কানাডা টুরিস্ট ভিসা খরচ কত টাকা

বিদেশ যাওয়ার জন্য অনেক ক্যাটাগরির ভিসা রয়েছে। তবে ভ্রমণ বা ঘুরাঘুরি করার জন্য বিদেশ যেতে টুরিস্ট ভিসা বানাতে হয়। যাকে ভিজিট ভিসাও বলা হয়। বাংলাদেশ থেকে কানাডায় যেতে টুরিস্ট ভুসার মাধ্যমে পারমিশন নিতে হবে। ভিসার মেয়াদ, পর্যটন সময়কাল, ভিসা আবেদন বর্তমান ডলার রেট ও এজেন্সিদের উপর ভিসা খরচ নির্ভর করে। সাধারণত কানাডা টুরিস্ট ভিসা আবেদন খরচ প্রায় ২ লাখ টাকা। 

এছাড়া আরও অনেক খরচ আছে। ভিসা আবেদনের খরচ, প্রসেসিং খরচ, পাসপোর্ট খরচ সহ মেডিকেল খরচ প্রয়োজন হবে। আর বাংলাদেশ থেকে ভিজিট ভিসা কানাডা যেতে আরও প্রায় ২ লাখের বেশি টাকা লাগবে। কানাডায় টুরিস্ট ভিসায় যেতে কত টাকা লাগতে পারে, ভিসার দাম কত, ভিসা খরচ কত টাকা ও যাতায়াত খরচ সম্পর্কে জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন।

কানাডা টুরিস্ট ভিসা খরচ

একটি দেশের ভিসা বানানো খুব সহজ নয়। এজন্য অনেক গুলো ধাপ রয়েছে। এই ধাপ গুলো অতিক্রম করে ভিসা পেতে হবে। ১৫ বছরের কম বয়সেইদের জন্য কানাডার ভিজিট ভিসা বা টুরিস্ট ভিসা ফ্রি করা হয়। তাদের জন্য কোনো ভিসা লাগবে না। প্রাপ্ত বয়স্কদের জন্য অবশ্যই ভিসা লাগবে। একটি দেশের ভিসা বানানোর জন্য আবেদন ফি, প্রসেসিং ফি, ভিসা হাতে পাওয়ার জন্য ফি সহ আরও বিভিন্ন টেস্টের ফ্রি প্রদান করতে হবে। এই সকল কাজ করতে প্রায় ২ লাখের মতো খরচ হয়।

এছাড়া ফ্রিতে লটারি জেতার মাধ্যমে বিন্যমুল্য কানাডায় ভ্রমণ করার সুযোগ থাকে। আর এজেন্সিদের মাধ্যমে ভিসা বানিয়ে কানাডায় আসতে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা লাগে ভিসার জন্য। কানাডার ভিসা আবেদন ফি বর্তমানে প্রায় ৭৮০০ টাকা। এছাড়া বায়োমেট্রিক ফি প্রায় ৬৬০০ টাকা। ভিসা প্রসেসিং খরচ এজেন্সি অনুযায়ী ১ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা। সকল খরচ মিলিয়ে কানাডা টুরিস্ট ভিসা খরচ ২ লাখ টাকা। আর ভিসার দাম সহ কানাডার ভিজিট ভিসার মোট খরচ ৫ লাখ থেকে ৬ লাখ টাকা।  

কানাডা যেতে কত টাকা লাগে ২০২৪

কানাডা ভিজিট ভিসা খরচ

ভ্রমণের জন্য ভিজিট ভিসা বা টুরিস্ট ভিসা বানাতে হয়। এই দুই ভিসা একই। তাই কেউ যদি টুরিস্ট ভিসা বানান, এর মানে আপনি ভিজিট ভিসাও বানিয়েছেন। কানাডা ভিজিট ভিসা খরচ ভিসা দাম সহ ৫ লাখ থেকে ৬ লাখ টাকা। ভিসা কোম্পানি বা এজেন্সিদের উপরে এই খরচ নির্ভর করে। তাই ভিসা বানার পূর্বে বিভিন্ন এজেন্সিতে যাচাই করে দেখবেন।

