২১ শে ফেব্রুয়ারি ছন্দ 2024। অমর একুশের সেরা ছন্দ গুলো পড়ুন।

২১ শে ফেব্রুয়ারি আন্ত্ররজাতিক মাতৃভাষা দিবস। এছাড়া এই দিনে শহিদ দিবস বা অমর একুশে পালন করা হয়। ১৯৫২ সালে ভাষা আন্দলনের মাধ্যমে বাঙালি জাতী মহান এই দিবস টি উদযাপন শুরু করেছে। এক সময়ে পৃথিবীর বিভন্ন দেশ সম্মতি জানালে, এই দিবস টি আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি দেয়। এরপর থেকে বিশ্বের অন্যান্য দেশে আমাদের মতো ভাষা দিবস পালন করে। এই বিষয় টি সকল বাঙ্গালির জন্য গর্বের। ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষ্য ছন্দ, ছোট ছন্দ ও ছোটদের জন্য সেরা ছন্দ শেয়ার  করে দিয়েছি।

যারা ছোট গল্প পড়তে ভালোবাসে তাদের কে ছন্দ গুলো দিতে পারেন। ছন্দের মাধ্যমে তারা মাতৃভাষা দিবস সম্পর্কে জানতে পারবেন। এছাড়াএই পোস্টে ২১ শে ফেব্রুয়ারি ছোট গল্পও, কবিতা ও শুভেচ্ছা বার্তা দেওয়া আছে। আজকের এই দিনে কাছে মানুষ দূরে অবস্থান করলে ছন্দ গুলো শেয়ার করতে পারবেন। তারা এগুলো পড়ে অমর একুশে সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে।

২১ শে ফেব্রুয়ারি ছন্দ

আমার ভাইয়ের রক্তে রাঙ্গানাে
একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।

বাংলাদেশের সোনার ছেলে ভাষা শহীদের দল,
জীবন দিয়ে এনে দিলো বাংলা ভাষার ফল,
তাদের দানে আজকে আমরা স্বাধীন ভাবে বাংলা বলি,
সেই সোনার ছেলেদের ত্যাগের কথা কেমন করে ভুলি

ঘুমাও ঘুমাও ভাইরা মােদের
ঘুমাও মাটির ঘরে,
তােমাদের কথা লিখিয়াছি মােরা।
রক্তে আখর গড়ে।

ফেব্রুয়ারির সূর্যে ঝলমলে আকাশ,
শহীদদের রক্তে রাঙা ভাষার প্রকাশ।
বুকে বেদনার শোক, চোখে অশ্রুজল,
মনে মনে গান গাই, ভাষার গান, অমল।

একুশ আমার গর্ব, একুশ আমার অহংকার।
বর্তমান প্রজন্মকে এই দিন সম্পর্কে জানানোর আহ্বান জানাই সকলকে।

রফিক, সালাম, বরকত, আরো হাজার বীর সন্তান,
করলো ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান ,
যাদের রক্তে রাঙ্গানো একুশ ওরা যে অম্লান,
ধন্য আমার মাতৃভাষা ধন্য তাদের প্রান ।

রক্তে কেনা বাংলা আমার লক্ষ শহীদের দান,
তবুও কেনো বন্ধু তোমার বিদেশের প্রতি টান ?
সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে ,
বিকেলে আবার উঠছো মেতে ইংলিশ হিন্দি গানে।

একুশের ভোরে ভাষার পতাকা উড়ে,
স্বাধীনতার সুর বাতাসে ভেসে যায়।
রক্তে লেখা ইতিহাস, শহীদদের স্মরণ,
ভাষার জন্য আত্মদান, এক অমূল্য দান।

বাংলার মানুষ যেমন কোন দিন মহান স্বাধীনতার কথা ও শহীদদের কথা ভুলতে পারবে না ঠিক,
তেমনি ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন দিনেও ভুলতে পারবে না ।

কলমের সৈনিক, লেখার অস্ত্রে সজ্জিত,
ভাষার প্রতি ভালোবাসায়, সকলেই মিত্র।
বাংলার মাটি, বাংলার জল, বাংলার মানুষ,
ভাষার মর্যাদা রক্ষা, সকলের কর্তব্য বিশেষ।

একুশ আমার গর্ব, একুশ আমার অহংকার।
বর্তমান প্রজন্মকে এই দিন সম্পর্কে জানানোর আহ্বান জানাই সকলকে।
কয়জনই বা পারে ভাষার জন্য নিজের জীবন বিলিয়ে দিতে?
এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করায় আমরা গর্বিত।

একুশের আলোয় আজ আলোকিত দেশ,
ভাষার জয়গান গাই, মুখরিত সকল বেশ।
শহীদের স্মরণে, পূর্ণ শ্রদ্ধাঞ্জলি,
ভাষার প্রতি ভালোবাসায়, ঐক্যবদ্ধ হই সকলি।

স্বাধীনতার গান গাই, ভাষার গান, অমর,
একুশের স্মরণে, চিরকাল থাকবে স্থায়ী।
ভাষার মর্যাদা রক্ষা, সকলের কর্তব্য,
বাংলার মাটিতে, বাংলার মানুষ হবে সুখী।

