ফেব্রু রি মাসের ২১ তারিখে আমাদের মাতৃভাষা দিবস। যাকে একুশে ফেব্রুয়ারি বলা হয়। ভাষা আন্দলনের মাধ্যমে আমরা বাংলা ভাষাকে মাতৃ ভাষা হিসেবে পেয়েছি। সেই মিছিলে অনেকে শহিদ হন। শহিদের স্মরণে এই দিনে শহিদ দিবস পালন করা হয়। এই দিন কে আরও স্মরণীয় করতে আমাদের বহু কবি কবিতা লিখেছেন। যাকে ২১ শে ফেব্রুয়ারি কবিতা বলা হয়।
কবিতা গুলো ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে। আমাদের পরবর্তি প্রজন্ম কবিতা গুলো পড়ার মাধ্যমে মাতৃ ভাষা দিবস সম্পর্কে জানতে পারবে। বর্তমান প্রজন্মকেও কবিতা গুলো সম্পর্কে জানতে হবে। এখানে দেওয়া কবিতা গুলো শহিদ দিবসের কবিতা আবৃতি করতে পারবে। আমার ভাইয়ের রক্তে রাঙানো কবিতাটিও এখানে দেওয়া আছে।
২১ শে ফেব্রুয়ারি কবিতা
এই কবিতা গুলো সম্পূর্ণ আলাদা। কবি তাদের মনের ভাষায় শহিদের স্মরণে কবিতা লিখেছেন। কবিতাতে ১৯৫২ সালের ঘটে যাওয়া সেই কাহিনী গুলো তুলে ধরেছেন। কবিতাতে পাওয়া যাবে ইতিহাসের পাতায় লেখা ভাষা শহিদের আত্নত্যাগ এর কথা। এই অংশে ২১ শে ফেব্রুয়ারি কবিতা পেয়ে যাবেন।
একুশে ফেব্রুয়ারি
আজ একুশে ফেব্রুয়ারি,
মহান ভাষা দিবস,
বাঙালির অহংকার,
মাতৃভাষার জয় দিবস।
এই দিনে যারা রক্ত দিয়েছেন,
তাদের প্রতি রইল আমাদের শ্রদ্ধাঞ্জলি,
তাদের আত্মত্যাগের ফলে,
আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা।
আজকের এই দিনে,
আমাদের প্রতিজ্ঞা হোক,
মাতৃভাষাকে ভালোবাসব,
এবং এর মর্যাদা রক্ষা করব।
মাতৃভাষার মর্যাদা
মাতৃভাষার মর্যাদা,
আমাদের সকলের জন্য,
এটি আমাদের ঐতিহ্য,
এটি আমাদের সংস্কৃতি।
মাতৃভাষাকে ভালোবাসতে হবে,
এবং এর মর্যাদা রক্ষা করতে হবে,
এটি আমাদের সকলের দায়িত্ব।
যারা মাতৃভাষাকে অবহেলা করে,
তারা আমাদের জাতির শত্রু,
তাদের প্রতি আমাদের ঘৃণা।
ভাষার জয়
আজ ভাষার জয়,
বাঙালির বিজয়,
আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা,
এটি আমাদের সকলের আনন্দের দিন।
আজকের এই দিনে,
আমাদের প্রতিজ্ঞা হোক,
মাতৃভাষাকে ভালোবাসব,
এবং এর মর্যাদা রক্ষা করব।
আমরা বাংলা ভাষাকে বিশ্বের বুকে,
একটি মর্যাদাপূর্ণ ভাষা হিসেবে প্রতিষ্ঠা করব,
এটিই আমাদের মহান লক্ষ্য।
ভাষা সেতো মায়ের বুলি
প্রাণের চেয়েও প্রিয় জানি
যে ভাষাতে প্রাণ জুড়াল
সবার সুখের তৃষ্ণ মিঠালো
সেইতো মোদের মধুর ভাষা
মায়ের ভাষা বাংলা ভাষা
ভাষা সেতো স্লোগান মুখর যুবকের ভালবাসা
যে ভাষাতে সদা থাকে জাগি
সে ভাষার কোন দশা আজি
তারা মানেনাতো বাঁধা ভঙ্গ করেত ধারা
হায়নার গর্জন লঙ্গিয়ে চলে
হুংকারে হয় ধনি পতি ধনি
রাষ্ট্রভাষা বাংলা চাই
বাংলা চাই
ভাষা সেতো রক্তে ভেজা ২১শের দুপুর
রক্ত! সেতো নতুন সূর্যদয়
যে ভাষার লাগি রক্ত দিয়াছিলো বাঙ্গালী জাতী
ত্যাগে বেজেছিলো সাম্যের গীতি
পৃথিবীর মানুষ অভাব রয়
বাংলা ভাষার হলো জয়।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি
তোমাদের জন্য,
আমরা আজ মাথা নত করি,
তোমাদের জন্য,
আমরা আজ পতাকা উত্তোলন করি,
তোমাদের জন্য,
আমরা আজ শপথ গ্রহণ করি।
তোমাদের আত্মত্যাগের ফলে,
আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা,
তোমাদের আত্মত্যাগের ফলে,
আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা।
তোমাদের আত্মত্যাগকে আমরা কখনো ভুলব না,
তোমাদের আত্মত্যাগ আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে।
মাতৃভাষার মর্যাদা রক্ষা
মাতৃভাষার মর্যাদা রক্ষা, এটি আমাদের সকলের দায়িত্ব
এটি আমাদের জাতির জন্য,
এটি আমাদের সংস্কৃতির জন্য।
মাতৃভাষাকে ভালোবাসতে হবে,
এবং এর মর্যাদা রক্ষা করতে হবে,
এটি আমাদের সকলের কর্তব্য।
যারা মাতৃভাষাকে অবহেলা করে,
তারা আমাদের জাতির শত্রু,
তাদের প্রতি আমাদের ঘৃণা।
আমরা সকলে মিলে,
মাতৃভাষার মর্যাদা রক্ষা করব,
এটিই আমাদের মহান লক্ষ্য।
২১ শে ফেব্রুয়ারি ছোট কবিতা
কবিতা ১
মনে পড়ে বায়ান্নর একুশে ফেব্রুয়ারী,
লাখো বাঙালির কাতর চিত্তে করুন আহাজারি.
