ইউরোপের কোনো দেশে না থেকেও, ঐ সকল দেশের মতো উপার্জন করতে চাইলে কানাডা আসতে পারেন। কানাডায় বেতন ও চাকরির মান অনেক ভালো। তবে কানাডায় আসতে প্রায় ৮ থেকে ১২ লাখ টাকা লাগে। কম খরচে কানাডায় লেভার কাজের জন্য আসতে পারবেন। এই কাজের জন্য ৮ থেকে ১০ লাখ টাকার মধ্যে ভিসা পাওয়া যাবে। এছাড়া সরকারি ভাবেও কানাডা লেবার ভিসা পাওয়া যায়।
কানাডায় নতুন কোনো প্রজেক্ট শুরু হলে বিভিন্ন দেশের শ্রমিকের নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশের বোয়েসেলের কাছে নিয়োগ দেওয়া হয়। সেখানে কাজের দক্ষতা ও প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আবেদন করতে হবে। সরকারি ভাবে ৪ থেকে ৫ লাখ টাকার মধ্যে লেভার ভিসায় কানাডায় আসা যাবে। আর এক ভিসা বেসরকারি এজেন্সি থেকে পেতে প্রায় ৮ লাখের উপরে খরচ হয়। কানাডার লেবার ভিসার দাম, খরচ ও আবেদনের নিয়ম জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন।
কানাডা লেবার ভিসা
কানাডায় প্রতি বছর দক্ষ ও অভিজ্ঞ লোক নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগে আবেদন করে ঐ দেশে চাকরি পাওয়া যাবে। এখানে প্রতি টি কাজের জন্য আলাদা আলাদা ভিসা আছে। ফেডারেল লেবার ভিসার মাধ্যমে কানাডার যেকোনো প্রদেশে কাজ করা যাবে। প্রাদেশক লেবার ভিসার মাধ্যমে নির্দিষ্ট প্রদেশে কাজ করতে হবে। ভিসা বানানোর পূর্বে এই বিষয়ে এজেন্সির সাথে কথা বলতে নিবেন। আরর যদি সরকারি ভাবে বা কোণ নিয়োগের মাধ্যমে যাওয়া হয়, তাহলে তারা যেই ভিসা দিবে সেই ভিসাই নিতে হবে। কানাডার লেবার ভিসার মাধ্যমে বিভিন্ন লেবার পদে চাকরি করা যাবে।
কানাডা লেবার ভিসা ২০২৪
ফ্রিতে কানাডার লেবার ভিসা পাওয়া যাবে। এজন্য সরকারি ভাবে এই ভিসা পেতে হবে। সরকারি উপায়ে কানাডার ভিসা পাওয়ার জন্য বোয়েসেলের কাছে আবেদন করতে হয়। কিন্তু বোয়েসেলে কোনো নিয়োগ না দেওয়া পর্যন্ত আবেদন করতে পারবেন না। ২০২৪ সালে কানাডার কোনো কাজ শুরু হলে, অতিরিক্ত শ্রমিকের জন্য বাংলাদেশে চাকরির নিয়োগ দেওয়া হবে। তখন বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেখানে আবেদন যোগ্যতা দেখে আবেদন করবেন। সাধারণত ৪ থেকে ৫ লাখ ও বেসরকারি ভাবে ১০ লাখ টাকার মধ্যে ২০২৪ সালে কানাডার লেভার ভিসা পাওয়া যাবে।
কানাডা লেবার ভিসার দাম কত
ভিসার দাম সকল এজেন্সিদের উপর নির্ভর করে। কেননা প্রতিটি এজেন্সি তাদের টাকার চাহিদা অনুযায়ী ভিসা বানিয়ে দেয়। আর বর্তমানে বিশ্ববাজারে ডলারের রেট অনেক বেশি। তাই সকল এজেন্সি ভিসা দাম অনেক বেশি নিচ্ছে। বেসরকারি ভিসা প্রতিষ্ঠান থেকে ভিসা বানাতে ৭ থেকে ৮ লাখ টাকা লাগবে। আর সরকারি ভাবে ভিসা বানাতে ৪ থেকে ৫ লাখ টাকা লাগবে। এছাড়া এটা সম্পূর্ণ কানাডার কোম্পানির উপর নির্ভর করে। সাধারণত ভাবে কানাডা লেবার ভিসার দাম ৮ লাখ টাকা।