২১ শে ফেব্রুয়ারি ছন্দ 2024

২০২৪ সালের একুশে ফেব্রুয়ারিরই জন্য নতুন কিছু ছন্দ লেখা হয়েছে। যারা নতুন ছন্দ পড়বে আগ্রহী, নিচের অংশে দেওয়া ২১ শে ফেব্রুয়ারি ছন্দ 2024 এই ছন্দ গুলো পড়তে পারেন।

শহীদ তোমরা অমর,
তোমাদের ত্যাগ বৃথা যাবে না।
ভাষার জন্য তোমরা প্রাণ দিয়েছো,
আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ।

ভাষা আমার অস্তিত্বের ভিত্তি,
ভাষা আমার গর্ব।
ভাষার মর্যাদা রক্ষা করা,
আমাদের সকলের কর্তব্য।

ভাষা আমার প্রাণের প্রিয়,ভাষা আমার অস্তিত্বের ভিত্তি।
ভাষা ছাড়া আমি অসম্পূর্ণ, ভাষার প্রতি আমার অগাধ ভালোবাসা।

আমি শপথ করি,
ভাষার মর্যাদা রক্ষা করবো।
ভাষার জন্য সর্বদা লড়াই করবো,
ভাষাকে সমৃদ্ধ করবো।

এসো সকলে মিলে,
ভাষার উৎসব পালন করি।
ভাষার প্রতি ভালোবাসা প্রকাশ করি,
একুশের চেতনায় ঐক্যবদ্ধ হই।

ভাষা আমার মায়ের ভাষা,
ভাষা আমার গর্ব।
ভাষার জয়গান গাই,
ভাষার প্রতি আমার অগাধ ভালোবাসা।

শহীদ তোমরা অমর,
তোমাদের ত্যাগ বৃথা যাবে না।
ভাষার জন্য তোমরা প্রাণ দিয়েছো,
আমাদের অধিকার রক্ষা করেছো।

ভাষা আমার মায়ের ভাষা,
ভাষা আমার জীবনের আলো।
ভাষার প্রতি কৃতজ্ঞতা,
ভাষার প্রতি আমার অগাধ ভালোবাসা।

একুশের শিক্ষা আমাদের,
ভাষার জন্য ঐক্যবদ্ধ হতে হবে।
ভাষার প্রতি ভালোবাসা প্রকাশ করতে হবে,
ভাষাকে সমৃদ্ধ করতে হবে।

একুশে ফেব্রুয়ারি,
ভাষার উৎসব।
এই দিনে আমরা সকলে,
ভাষার প্রতি শ্রদ্ধা জানাই।

ভাষার প্রতি শ্রদ্ধা,
আমাদের সকলের কর্তব্য।
ভাষার জন্য ত্যাগ স্বীকার করা,
আমাদের গৌরব।

ভাষার ঐক্য,
আমাদের জাতির ঐক্য।
ভাষার প্রতি ভালোবাসায়,
আমরা সকলে ঐক্যবদ্ধ হই।

ভাষার ভবিষ্যৎ,
আমাদের হাতে।
ভাষাকে সমৃদ্ধ করার জন্য,
আমাদের সকলের কর্তব্য পালন করতে হবে।

ভাষার জয়,
সত্যের জয়।
ভাষার প্রতি ভালোবাসায়,
আমরা সকলে জয়ী হবো।

অমর একুশের সেরা ছন্দ

সূর্য উঠেছে আজ একুশের আকাশে,
রক্তে লেখা ইতিহাস, শহীদের বার্তা মাথায়।
ভাষার জন্য প্রাণ দিয়েছেন যারা,
তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি,

মাতৃভাষা আমার প্রাণের ভাষা,
ভাষা ছাড়া আমি অসম্পূর্ণ।
ভাষার জন্য লড়াই করবো, ভাষার মর্যাদা রক্ষা করবো।

ভাষার পতাকা উড়ছে আজ আকাশে,
স্বাধীনতার সুর বাতাসে ভেসে যায়।
ভাষার জন্য ত্যাগ স্বীকার করা,
আমাদের গৌরব, আমাদের অহংকার।

ভাষার আলো,
আমাদের জীবনের আলো।
ভাষার আলোয় আলোকিত হোক,
আমাদের সকলের জীবন।

আমরা প্রতিশ্রুতি দিচ্ছি,
ভাষার মর্যাদা রক্ষা করবো।
ভাষাকে সমৃদ্ধ করবো,
ভাষাকে বিশ্বের সামনে তুলে ধরবো।

শেষ কথা

21 শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস। এই দিন টি পাওয়ার জন্য আমাদের অনেক সংগ্রাম করতে হয়েছে। এতে হাজারো বাঙালি জীবন দিয়েছে। আমাদের ভাইয়ের তাজা রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা অর্জন করেছি। তাই আমাদের বাংলা ভাষাকে ভালবাসতে হবে। বিশ্ববাসীর কাছে আমাদের সংস্কৃতি তুলে ধরতে হবে। আশা করছি ২১ শে ফেব্রুয়ারি ছন্দ গুলো আপনাদের ভালোলেগেছে।

আরও দেখুনঃ

২১ শে ফেব্রুয়ারি রচনা ২০২৪

একুশে ফেব্রুয়ারি কবিতা ২০২৪

২১ শে ফেব্রুয়ারি নিয়ে কিছু কথা, উদযাপন ও ইতিহাস