একুশ তুমি বাংলার মানুষের হৃদয় ভরা আশা,
তোমার কারণে পেয়েছি আজ কাঙ্খিত মাতৃভাষা.
রক্ত ঝরালো সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার,
বায়ান্নর সেই করুন কাহিনী মনে পড়ে বারবার.
স্মৃতির পাতায় ভেসে ওঠে সেই বিষন্ন দিনের কথা,
যত ভাবি ততই যেন মনে পাই বড় ব্যথা.
প্রতিবাদে মুখর দৃঢ় চিত্তে বাংলার দামাল ছেলে,
আরো আছে কত শ্রমিক, যুবক, নারী, কৃষক ও জেলে.
অবশেষে দাবি মেনে নিতে বাধ্য হলো সরকার,
বাঙালিরা পেল মাতৃভাষার সোনালী দিবাকর.
রক্তের বিনিময়ে পেয়েছি আজ কাঙ্খিত মাতৃভাষা,
একুশ তুমি চির অমর তুমি আমাদের ভালবাসা
কবিতা ২
বাংলা ভাষার জন্য যারা দিয়েছে প্রাণ
শহীদ হয়েছে তারা, অক্ষয় অমর অম্লান,
ভুলিনি আজো, তাদের রক্ত বৃথা যায়নি
স্মরণে তব শহীদ মিনার গড়েছি জানি।
বায়ান্ন সালের একুশের এমন এক দিনে
সালাম রফিক জব্বার আর কত কত জনে
মায়ের কোলে শহীদ হয়েছে ভাষার কারণে।
বিল ঝিল হাওড় নদী কলকল তানে
আমারে বাংলা ভাষায় সুখে দুঃখে ডাকে।
পাখির গানে ভোরের শিশিরে আকাশের চাঁদ
রাতের জোনাকী ফুল ফল, খুশি মানেনা বাধ
মায়ের হাসি সবুজ শ্যামলে ফসলের মাঠ
এইতো আমারই বাংলা ভাষার প্রথম পাঠ।
ভালবাসি বাংলা আর ভালবাসি ভাষা
রাষ্ট্র ভাষা বাংলা ভাষা, মায়েরই ভাষা ।
শোন বিশ্ব, নাই এমন ইতিহাস আর নাই
কোন কালে বাংলা ভাষার নাই মৃত্যু নাই।
কবিতা ৩
আগুন ঝরা ফাগুন দিনে
মাতৃভাষা আনলো কিনে
প্রাণের বিনিময়ে,
রক্তস্রোত যায় যে বয়ে
রয় ইতিহাস সাক্ষী হয়ে
অপার এক বিস্ময়ে!
এই কাহিনি কল্পনা নয়
রূপকথারই গল্প ও নয়
শুনতে কি চাও আরো?
কৃষ্ণচূড়া রঙিন ডালে
লাল হলো সেই রক্ত লালে
নয় অজানা কারো।
একে একে দিন বয়ে যায়
বন্দি ইতিহাসের পাতায়
সোনার সে নাম গুলো,
হায় কী ছিল এই ললাটে
ইতিহাসের সেই মলাটে
জমছে দেখ ধূলো!
এখন শুধু একুশ এলে
সব মমতা উঠছে ঠেলে
অন্যদিনে নয়,
আপন ভাষা মাতৃভাষা
জীবন দিয়ে ভালোবাসা
এভাবে কি হয়?
সময় যে আর নেইতো বেশি
হতে হবে বাংলাদেশী
তাই তোমাকে বলি,
দেশকে এসো ভালোবাসি
বাংলাভাষায় কাঁদি-হাসি
স্বপ্ন দেখে চলি
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী কবিতা
আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি।।
ছেলে হারা শত মায়ের অশ্রু
গড়ায়ে ফেব্রুয়ারী।।
আমার সোনার দেশের
রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী।।
জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখীরা
শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা,
দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবী
দিন বদলের ক্রান্তিলগ্নে তবু তোরা পার পাবি?
না, না, না, না খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।
সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে
রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে;
পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন,
এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা বুনো।।
সেই আঁধারের পশুদের মুখ চেনা,
তাহাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণা
ওরা গুলি ছোঁড়ে এদেশের প্রাণে দেশের দাবীকে রোখে
ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে
ওরা এদেশের নয়,
দেশের ভাগ্য ওরা করে বিক্রয়
ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কাড়ি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।
তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি
আজো জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী
আমার শহীদ ভায়ের আত্মা ডাকে
জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাটে
দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি
শেষ কথা
২১শে ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক দিন, যেদিন বাঙালি জাতি তাদের মাতৃভাষার জন্য রক্ত দিয়েছিল। এই দিনে রচিত কবিতাগুলো আমাদের ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় এবং তাদের আত্মত্যাগের স্মৃতিকে স্মরণ করে। এই কবিতাগুলো আমাদের মাতৃভাষার গুরুত্ব এবং এর মর্যাদা রক্ষা করার দায়িত্ব সম্পর্কেও আমাদের সচেতন করে তোলে। এজন্য সবাইকে ২১ শে ফেব্রুয়ারি কবিতা গুলো পড়তে হবে এবং জানতে হবে।
আরও দেখুনঃ