কানাডা লেবার ভিসা আবেদন করার নিয়ম ২০২৪
সরকারিভাবে কানাডার লেবার ভিসার জন্য আবেদন করতে https://boesl.gov.bd/ এই ওয়েবসাইট ভিজিট করতে হবে। সেখানে বিভিন্ন ভিসার নিয়োগ দেওয়া হয়। নিয়োগে আবেদনেন প্রক্রিয়া গুলো উল্লেখ থাকে। এছাড়া বেসরকারি এজেন্সি থেকে ভিসা পেতে তাদের কাছে সরাসরি যোগাযোগ করতে পারেন। কানাডা লেবার ভিসা আবেদন করার নিয়ম ও প্রক্রিয়া দেখেনিন।
- অনলাইনে আবেদন: IRCC (Immigration, Refugees and Citizenship Canada) ওয়েবসাইটে অ্যাকান্ট তৈরি করে আবেদন করতে হবে।
- প্রয়োজনীয় কাগজপত্র জমা: আবেদনপত্র, পাসপোর্ট, শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার সনদ, IELTS বা CELPIP সার্টিফিকেট, আর্থিক সঙ্গতির প্রমাণ, থাকার ব্যবস্থার প্রমাণ, মেডিকেল পরীক্ষার রিপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইত্যাদি।
- আবেদন ফি প্রদান: আবেদন ফি কানাডিয়ান ডলারে প্রদান করতে হবে।
- আবেদন প্রক্রিয়াকরণ: আবেদন প্রক্রিয়াকরণে কয়েক মাস সময় লাগতে পারে।
- ভিসা অনুমোদন: আবেদন অনুমোদন হলে ভিসা ইস্যু করা হবে।
কানাডা লেবার ভিসার জন্য কি কি প্রয়োজন
ভিসা পেতে অনেক গুলো ডকুমেন্ট প্রয়োজন হবে। তবে চাকরির ধরন অনুযায়ী ডকুমেন্ট এর ক্ষেত্রে পরিবর্তন দেখা যায়। কানাডা লেবার ভিসার জন্য কাজের দক্ষতা, ভাষার দক্ষতা ও আরও কিছু কাগজ পত্র লাগবে। কানাডা লেবার ভিসার জন্য কি কি প্রয়োজন তা নিচে তালিকায় বিস্তারিত দেওয়া হয়েছে।
- একটি বৈধ পাসপোর্ট
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি।
- কানাডার শ্রমবাজারে চাহিদাশীল পেশায় দক্ষতা।
- NOC (National Occupation Classification) তালিকাভুক্ত পেশায় কাজের অভিজ্ঞতা।
- IELTS বা CELPIP পরীক্ষায় উত্তীর্ণ।
- পর্যাপ্ত অর্থনৈতিক সঙ্গতি।
- কানাডায় থাকার জন্য জায়গা।
- মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ।
- মেডিকেল সার্টিফিকেট
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
শেষ কথা
কানাডায় লেভার কাজের মান ও বেতন অনেক ভালো। এই কানাডায় লেভারের কাজ করে মাসে ৮০ হাজার থেকে ১ লাখের উপরে বেতন পাওয়া যায়। দক্ষতা অনুযায়ী বেতন দেওয়া হয়। তবে কাজ না শিখে সেখানে কেউ কাজ পাবে না। এজন্য ভিসা বানানোর পূর্বে, কাজের জন্য দক্ষতা অর্জন করতে হবে। আশা করছি কানাডা লেবার ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
আরও দেখুনঃ