পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক মালয়েশিয়া ২০২৪

কয়েকটি পদ্ধতিতে মালয়েশিয়ার ভিসা চেক করা যায়। এর মধ্যে সহজ মাধ্যমে হচ্ছে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক মালয়েশিয়া ওয়েবসাইটের মাধ্যমে। বর্তমান সময় বাংলাদেশ থেকে মালয়েশিয়ার ভিসা এজস্নি অফিস্যাল ওয়েবসাইটে লগইন করে ভিসা চেক করা যায়। এজন্য পাসপোর্ট নাম্বার প্রয়জন হবে।

এরপর eservices.imi.gov.my এই ওয়েবসাইট থেকে বিভিন্ন তথ্য প্রদানের মাধ্যমে ভিসা চেক করতে হবে। ভিসা চেক করতে ভিসা ও পাসপোর্ট নাম্বার, জাতীয়তা ও ক্যাপচা কোড প্রয়োজন হবে। পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার সম্পূর্ণ নিয়ম দেখেনিন।

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক মালয়েশিয়া

ভিসা চেক করার পূর্বে আপনার পাসপোর্ট টি সংগ্রহ করে নিন। সেখানে থাকা পাসপোর্ট নাম্বার টি প্রয়োজন হবে। এরপর আপনাকে গুগল থেকে মালয়েশিয়ার ভিসা চেক করার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তাই Malaysia visa check লিখে সার্চ করুন এবং প্রথম ওয়েবসাইট টি ভিজিট করুন। যারা নতুন ভিসার জন্য আবেদন করেছেন সরাসরি https://malaysiavisa.imi.gov.my/evisa/vlno_checkstatus.jsp এই ঠিকানায় ভিজিট করুন। এরপর িচে দেখানো নিয়ম অনুসরণ করে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক মালয়েশিয়া অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিসা চেক করেনিবেন।

১। প্রথমে প্রদত্ত ওয়েবসাইট টি ভিজিট করুন। সেখানে মোট ৩ টি অপশন আছে। এগুলো পূরণ করে ভিসা স্ট্যাটাস দেখতে হবে।
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক মালয়েশিয়া

২। এখন Passport Number এর ঘরে আপনার মালয়েশিয়ার পাসপোর্ট নাম্বার লিখুন।

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক মালয়েশিয়া
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক মালয়েশিয়া

৩। Sticker Number এখানে পাসপোর্ট এর Sticker Number টি লিখুন। ঐ পাসপোর্ট এর মধ্যে এটি দেওয়া আছে।
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক মালয়েশিয়া

৪। এখন একটি ক্যাপচা দেওয়া আছে। এই ক্যাপচা টি পূরণ করুন।

৫। যদি আপনার ভিসা পেয়ে থাকেন, তাহলে I have obtained my eVISA. এখানে টিক মার্ক দিবেন। না পেয়ে থাকলে টিক মার্ক দেওয়া যাবে না।

৬। এখন দেখতে চেক বাটনে ক্লিক করুন।

এর মাধ্যমে ভিসার অবস্থা দেখা যাবে। এটাকে মালয়েশিয়া ই-ভিসা চেকও বলা হয়। এই পদ্ধতিতে নতুন ভিসার স্ট্যাটাস ও পুরাতন ভিসার সত্যতা যাচাই করা যাবে।

মালয়েশিয়া ভিসা আবেদনের অবস্থা যাচাই করার নিয়ম

এই পদ্ধতিতে নিয়োগকর্তার পরিচয়পত্র নাম্বার বা কোম্পানি নিবন্ধন নাম্বার দিয়ে ও আবেদন নাম্বার দিয়ে আবেদন স্থিতি অনুসন্ধান করা যাবে। নিচে দেওয়া পদ্ধতি ফলো করে মালয়েশিয়া ভিসা আবেদনের অবস্থা যাচাই করুন।

১। প্রথমে গুগলে Malaysia visa check লিখে সার্চ করুন। সার্চ করার পর Application Status Inquiry নামে একটি ওয়েবসাইট দেখা যাবে। অথবা https://eservices.imi.gov.my/myimms/PRAStatus?type=36&lang=en এই ঠিকানায় ভিজিট করুন।
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক মালয়েশিয়া

২।ওয়েবসাইট টি নিচের ইমেজের মতো দেখা যাবে। সেখানে নিচের দিলে লাল মার্ক করা অংশের অপশন গুলো পূরণ করতে হবে।

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক মালয়েশিয়া

৩। Employer Identification Card No. বা Company Registration No. এর যেকোনো একটি লিখুন।

৪। Application Number এ ভিসা আবেদনের নাম্বার টি লিখুন।

৫। এরপর সার্চ বাটনে ক্লিক করুন।

সার্চ করার পর নিচের ছকে বিভিন্ন তথ্য দেওয়া থাকবে। সেখান থেকে আবেদনের অবস্থা যাচাই করা যাবে

শেষ কথা

দুই টি আলাদা পদ্ধতিতে মালয়েশিয়ার ভিসা চেক করা যাবে। একটি হচ্ছে আবেদনের অবস্থা জানার জন্য, আরেকটি হচ্ছে ভিসার সত্যতা যাচাই করার জন্য। এখানে দেওয়া সকল নিয়ম ফলো করে ভিসা চেক করতে পারবেন। আশা করছি পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক মালয়েশিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

আরও দেখুনঃ

ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম ২০২৪

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক ২০২৪

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক ২০২৪