সৌদি আরবের মুদ্রাকে রিয়াল এবং বাংলাদেশের মুদ্রাকে টাকা বলা হয়। সৌদি আরবের এক টাকা বাংলাদেশের টাকার সাথে তুলনা করলে অনেক বেশি হবে। এক দেশের টাকার সাথে অন্য দেশের টাকার মানের মধ্যে মিল নেই। তবে টাকার রেট একই। যেমন বাংলাদেশের ১০০ টাকা দিয়ে যে সকল জিনিস ক্রয় করা যাবে, সেই ১০০ টাকায় সৌদি আরবে ১ টি জিনিস ক্রয় করা যেতে পারে। টাকার মান ভিন্ন কিন্তু টাকার রেট একই। সৌদি আরবের এক রিয়াল বাংলাদেশি টাকায় প্রায় ২৯ টাকা ৪৪ পয়সা। তবে সময়ের সাথে এও টাকার রেট কম বেশি হয়।
সৌদি টাকা বাংলাদেশের কত টাকা
বর্তমান সময়ে সৌদি আরবের টাকার রেট একটু বেশি। কোনো সৌদি প্রবাসী বাংলাদেশে ১ রিয়াল এক্সচেঞ্জ করলে প্রায় ২৯ টাকার উপরে পাবে। একই পাবে বাংলাদেশি কোনো ব্যাক্তি বাংলাদেশি ১০০ টাকাকে রিয়ালে কনভার্ট করলে 3.40 রিয়াল পাবে। বিভিন্ন ব্যাকং ও টাকা এক্সচেঞ্জকারি ভিন্ন রেটে মুদ্রা বিক্রি করে। সাধারণ যেকোনো ব্যাংকে কিছুটা কম মূল্য টাকা এক্সচেঞ্জ করে দিবে। যেমন সৌদি আরবের ১ রিয়াল বাংলাদেশে ২৯ টাকা হলে, তারা সেই ১ রিয়ালের পরিবর্তে ২৭ থেকে ২৮ টাকা দিবে। কিছু সময় এর থেকে কম রেট দিয়ে থাকে। সব সময় টাকার রেট পরিবর্তন হয়। সাধারণত সৌদি আরবের এক টাকা বাংলাদেশে ২৮ টাকার উপরে। সৌদি টাকা বাংলাদেশের কত টাকা তা প্রতিদিন চেক করে জানতে হবে।
বাংলাদেশে আজকে সৌদি আরবের টাকার রেট
আজকে ১৫ই মার্চ, ২০২৪ তারিখ। আজকের দিনে বাংলাদেশে সৌদি আরবের ১ রিয়ালের রেট 29.44 টাকা। তবে যেকোনো ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে এর থেকে কম রেট দিবে। বিভিন্ন চার্জ সহ ২৩ থেকে ২৪ টাকা রেট দিতে পারে। এটা প্রতি ব্যাংকের উপর নির্ভর করে।
সৌদি ১ টাকা বাংলাদেশের কত টাকা
সৌদিআরবের ১ টাকা অর্থাৎ ১ রিয়াল বাংলাদেশে বর্তমানে ২৯ টাকার উপরে। সব সময় একই রেট পাওয়া যাবে না। এমন অনেক সময় এই রিয়ালের দাম ১৮ টাকাও হতে পারে। এই টাকার রেট বিশ্ববাজারের উপরে নির্ভর করে। বিশ্ববাজারে টাকার রেট সব সময় পরিবর্তন হয়। ২০২৪ সালে এখন পর্যন্ত সৌদি ১ টাকা বাংলাদেশে ২৯ টাকা ৪৪ পয়সা পর্যন্ত হয়েছে। যা বর্তমানে সর্বোচ্চ রেটে পাওয়া যাচ্ছে। আবার এই রেট কমে যেতে পারে বা এর থেকে বেশিও হতে পারে।
সৌদি ১ রিয়াল বাংলাদেশে কত টাকার সমান
বাংলাদেশে টাকা সৌদি আরবে ব্যবহার করা যাবে না। আবার সৌদি আরবের টাকা বাংলাদেশে ব্যবহার করা যাবে না। কিন্তু ঐ টাকাকে বিভিন্ন ব্যাংক বা মানি এক্সচেঞ্জ থেকে একটি নির্দিষ্ট রেট অনুযায়ী দুই দেশের টাকায় কনভার্ট করা যাবে। এজন্য সরকার কর্তিক বিশ্ববাজারে টাকার রেট নির্ধারন করা থাকে। বর্তমানে সৌদি ১ রিয়াল বাংলাদেশে ২৯.৪৪ টাকার সমান। কিছুদিন আগে ২৯ টাকা ২৭ পয়সা ছিলো। এক সময়ে ২৯ টাকা ১৩ পয়সা হয়েছিলো। সময়ের সাথে টাকার রেট কম বেশি হয়। তাই এখানে দেওয়া টাকার রেট ধারনা হিসেবে নিতে হবে।
সৌদি ১০০ টাকা বাংলাদেশে কত টাকা
টাকার রেট হিসাব করার জন্য অনেক ধরনের ক্যালকুলেটর আছে। কিন্তু গুগলে দেওয়া টাকার রেট এর সাথে ব্যাংক বা মানি এক্সচেঞ্জ এ সেই একই রেট দেওয়া হয় না। বর্তমানে সৌদি আরবের ১ টাকা বাংলাদেশে ২৯ টাকার উপরে। কিন্তু এই টাকা এক্সচেঞ্জ করলে ২৪ থেকে ২৫ টাকা পাওয়া যাবে। সৌদি ১০০ টাকা বাংলাদেশে 2943.57 TK. এই রেট আবারো পরিবর্তন হবে।
সৌদি আরবের ৫০০ টাকা বাংলাদেশে কত টাকা
২৯ সৌদি রিয়াল বাংলাদেশে প্রায় ১ টাকা। সে হিসেবে সৌদি আরবের ৫০০ টাকা বাংলাদেশে 14717.83 টাকা। সব সময় এই রেট থাকবে না। এর থেকে কম রেতেও টাকা এক্সচেঞ্জ হতে পারে। অনেক সময় সৌদি আরবের ৫০০ টাকা বা ৫০০ রিয়াল এর দাম বাংলাদেশে ১৪৭০০ টাকাও হয়। সময়ের সাথে টাকার রেট পরিবর্তনশীল।
সৌদি টাকা বাংলাদেশে ব্যাংকে কত টাকা
বাংলাদেশে যেকোনো ব্যাংক থেকে রিয়াল টু টকা বা টাকা টু রিয়ালে এক্সচেঞ্জ করা যাবে। তবে যেকোনো ব্যাংকে টাকার রেট আরও কম। বিশ্ব বাজারে বর্তমানে সৌদি আরবের ১ রিয়াল বাংলাদেশে ২৯ টাকার উপরে। কিন্তু বিভন্ন ব্যাংকে এই রেট ২৩ থেকে ২৪ টাকা। তাই টাকা এক্সচেঞ্জ করার আগে টাকার রেট যাচাই করে নিবেন।
শেষ কথা
সব সময় টাকার রেট পরিবর্তন হয়। এজন্য টাকার নির্ভুল রেট বলা সম্ভব নয়। আপনাদের কে ধারনা স্বরূপ টাকার রেট জানতে হবে। সাধারণত সৌদি আরবের এক টাকা বাংলাদেশে ২৮ তাহাকা থেকে এর কিছুটা উপরে। আশা করছি সৌদি টাকা বাংলাদেশের কত টাকা এই বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন।
আরও দেখুনঃ