ইসলামের ইতিহাসে শবে মেরাজ একটি অতি গুরুত্বপূর্ণ ঘটনা। এই রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর সাথে সাক্ষাৎ করেন। এটি ছিল নবুয়্যতের সত্যতা প্রমাণের একটি অসাধারণ মুজিজা। শবে মেরাজের রাতে মহানবী (সা.) মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত বোরাক নামক এক বিশেষ বাহনে সফর করেন। এরপর তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গমন করেন। সেখানে তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করেন এবং তাঁকে নামাজ ফরজ করার আদেশ দেওয়া হয়। এই রাতকে নিয়ে শবে মেরাজের শুরু হয়। ২০২৪ সালে শবে মেরাজ কত তারিখে জেনে নেওয়া যাক।
শবে মেরাজ কত তারিখে
মুসলমানদের জন্য আরভি ক্যালেন্ডার আছে। এই ক্যালেন্ডার অনুযায়ী চাঁদ গণনা করা হয়। আর আরভি ও ইংরেজি ক্যালেন্ডারের সাথে কোণ মিল নেই। যার কারণে ইংরেজি মাসের জন্যও শবে মেরাজ এর সঠিক তারিখ বের করতে হয়। মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ইসলামিক সংস্থা আছে। তারা আকাশের চাঁদ গণনার মাধ্যমে ইসলামিক বিভিন্ন উৎসবের তারিখ নির্শ্রন করে। শবে মেরাজ মুসলিমদের একটি গুরুত্বপূর্ণ দিন।
তাই সঠিক সময়ে এই দিন পালন করতে হবে। মাগরিবের ওয়াক্তে শবে মেরাজের চাঁদ দেখার পর থেকে, এই রাতের আমল শুরু হবে। ইসলামিক সংস্থা ২০২৪ সালের শবে মেরাজ কত তারিখে তা প্রকাশ করেছে। তারা জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসের ৮ তারিখে এই বছরের শবে মেরাজ পালন করতে হবে। আরভি মাস অনুযায়ী রজব মাসে শবে মেরাজ পালন করা হয়।
বাংলাদেশে শবে মেরাজ কত তারিখে ২০২৪
বিশ্বের মুসলিমদের মধ্যে বাংলাদেশেও অনেক মুসলমান আছে। যার কারণে এই দেশে ইসলামিক সংস্কৃতি পালন করা হয়। বাংলাদেশেও ইসামিক ফাউন্ডেশন আছে। তারা আকাশের চাঁদ পর্যবেক্ষন করেছে। এখন পজ্জন্ত তারা জানিয়েছে ফেব্রুয়ারি মাসে শবে মেরাজের চাঁদ দেখা যাবে। সেই অনুযায়ী বাংলাদেশে শবে মেরাজ ফেব্রুয়ারি মাসের ৭ তারিখে ২০২৪ সালে। আর আরবি ১৪৪৬ হিজরি রজব মাসের ২৭ তারিখে পালিত হবে। বাংলাদেশে ৯ই ফেব্রুয়ারি শবে মেরাজের জন্য সরকারি ছুটি দেওয়া হয়েছে।
২০২৪ সালে সৌদি আরবে শবে মেরাজ কত তারিখে
সৌদি ইসলামিক কমিটি চাঁদ গণনা শুরু করেছে। তারা জানিয়েছে ফেব্রুয়ারি মাসে আকাশে রজব মাসের চাঁদ দেখা যাবে। আর চাঁদ দেখা গেলে সেই দিন রাতেই শবে মেরাজ পালন করা হবে। তারা আরও জানিয়েছেন, ২০২৪ সালে সৌদি আরবে শবে মেরাজ আরবি রজব মাসের ২৬ অথবা ২৭ তারিখে। এই দুই দিনের যেকোনো দিনে চাঁদ দেখা যাবে। ফেব্রুয়ারি মাস আসলে সঠিক ভাবে দিন টি প্রকাশ করা হবে।
শবে মেরাজ কবে পালিত হবে
এই বছর ইংরেজি ফেব্রুয়ারি মাস ও আরবি রজব মাসে শবে মেরাজ পালিত হবে। বাংলাদেশে শবে মেরাজের জন্য ৯ই ফেব্রুয়ারি সরকারি ছুটি দেওয়া হয়েছে। তার মানে ৮ই ফেব্রুয়ারি, ২০২৪ শোবে মেরাজ পালিত হবে। কেননা শবে মেরাজের বন্ধ পরের দিন দেওয়া হয়। সারারাত ইবাদত পালনের মাধ্যমে কাটাতে হয়। যার কারণে বিশ্রামের জন্য পরের দিন বন্ধ থাকে। আর আরবিতে ১৪৪৬ হিজরি রজব মাসের ২৭ তারিখে শবে মেরাত পালিত হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ চাঁদ দেখার উপর নির্ভর করে। রজব মাসের ২৬ তারিখেও শবে মেরাজের চাঁদ দেখা যেতে পারে। শবে মেরাজ কবে রবিবারে পালিত হবে।
রজব মাসের কত তারিখে শবে মেরাজ
ইসলামী ধর্মমতে, রজব মাসের ২৭ তারিখে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ঐশী নির্দেশে ঊর্ধ্বাকাশে আরোহণ করেছিলেন এবং আল্লাহ তায়ালার সাথে সাক্ষাৎ করেছিলেন। এই ঘটনাটিকে শবে মেরাজ বলা হয়।শবে মেরাজের গুরুত্ব অপরিসীম। এই রাতে মহানবী (সা.) আল্লাহ তায়ালার কাছ থেকে পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়েছিলেন। এছাড়াও, তিনি বিভিন্ন অলৌকিক দৃশ্য দেখেছিলেন এবং বিভিন্ন জ্ঞান লাভ করেছিলেন।
শবে মেরাজের রাতে মুসলমানরা বিশেষভাবে ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকেন। তারা নফল নামাজ, কুরআন তিলাওয়াত, তসবিহ-তাহলিল, জিকির-আজকার ইত্যাদির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন।২০২৪ সালের রজব মাসের ২৭ তারিখে, অর্থাৎ ২০২৪ সালের ৮ই ফেব্রুয়ারি, সোমবার শবে মেরাজ পালিত হবে। এই রাতটি মুসলমানদের জন্য একটি বরকতপূর্ণ ও মহিমান্বিত রাত।
শেষ কথা
৮ই ফেব্রুয়ারি মাগরিবের পড়ে আকাশে রজব মাসের চাঁদ দেখা যাবে। চাঁদ দেখা গেলেই ঐ দিনে শবে মেরাজ পালন করতে হবে। তাই আপনারা সবাই চাঁদ দেখার চেষ্টা করবেন। সঠিক নিয়মে ও সঠিক সময়ে শবে মেরাজ পালন করতে হবে। যার কারণে সবার উচিৎ শবে মেরাজ কত তারিখে তা জেনে নেওয়া।
আরও দেখুনঃ