শবে মেরাজের নামাজের নিয়ত

পৃথিবীতে শান্তির ধর্ম ইসলাম। যেখানে আল্লায় তায়ালার ইবাদত করতে হয়। বিভিন্ন ভাবে ইবাদত করা যাবে। তবে ইবাদতের মধ্যে ফরজ হচ্ছে সালাত। সালাত সকল মুসলমানদের জন্য ফরজ ইবাদত। এছাড়া নামাজের সুন্নত ও  নফল আছে। সুন্নত নামাজ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর জন্য আদায় করতে হয়। এরপর হচ্ছে নফল নামাজ। পড়লে সওয়াব, না পড়লে কোনো সমস্যা নেই।

এই নফল নামাজের মধ্যে একটি হচ্ছে শবে মেরাজের নামাজ। প্রত্যেক নাম্বাজের জন্য আলাদা আলাদা নিয়ত থাকে। পাচ ওয়াক্ত নামাজের জন্য কুরআনে নিয়ত গুলো দেওয়া আছে। তো শবে মেরাজ এর নাম্বার পড়তে আলাদা একটি নিয়ত করতে হয়। শবে মেরাজের নামাজের নিয়ত টি যাদের জানা নেই, তারা দ্রুত জেনে নিবেন। নামাজের নিয়ত সঠিক না হলে, নামাজ আদায় হয় না। আপনাদের জন্য বাংলা অর্থ সহ শবে মেরাজের নামাজ পড়ার সঠিক নিয়ত দেওয়া আছে।

শবে মেরাজের নামাজের নিয়ত

এই নিয়তি টি শুধুমাত্র শবে মেরাজ এর নামাজের জন্য পড়তে পারবেন। অন্য যেকোনো নামাজ পড়তে এখানে দেওয়া নিয়ত ব্যবহার করা যাবে না। প্রতি বছর শোবে মেরাজ আসলে নিচে দেওয়া শবে মেরাজের নামাজের নিয়ত টি পড়ে নামাজ আদায় করতে পারবেন।

নিয়তঃ نويت أن أصلي يله تعا لى ركعت صلوة اليلة المعراج متوجها إلى جهة الكعبة الشريفة الله اكبر

নাওয়াইতুআন উছাল্লিয়া লিল্লাহে তা’আলা রাক’আতায় ছালাতি লাইলাতিল মে’রাজ মুতাওইয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারিফাতি আল্লাহু আক্বার।

বাংলা উচ্চারণঃ আমি কেবলা মুখি হয়ে মে’রাজ এর দুই রাক’আত নফল নামাজ আল্লাহ্ কে রাজি ও খুশির জন্য আদায় করিতেছি। আল্লাহু আকবার।

শবে মেরাজের গুরুত্ব ও ফজিলত

যারা আরবি পড়তে যানে না, তারা বিকল্প হিসেবে বাংলায় নিয়ত করতে পারবেন। উপরের অংশে দেওয়া বাংলা উচ্চারণ টি মুখস্থ করে নিবেন। আরবি বা বাংলা যেকোনো ভাষায় নামাজের নিয়ত করা যাবে। তবে উভয় ভাষায় উচ্চারণ শুদ্ধ হতে হবে।

শবে মেরাজের নামাজের নিয়ত ব্যাখ্যা

নামাজের নিয়ত শুধু পরলেই হবে না। এই নিয়ত দ্বারা কি বোঝানো হয়েছে তা জানতে হবে। বুঝে বুঝে যেকোনো জিনিস পড়লে তা একসময় মুকস্থ হয়ে যাবে। শবে মেরাজ এর নামাজের নিয়ত ব্যাখ্যা গুলো এখানে দেওয়া আছে। কোন অর্থ দ্বারা কি বোঝানো হয়েছে, সেগুলো পড়ে নিবেন। শবে মেরাজের নামাজের নিয়ত করার সময়, নামাজির উচিত মনোযোগ সহকারে নিয়তটি পড়া এবং তার অর্থ বুঝা।

ব্যাখ্যা:

  • “নাওয়াইতু” অর্থ “আমি ইচ্ছা করি”।
  • “আন উছাল্লিয়া” অর্থ “আমি নামাজ আদায় করি”।
  • “লিল্লাহি তা’আলা” অর্থ “আল্লাহর জন্য”।
  • “রাক’আতায়” অর্থ “দুই রাক’আত”।
  • “ছালাতি লাইলাতিল মে’রাজ” অর্থ “শবে মেরাজের নামাজ”।
  • “মুতাওইয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারিফাতি” অর্থ “কেবলা মুখি হয়ে”।
  • “আল্লাহু আক্বার” অর্থ “আল্লাহ মহান”।

শেষ কথা

নামাজ শুরু জন্য প্রথম কাজ হচ্ছে নিয়ত। নিয়ত ঠিক না থাকলে নামাজ ঠিক থাকে না। তাই প্রথমে যে নামাজ পড়বেন, তার সঠিক নিয়ত পড়ে নিবেন। আরবিতে নিয়ত না করতে পারলেও, বাংলায় পড়লে হবে। আশা করছি শবে মেরাজের নামাজের নিয়ত টি সংগ্রহ করে নিয়েছেন। পরিচত কেউ শবে মেরাজ নামাজের নিয়ত কি? না জেনে থাকলে তাদের কেউ শিখিয়ে দিবেন।

আরও দেখুনঃ

শবে মেরাজ কত তারিখে ২০২৪

শবে মেরাজের নামাজ কবে ২০২৪