শবে মেরাজের নামাজের নিয়ম

বিশ্ব মুসলমানের কাছে শবে মেরাজ এর রাত অনেক পবিত্র। এই রাতে নামাজ, আমল ও বিভিন্ন ইবাদত করা যায়। আল্লহা তায়ালা প্রতি  ৫ ওয়াক্ত নামাজ কে মুসলিমদের জন্য ফরজ করে দিয়েছে। কিন্তু শবে মেরাজ এর নামাজ টি হচ্ছে নফল নামাজ। যা পড়লে সওয়াব পাওয়া যাবে। প্রতি ওয়াক্ত নামাজের জন্য নিয়ত ও নিয়ম আছে। তেমনি শবে মেরাজের নামাজের নিয়ম কানুন অনুসরণ করে সহিহ ও শুদ্ধভাবে নামাজ আদায় করতে হবে।

এই মহান দিনের নামাজ আদায় করতে অনেক গুলো নিয়ম অনুসরণ করতে হবে। প্রথম হচ্ছে পবিত্রতা অর্জন করা। সবচেয়ে ভালো হয় নামাজের পূর্বে গোসল করা। এরপর নামাজের জন্য নিয়ত করতে হবে। আরভি বা বাংলা উচ্চারণ পড়ে নিয়তি মুখস্থ করে নিবেন। আর শবে মেরাজের নামাজের জন্য বিশেষ কয়েকটি সুরা জানা থাকতে হবে। সাথে সঠিক নিয়ম ও কোন কোন সুরা পড়তে হয় তা নিচে শেয়ার করা হয়েছে।

শবে মেরাজের নামাজের নিয়ম

নফল নামাজ সাধারণত ২ রাকাত করে পড়তে হয়। শবে মেরাজ এর নামাজও দুই-দুই রাকাত করে পড়বেন। মোট ৪ রাকাত হলে শেষ বৈঠকে কিছু সময় নিতে পারবেন। এই নামাজ মোট কত রাকাত পড়তে হবে তার কোনো নির্ধারিত নিয়ম নেই। আপনার নিয়ত অনুযায়ী যে কয় রাকাত পড়তে পারবেন, সেই কয়েক রাকাত নামাজ পরলেও হবে। তবে কমপক্ষে ১২ রাকাত নফল নামাজ আদায় করতে হবে। যত বেশি নামাজ পড়বেন, তত বেশি আমল লাভ করতে পারবেন। অবশ্যই যত রাত জেগে শবে মেরাজ এর নামাজ পড়বেন, তত ভেশই সওয়াব লাভ করবেন।

শবে মেরাজ হল হিজরি রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ঊর্ধ্বলোকে গমনের ঘটনা। এই রাতে তিনি মহান আল্লাহর সাথে সাক্ষাৎ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের বিধান পান।শবে মেরাজের রাতে নফল নামাজ আদায়ের অনেক ফজিলত রয়েছে। তবে, শবে মেরাজ উপলক্ষে সুনির্দিষ্ট কোনো নামাজ আল্লাহর রাসুলের হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। তাই, এ রাতে অন্যান্য নফল নামাজের মতোই নামাজ আদায় করা যাবে।

 নামাজের নিয়মঃ 

  • প্রথমে দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে।
  • প্রতি রাকাতে সূরা ফাতিহা ও সূরা ইখলাস পড়তে হবে।
  • নামাজ শেষে দোয়া-কালাম পড়তে হবে।

اَللّٰهُمَّ اِنَّكَ عَفُوْتٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّیْ নামাজ শেষে এই দোয়া টি শবে মেরাজের নামাজের জন্য পাঠ করতে পারেন। এর বাংলা উচ্চারহন আল্লাহুম্মা ইন্নাকা আফুওতুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। 

বাংলা অর্থ: “হে আল্লাহ! তুমি ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসো। তাই আমাকে ক্ষমা করে দাও।”

শবে মেরাজের নামাজের নিয়ত

শবে মেরাজের নামাজ পড়ার নিয়ম

এই নামাজ অনেক সহজ। শবে মেরাজের নামাজ দুই রাকাত। প্রতি রাকাতে সুরা ফাতেহা ও সূরা ইখলাস পড়া হয়। নামাজের শেষে তাশাহহুদ, দুরুদ শরিফ ও দোয়া মাসুরা পড়া হয়। এই ভাবে আপনারা যে সর্বনিম্ন ১২ রাকাত নামাজ আদায় করবেন।

