অনলাইনে বিমান বাংলাদেশ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিমানের টিকেট চেক করা যাবে। Biman Bangladesh Airlines Ltd – Dhaka এটি তাদের অফিসিয়াল ওয়েবসাইট। উক্ত ওয়েবসাইটে প্রবেশ করে Modify Trip অপশন থেকে ৬ অক্ষরের পিএনআর নাম্বার ও নাম দিয়ে সার্চ করতে হবে। সার্চ করার পর উক্ত টিকিট সম্পর্কে সকল তথ্য দেখানো হবে।
তাদের মোবাইল এপ্স দিয়েও এই কাজ করা যাবে। গুগল প্লে স্টোরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিখে সার্চ করলে অফিসিয়াল আপ্স টি দেখা যাবে। এই ওয়েবসাইট বা আপ্স দিয়ে টিকিট চেক করার সাথে ওয়েব চেক ইন, বিমানের ফ্লাইটের স্ট্যাটাস ও ফ্লাইটের সময় সূচি দেখা যাবে। ঘরে বসে অনলাইনে বিমান এর টিকিট চেক করার জন্য নিচের ধাপ গুলো ফলো করুন এবং অফিসিয়াল ওয়েব সাইট ওপেন করুন।
বিমানের টিকেট চেক
আগের সময়ে বিমানের টিকিট খুব সহজে চেক করা যেতো না। এজন্য সরাসরি বিমানের টিকিট কেন্দ্রে যাওয়া লাগতো। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ অনেক পরিবর্তন আনা হয়েছে। অনলাইনের এই যুগে ঘরে বসেই টিকিট সম্পর্কিত সকল সার্ভিস প্রদান করা হচ্ছে। এজন্য অফিসিয়াল ওয়েবসাই ও মোবাইল এপ্স রয়েছে। ইউসারদের সঠিক নিয়ম মেনে টিকিট গুলো চেক করতে হবে। টিকিট যাচাই করার জন্য সঠিক গাইড লাইন প্রয়োজন। কিভাবে https://www.biman-airlines.com/ থেকে বিমানের টিকিট দেখতে হয় তার গাইড লাইন এখানে শেয়ার করেছি। ওয়েবসাইট ভিজিট করতে হবে। ওয়েবসাইট থেকে টিকিট চেকিং এর অপশন খুঁজে বের করতে হবে। টিকিটে থাকা পিএনআর নাম্বার ও লাস্ট নাম লিখতে হবে। এরপর সার্চ করার সাথে সাথে টিকিটের সকল তথ্য পাওয়া যাবে।
বিমানের টিকেট চেক করার পদ্ধতি ২০২৪
টিকিট চেক করার ওয়েবসাইট সব সময় আপডেট রাখা হয়। যার কারণে কোনো কোনো তথ্য পরিবর্তন দেখা যায়। তাই নতুন নিয়মে চেক করার প্রসেস জানতে হবে। টিকিট চেক করার জন্য গুগলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিখে সার্চ করে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর ওয়েবসাইটে প্রবেশ করে বিমানের টিকেট চেক করার পদ্ধতি গুলো ফলো করুন।
- গুগল থেকে https://www.biman-airlines.com/#manage-booking এই ঠিকানায় ভিজিট করুন।
- এখন PNR Code লিখুন।
- টিকিটে থাকা Last Name/Surname লিখুন।
- সার্চ অপশনে ক্লিক করুন।
এই ভাবে সার্চ করার পর আপনার টিকিট টি তাদের সার্ভারে দেখানো হবে। সেখানে টিকিটের সকল তথ্য পাওয়া যাবে। তবে কোনো তথ্য ভুল দিয়ে সার্চ করলে টিকিট টি অনলাইনে পাওয়া যাবে না।
মোবাইল দিয়ে বিমানের টিকেট চেক করার নিয়ম
মোবাইল এপ্স থেকেও বিমানের টিকিট যাচাই করা যাবে। এজন্য Biman Bangladesh Airlines Ltd – Dhaka এপ্স গুগল প্লে স্টোর বা এপ্স স্টোর থেকে ইন্সটল করতে হবে। এপ্স টি ওপেন করবেন। https://play.google.com/store/apps/details?id=com.a4aero.Biman&hl=en&gl=US. মোবাইল এপ্স দিয়ে চেক করার সময় কিছুটা পরবর্তন দেখা যাবে। তবে নিচে দেওয়া নিয়ম গুলো ফলো করলে খুব সহজে টিকিট চেক করতে পারবেন।
১। প্রথমে এপ্স টি মোবাইলে নামিয়ে নিবেন।
২। এপ্স টি দেখতে নিচের ইমেজের মতো হবে। এরপর এপ্স এর উপরের অংশের ডান পাশে থাকা মেনুতে ক্লিক করবেন।
৩। মেনুতে ক্লিক করার পর Online Check-In নেমে একটি অপশন পাওয়া যাবে। সেখানে ক্লিক করুন।
৪। নতুন একটি ইন্টারফেস পাওয়া যাবে। সেখানে কিছু তথ্য দেওয়া লাগবে।
৫। এখন বুকিং রেফারেন্স নাম্বার লিখুন। এটি টিকিটে দেওয়া থাকে।
৬। লাস্ট নাম লিখুন।
৭। এখন Retrieve অপশনে ক্লিক করুন।
ক্লিক করার পর ঐ টিকিটের সকল তথ্য পাওয়া যাবে। এছাড়া বিকল্প পদ্ধতিতে টিকিট নাম্বার দিয়েও টিকিট চেক করা যাবে। এজন্য Hide Additional Option এ ক্লিক করতে হবে। ক্লিক করার পর আরও দুই টি অপশন পাওয়া যাবে। প্রথমে টিকিট নাম্বার লিখতে হবে। এরপর নাম্বের শেষ অংশ লিখতে হবে। তারপর Retrieve বাটনে ক্লিক করবেন। যেকোনো এক পদ্ধতিতে টিকিট চেক করবেন।
শেষ কথা
এই দুইভাবেই টিকিট চেক করা যাবে। যেকোনো একটি নিয়ম ফলো করবেন। টিকিট চেক করার পূর্বে টিকিট টি সাথে নিয়ে নিবেন। এটি প্রয়োজন হবে। এখানে টিকিট দেখার সকল গাইড লাইন বিস্তারিত শেয়ার করেছি। ওয়েবসাইট ও মোবাইল এপ্স ব্যবহারের পূর্বে বিমানের টিকেট চেক করার ও পদ্ধতি ধাপে ধাপে ফলো করবেন।
আরও দেখুনঃ