একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় দিবস। এই দিবসে ভাষা শহিদদের স্মরণ করা হয়। সেই সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছোটদের জন্য কবিতা আবৃতির আয়োজন করা হয়। সেখানে যে শিক্ষার্থী ভালো ধরনের কবিতা আবৃতি করে শুনাতে পারে, তাকে পুরস্কিত করা হয়। এখানে ২১ শে ফেব্রুয়ারি কবিতা আবৃত্তি করলে সে ব্যাক্তি পুরস্কিত হবে।
এজন্য একুশে ফেব্রুয়ারি সম্পর্কে ভালো একটি কবিতা মুখস্থ করতে হবে। এই পোস্টে বিভিন্ন লেখকের ২১ শে ফেব্রুয়ারি নিয়ে কবিতা দেওয়া আছে। কবিতা আবৃতির জন্য যেকোনো একটি কবিতা সংগ্রহ করে নিবেন। যেকোনো শ্রেণির শিক্ষার্থী এই কবিতা গুলো অনুষ্ঠানে আবৃতি করতে পারবে।
২১ শে ফেব্রুয়ারি কবিতা আবৃত্তি
প্রথমে একটি ভালো ধরনের কবিতা মুখস্থ করতে হবে। সেই কবিতায় ভাষা আন্দোলন, ২১ শে ফেব্রুয়ারি ও শহিদেদের বিভিন্ন বিষয়ে উল্লকেহ থাকতে হবে। সেই সাথে নির্ভুল ভাবে কবিতা পাঠ করতে হবে। এই বিষয় গুলো মেনে কবিতা আবৃতি করলে ১ম স্থান পাওয়ার সম্ভাবনা থাকবে। নিচে এই ধরনের ২১ শে ফেব্রুয়ারি কবিতা আবৃত্তি গুলো পাবেন।
২১ শে ফেব্রুয়ারী উপলক্ষ্যে একটি গানের কবিতা
কথা- মোঃ এনাম উল ইসলাম
যে ভাষাতে সহজ করে কথা বলি উচ্ছ্বাসে —
সেইতো আমার প্রাণের ভাষা
সেইতো আমার মায়ের ভাষা
বুক ভরে নিঃশ্বাসে।।
মা ডাকি ভাই যখন শোন নেচে ওঠে প্রাণ,
এই ভাষাতে লিখন লিখি কাব্যের আয়োজন।
বাঙলাতে যে হৃদয় ভরে – বাংলা মায়ের ঘরে ঘরে
ঝরে আনন্দ বিশ্বাসে।।
যে ভাষা আজ হৃদয় জুড়ে বিশ্বে পেল ঠাঁই,
এই ভাষাই মায়ের বুলি আর কি বল চাই।
মাতৃ ভাষাই মায়ের বানী – জন্ম হতেই তাই জানি
থাকি কাছে কি নির্বাসে।
২১ শে ফেব্রুয়ারী
লেখকঃ ইমাম হোসেন
দিয়েছি রক্ত, এনেছি ভাষা,
২১শে ফেব্রুয়ারী
হায়েনার দল, ঝাঁপিয়ে পড়লো
ভাষার উপরে,
শহীদ হলেন রফিক, জব্বর
প্রাণ দিলেন অকাতরে।
বিনিময় সেদিন ফেলাম ফিরে,
মায়ের মুখের বুলি
২১শে ফেব্রুয়ারী।
তোমরা হলে জাতির গৌরব
উজ্জ্বল তারকা।
হ্নদয়ে থাকবে চিরকাল কখনো
ভুলবোনা
ছোটদের জন্য ২১ শে ফেব্রুয়ারি কবিতা আবৃত্তি
কবিতা ১
একুশে ফেব্রুয়ারি
আজ একুশে ফেব্রুয়ারি,
ভাষার মহান দিবস।
বাংলা ভাষার জন্য,
যারা প্রাণ দিয়েছে তাদের স্মরণ।
শহীদদের রক্তের বিনিময়ে,
আমরা পেয়েছি বাংলা ভাষা।
এই ভাষায় আমরা,
আমাদের ভাবনা-চিন্তা প্রকাশ করি।
একুশে ফেব্রুয়ারি,
একটি গৌরবময় দিন।
এই দিনটিতে আমরা,
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।
কবিতা ২
মাতৃভাষা
মাতৃভাষা, তুমি আমার প্রাণ।
তোমার জন্য আমি প্রাণ দিতে পারি।
তোমার জন্য আমি লড়াই করতে পারি।
তুমি আমার চেতনার বাহন।
তুমি আমার জ্ঞানের উৎস।
তুমি আমার সংস্কৃতির ধারক।
তুমি আমার আত্মার প্রকাশ।
তুমি আমার অস্তিত্বের প্রমাণ।
তুমি আমার পরিচয়।
কবিতা ৩
ভাষার অধিকার
ভাষা মানুষের মৌলিক অধিকার।
ভাষার অধিকার ছাড়া,
মানুষের অস্তিত্ব অসম্পূর্ণ।
ভাষার অধিকারের জন্য,
মানুষকে লড়াই করতে হয়।
ভাষার অধিকারের জন্য,
মানুষকে প্রাণ দিতে হয়।
বাংলা ভাষার অধিকারের জন্য,
বাঙালি জাতি লড়াই করেছে।
বাংলা ভাষার অধিকারের জন্য,
বাঙালি জাতি প্রাণ দিয়েছে।
কবিতা ৪
ভাষার শক্তি
ভাষার শক্তি অপরিসীম। ভাষার শক্তি দিয়ে,
মানুষ পৃথিবীকে বদলে দিতে পারে।
ভাষার শক্তি দিয়ে,
মানুষ যুদ্ধ জিততে পারে।
ভাষার শক্তি দিয়ে,
মানুষ স্বাধীনতা অর্জন করতে পারে।
বাংলা ভাষার শক্তি দিয়ে,
বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছে।