  • প্রথমে ওজু করে পবিত্র হয়ে নিন।
  • পশ্চিম দিকে মুখ করে দাঁড়ান।
  • নামাজের নিয়ত করুন।
  • সুরা ফাতেহা পড়ুন।
  • সূরা ইখলাস পড়ুন।
  • রুকু করুন।
  • সেজদা করুন।
  • দুই সেজদার মাঝখানে বসে তাশাহহুদ পড়ুন।
  • আবার সেজদা করুন।
  • দাঁড়িয়ে দ্বিতীয় রাকাত শুরু করুন।
  • সুরা ফাতেহা পড়ুন।
  • সূরা ইখলাস পড়ুন।
  • রুকু করুন।
  • সেজদা করুন।
  • দুই সেজদার মাঝখানে বসে তাশাহহুদ পড়ুন।
  • আবার সেজদা করুন।
  • তাশাহহুদ, দুরুদ শরিফ ও দোয়া মাসুরা পড়ুন।

শবে মেরাজের নামাজের নিয়ত

নামাজের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সঠিক ভাবে নিয়ত করা। আরবিতে নিয়ত না জানলেও বাংলাতে নিয়ত করা যাবে। তবে এর উচ্চারণ শুদ্ধ ভাষায় হতে হবে। নিয়তি হচ্ছে نَوَيْتُ أَنْ أُصَلِّيَ لِلَّهِ تَعَالَى رَكْعَتَيْ صَلَاةِ لَيْلَةِ الْمِعْرَاجِ مُتَوَجِّهًا إِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيفَةِ، اللَّهُ أَكْبَرُ। আরবি না জানলে বাংলা ভাষায় পড়ে নিবেন।

বাংলা উচ্চারণঃ  নাওয়াইতুআন উছাল্লিয়া লিল্লাহে তা’আলা রাক’আতায় ছালাতি লাইলাতিল মে’রাজ মুতাওইয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারিফাতি আল্লাহু আক্বার।

বাংলা অর্থ: “আমি কেবলা মুখি হয়ে শবে মেরাজের দুই রাক’আত নফল নামাজ আল্লাহর ওয়াস্তে আদায় করিতেছি। আল্লাহু আকবার।”

শবে মেরাজের নামাজের কোন কোন সুরা পাঠ করতে হবে

নিয়ত এর পড়ে সুরা পাঠের মাধ্যমে আপনাকে নামাজ শুরু করতে হবে। সাধারণত অন্যান্য নামাজ যেভাবে পাঠ করে নামাজ আদায় করেন, ঠিক একি ভাবে শবে মেরাজ এর জন্য নামাজ আদায় করতে হবে। দুই রাকাত নামাজ আদায় করতে হবে। প্রতি রাকাতে সূরা ফাতিহা ও সূরা ইখলাস পড়তে হবে। যাদের সুরা গুলো মুখস্থ নেই এখান থেকে পড়ে নিতে পারেন।

আল-ফাতিহা

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
উচ্চারণ : বিসমিল্লাহির রহমা-নির রহি-ম।

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
উচ্চারণ : আলহামদু লিল্লাহি রব্বিল আ -লামি-ন।

الرَّحْمَٰنِ الرَّحِيمِ
উচ্চারণ : আররহমা-নির রাহি-ম।

مَالِكِ يَوْمِ الدِّينِ
উচ্চারণ : মা-লিকি ইয়াওমিদ্দি-ন।

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
উচ্চারণ : ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কা নাসতাই’-ন

اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
উচ্চারণ : ইহদিনাস সিরাতা’ল মুসতাকি’-ম

صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
উচ্চারণ : সিরাতা’ল্লা যি-না আনআ’মতা আ’লাইহিম গা’ইরিল মাগ’দু’বি আ’লাইহিম ওয়ালা দ্দ-ল্লি-ন।

সূরা ইখলাস

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ – اللَّهُ الصَّمَدُ – لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ – وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
উচ্চারণ : কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুচ্চামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ।

শেষ কথা

শবে মেরাজের নামাজ একটি নফল নামাজ। তবে এই নামাজের ফজিলত অনেক। এই নামাজ পড়লে মহান আল্লাহ তায়ালার রহমত ও বরকত লাভ হয়। এছাড়াও এই নামাজে বিশেষ কিছু দোয়া পড়া হয়, যা আমাদের জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারে। শবে মেরাজের নামাজ পড়ার সময় মনোযোগ সহকারে নামাজ আদায় করা উচিত। শবে মেরাজের নামাজের নিয়ম ও নিয়ত গুলো জেনে নামাজ শুরু করতে পারেন ।

আরও দেখুনঃ

শবে মেরাজের গুরুত্ব ও ফজিলত

শবে মেরাজ কত তারিখে ২০২৪