদের সম্পর্কে ভিস্তারিত জেনে নিবেন। VFS Global ব্যবহার করে প্রতারিত হলে https://prohelpbd.com/ কোনো দায়ী নয়। আশা করছি কানাডা ভিসা প্রসেসিং এজেন্ট ইন বাংলাদেশ সম্পর্কে জানতে পেরেছেন।
আরও দেখুনঃ