বাংলা ভাষার শক্তি দিয়ে,
বাঙালি জাতি বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
কবিতা ৫
ভাষার মর্যাদা
ভাষার মর্যাদা রক্ষা করা,
আমাদের সকলের দায়িত্ব।
ভাষার মর্যাদা রক্ষা করা,
আমাদের সকলের কর্তব্য।
ভাষার মর্যাদা রক্ষা করার জন্য,
আমাদেরকে সচেতন হতে হবে।
ভাষার মর্যাদা রক্ষা করার জন্য,
আমাদেরকে সঠিক ভাষা ব্যবহার করতে হবে।
ভাষার মর্যাদা রক্ষা করার জন্য,
আমাদেরকে ভাষার চর্চা করতে হবে।
ভাষার মর্যাদা রক্ষা করার জন্য,
আমাদেরকে ভাষার প্রসারে কাজ করতে হবে।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি কবিতা আবৃতি
সুরকারঃ শহীদ আলতাফ মাহমুদ
গীতিকারঃ আব্দুল গাফফার চৌধুরী
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।।
জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখীরা
শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা,
দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবী
দিন বদলের ক্রান্তিলগ্নে তবু তোরা পার পাবি?
না, না, না, না খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।
সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে
রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে;
পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন,
এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা বুনো।।
সেই আঁধারের পশুদের মুখ চেনা,
তাহাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণা
ওরা গুলি ছোঁড়ে এদেশের প্রাণে দেশের দাবীকে রোখে
ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে
ওরা এদেশের নয়,
দেশের ভাগ্য ওরা করে বিক্রয়
ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কাড়ি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।
তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি
আজো জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী
আমার শহীদ ভায়ের আত্মা ডাকে
জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাটে
দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।
২১শে ফেব্রুয়ারি কবিতা আবৃত্তি করার প্রধান বিষয়
একুশে ফেব্রুয়ারি কবিতা আবৃত্তি করার সময় কিছু বিষয় খেয়াল রাখা উচিত। যেমন:
- আবৃত্তির কবিতাটি অবশ্যই সুন্দর ও শ্রুতিমধুর হতে হবে।
- আবৃত্তিটি পরিষ্কার ও সাবলীলভাবে করতে হবে।
- আবৃত্তির সময় অভিব্যক্তি ও অঙ্গভঙ্গি ব্যবহার করতে হবে।
এছাড়াও, আবৃত্তি করার আগে কবিতাটি ভালোভাবে অনুশীলন করা উচিত। এতে করে আবৃত্তিটি আরও সুন্দর ও শ্রুতিমধুর হবে।
২১শে ফেব্রুয়ারি কবিতা আবৃত্তি একটি মহৎ কাজ। এই কাজের মাধ্যমে আমরা ভাষা শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে অমর করে রাখতে পারি এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ভূমিকা রাখতে পারি।
শেষ কথা
২১শে ফেব্রুয়ারি আমাদের মহান ভাষা শহীদদের আত্মত্যাগের স্মরণে পালিত একটি গৌরবময় দিন। এই দিনটিতে আমরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার করি।২১শে ফেব্রুয়ারি কবিতা আবৃত্তি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই মাধ্যমে আমরা ভাষা শহীদদের আত্মত্যাগের স্মৃতি স্মরণ করতে পারি এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষার গুরুত্ব তুলে ধরতে পারি। বিভিন্ন বিষয় মেনে ২১ শে ফেব্রুয়ারি কবিতা আবৃত্তি করতে হবে।
আরও দেখুনঃ