কানাডা টুরিস্ট ভিসার দাম কত

যেকোনো ভিসার দাম এজেন্সিদের উপর নির্ভর করে। সাধারণ সকল এজেন্সি বেশি দাম নিয়ে ভিসা বানিয়ে দিবে। তাই আপনাকে তাদের সাথে যোগাযোগ ও যাচাই করে ভিসা বানাতে হবে। এদিকে ডলারের রেট বৃদ্ধি পাওয়ায় টুরিস্ট ভিসা খরচ ও দাম বেড়েছে। বর্তমানে একটি টুরিস্ট ভিসায় আবেদন করতে প্রায় ২ লাখ টাকা লাগে। এখন কানাডা টুরিস্ট ভিসার দাম প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা। ভিসার দাম ও খরচ সহ কানাডার টুরিস্ট ভিসা পেতে বর্তমানে ৫ থেকে ৬ লাখ টাকা লাগবে। সরকারি ভাবে ভিজিট ভিসা পেলে ২ লাখের মতো খরচ হবে। আর লটারি জিতে কানাডা আসতে পারলে ২ লাখের কমও খরচ হতে পারে। যেকোনো এজেন্সির মাধ্যমে কানাডার ভিজিট বা ভ্রমণের ভিসার জন্য দাম সহ মোট ৬ লাখ টাকা খরচ হবে।

কানাডা ভিসার দাম কত ২০২৪

কানাডা টুরিস্ট ভিসা আবেদন খরচ কত

টুরিস্ট ভিসার জন্য প্রথমে আবেদন করতে হবে। এজন্য ভিসা আবেদন ফি রয়েছে। আবেদনের জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট ব্যবহার করে নিজে নিজেও আবেদন করা যাবে। নিজে না করতে পারলে এজেন্সিদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের কে কোন ধরনের ভিসা বানাতে চাচ্ছেন তা বলতে হবে। তবে তারা আবেদন ফি বেশি নিবে। সাধারণত কানাডা টুরিস্ট ভিসা আবেদন খরচ ১৫০০০ থেকে ২৩০০০ টাকা। সময়ের সাথে এর আবেদন খরচ কম বেশি হবে।

কানাডা টুরিস্ট ভিসায় যেতে কত টাকা খরচ হবে

ভিসা বানানোর পূর্বে অবশ্যই পাসপোর্ট করতে হবে। এই পাসপোর্ট এর খরচ ১৫ হাজার থেকে ২০হাজারের মধ্যে। টুরিস্ট ভিসার দাম ও খরচ ৫ থেকে ৬ লাখ টাকা। এছাড়া কানাডা যেতে বিমান ভাড়া রয়েছে ১ লাখ থেকে ২ লাখ টাকা। এ সকল খরচ সহ কানাডার টুরিস্ট ভিসায় যেতে মোট ৭ থেকে ৮ লাখ টাকা লাগবে। তবে ভিসার মেয়াদ, ভ্রমণকাল এই খরচের মধ্যে নির্ভর করে। যত বেশি দিন ভ্রমণ করবেন ভ্রমণের ভিসার খরচ তত বেশি হবে। তবে টুরিস্ট ভিসায় যেতে প্রায় ৮ লাখ টাকা খরচ হবে।

শেষ কথা

বেশ কয়েকটি মাধ্যমের উপর কানাডার ভিজিট ভিসার খরচ নির্ভর করে। সাধারণত এই ভিসার খরচ ২ লাখের কাছাকাছি। কিন্তু ভিসার দাম ও এজেন্সিদের খরচ সহ প্রায় ৬ লাখের মতো লাগবে। তাই ভিসা বানানোর পূর্বে বেশ সতর্ক হতে হবে। সময়ের সাথে কানাডার টুরিস্ট ভিসা খরচকম বেশি হতে পারে।

আরও দেখুনঃ

কানাডা স্টুডেন্ট ভিসায় যেতে কত টাকা লাগে ২০২৪

কানাডা কৃষি ভিসা আবেদন করার নিয়ম ২০২৪