কানাডা ১ টাকা বাংলাদেশের কত টাকা ২০২৪

কানাডার মুদ্রার নাম হচ্ছে ডলার। যদি কোনো কানাডা প্রবাসী বাংলাদেশে কানাডার টাকা পাঠায়, তাহলেই ঐ টাকা ডলারে পাঠানো হয়। এরপর বাংলাদেশি ডলারের রেট এ তালা এক্সচেমজ করতে হয়। এই ডলারের রেট এক এক সময়ে এক এক রকম থাকে। যার কারণের সময়ের পরিবর্তনে টাকার মান কম বেশি হয়। কানাডা ১ টাকা বাংলাদেশের কত টাকা?

এই বিষয় জানতে বাংলাদেশে কানাডার ডলারের রেট জানতে হবে। গুগল কর্তিক অনলাইন ক্যালকুলেটরে প্রতি দিনের টাকার রেট দেওয়া থাকে। তবে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক ও টাকা এক্সচেঞ্জ প্রতিষ্ঠান অনুযায়ী টাকার মান কম বেশি হয়। জেনে নেওয়া যাক কানাডায় এক টাকা বাংলাদেশের কত টাকার সমান।

কানাডা ১ টাকা বাংলাদেশের কত টাকা

এখন পর্যন্ত বাংলাদেশের কানাডার ডলারের রেট ৮২ টাকা ২৩ পয়সা পর্যন্ত ছিলো। বর্তমানে কিছুটা কমেছে। যেকোনো সময়ে এই রেট পরিবর্তন হবে। বর্তমানে কানাডা ১ টাকা বাংলাদেশের ৮১.৩৫ টাকা পর্যন্ত। সময়ের পরিবর্তনে টাকার মান পরিবর্তন হয়েছে। এভাবে প্রতিদিন বাংলাদেশের কানাডার টাকার রেট পরিবর্তন হবে। এজন্য আমাদের কে প্রতিদিনের রেট জানতে হবে। তাই সাধারণ ভাবে বাংলাদেশে কানাডার ডলারের রেট ধারনা হিসেবে নিতে হবে।

কানাডার ১ ডলার বাংলাদেশি কত টাকা

কানাডার মুদ্রাকে ডলার বলা হয়। এক এক দেশের ডলারের রেট এক এক রকম। যেমন ইউএস ডলার বাংলাদেশের প্রায় ১১০ টাকা বা এর বেশি। কিন্তু কানাডিয়ান ডলার সেখানে ৮৫ টাকার নিচে। কানাডার ১ ডলার বাংলাদেশি 81.35 টাকা। এই টাকার রেট আবারো পরিবর্তন হবে।

কানাডা ১ টাকা বাংলাদেশের কত টাকা ২০২৪

২০২৪ সালের দিকে বাংলাদেশে বিভিন্ন দেশের ডলার, পাউন্ড বা টাকার মান বেড়েছে। সেই দিক দিয়ে কানাডার টাকার মান বাংলাদেশের বেড়েছে। যদিও বর্তমানে ২০ থেকে ৩০ পয়সা কমেছে। ২০২৪ সালে মার্কিন ডলারের মান ১০০ টাকার বেশি। তবে কানাডিয়ান ডলারের রেট এখনো ৮৫ টাকার নিচেই রয়েছে। এই বছরে কানাডার এক টাকা বাংলাদেশের ৮০.৯০ টাকা থেকে ৮২.২৩ টাকা পর্যন্ত। বিভিন্ন ব্যাংক ও টাকা এক্সচেঞ্জ এ ডলারের রেট এর থেকে কমও হতে পারে। ডলার এক্সচেঞ্জ করার পূর্বে বাজারে এই মান যাচাই করে নিবেন।

আজকে কানাডা ১ টাকা বাংলাদেশের কত টাকা

আজ ১৮ই ফেব্রুয়ারি। আজকে বাংলাদেশের কানাডার এক টাকা বাংলাদেশের 81.35 টাকা। এই সময়ে টাকা বৃদ্ধির হার কিছু কমেছে। আবারো যেকোনো সময়ে টাকার মান বেড়ে যাবে। বিশ্ববাজার অনুযায়ী ডলারের রেট আপ-ডাউন করছে। তাই প্রতি দিনের টাকার রেট গুলো জেনে নিতে হবে।

কানাডার ১ টাকা ভারতের কত টাকা

বর্তমানে ভারতে কানাডার টাকার রেট 61.53 টাকা। যা বাংলাদেশের রেট এর থেকে অনেক কম। তবুও বাংলাদেশ ও ভারতে কানাডার টাকার মান একই। ভারতে এক সময় কানাডার ডলারের রেট ৬১ টাকা ১৯ পয়সা পর্যন্ত ছিলো। এখন সেই টাকার রেট বেরেছিলো। তবে এখন সমীকরণ আবার নেমেছে। এই ভাবেই প্রতি নিয়ত টাকার মান কম বেশি হচ্ছে। সাধারণত কানাডার ১ টাকা ভারতের ৬০ থেকে ৬২ টাকা।

শেষ কথা

বর্তমানে বিশ্ববাজারের ডলারের রেট বেশি। তাই এখন কানাডার ডলারের রেট বাংলাদেশি অনেক বেশি। ডলারের বাজার দর প্রতি দিন পরিবর্তন হয়। যার কারণে প্রতি দিনের ডলারের জেনে টাকা এক্সচেঞ্জ করতে হবে। বাংলাদেশের বিভিন্ন ব্যাংক ও টাকা এক্সচেঞ্জ প্রতিষ্ঠান অনুযায়ী টাকার মান কম বেশি হয়। তাই বাজার যাচাই করে টাকা এক্সচেঞ্জ করবেন। আশা করছি কানাডা ১ টাকা বাংলাদেশের কত টাকা তা বিস্তারিত বুঝতে পেরেছেন।

আরও দেখুনঃ

দুবাই টাকার রেট বাংলাদেশ 2024

আজকের দুবাই টাকার রেট ২০২৪