শবে বরাতের নামাজের নিয়ত বাংলাতে কিভাবে করতে হয়

রোজ রবিবার ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ সালে পবিত্র শবে বরাত পালন করা হবে। দান-কয়রাত, জিকির, দোয়া -দরুদ, কুরআন পাঠ ও নামাজের মাধ্যমে শবে বরাত পালন করা যায়। এই দিনের প্রধান উদ্দেশ্য হচ্ছে রাত জেগে আল্লাহ তায়াল্র ইবাদতে মুশগুল থাকা। ইসলামিক যেকোনো ইবাদত ও আমলের মধ্যে দিয়ে শবে বরাত পালন করতে পারবেন। তবে সালাত আদায়ের জন্য শবে বরাতের নামাজের নিয়ত পড়তে হবে।

নিয়ত টি সহজ হলেও আমাদের অনেকের মনে নেই। এছাড়া আরবি ভাষা বুঝতে না পারায় নিয়ত পড়ার অনেক জটিল। এজন্য বিকল্প হিসেবে শবে বরাতের নামাজের নিয়ত বাংলায় উচ্চারণ সহ লিখে দেওয়া হয়েছে। বাংলাতে নিয়ত করেও নামাজ আদায় করা যাবে। ২ রাকাত করে শবে মেরাজের নামাজ পড়তে হবে। প্রতি রাকাত নামাজের জন্যও দোয়াতই পড়ে নিয়ত করতে হবে।

শবে বরাতের নামাজের নিয়ত

মুসলিমদের সঠিক পথে চলার জন্য আল্লাহপাক কুরআন নাজিল করেছে। পৃথিবীর এমন কোনো জিনিস নাই, যে এই কুয়াআনে পাওয়া যাবে না, মানুষের জীবন যাপন ও সকল বিষয় সম্পর্কে আল কুরআনে সঠিক ভাবে উল্লেখিত আছে। শবে বরাত পালনের নিয়ম, কিভাবে নামাজ পড়তে হয় ও কিভাবে বিয়ৎ করতে হয় তা এই কুরআন শরিফে উল্লেখ আছে। সালাতের নিয়তিও আরবি ভাষায় কুরআন শরিফে উল্লেখিত আছে।ভাষা না জানার কারণে আমরা এ সকল বিষয়ে জানি না। সহিস শুদ্ধভাবে নামাজের জন্য নিয়ত করতে হবে।

শবে বরাতের নামাজের নিয়ম আরবিঃ نَوَيْتُ أَنْ أُصَلِّيَ لِلَّهِ تَعَالَى رَكْعَتَيِ الْوِتْرِ لَيْلَةَ الْبَرَاءَةِ تِسْعًا وَعَشْرِينَ نَفْلًا مُتَوَجِّهًا إِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيفَةِ، اللَّهُمَّ أَكْبَرُ

শবে বরাতের নামাজের নিয়ত বাংলা উচ্চারণ

অনেক মুসলমান আরবি ভাষা না জানায় আরবি লেখা বুঝে না। যার কারণে নামাজের নিয়ত গুলো মুখস্থ করতে পারে না। নামাজের জন্য উক্ত নিয়ত টি সঠিক ভাবে বাংলাতে পরেও নিয়ত করা যাবে। তবে বাংলা উচ্চারণ গুলো সহিহ ও শুদ্ধ হতে হবে। শবে বরাতের নামাজের নিয়ত বাংলা উচ্চারণঃ নাওয়াইতুআন্ উছল্লিয়া লিল্লা-হি তাআ-লা- রাকআতাই ছালা-তি লাইলাতিল বারা-তিন্ -নাফলি, মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল্ কাবাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার

এই বাংলা ভাষায়ও যাদের উচ্চারণ করতে অসুবিধা হবে, তারা আরেক উপায়ে নিয়ত করতে পারবেন। নিয়ত টি হচ্ছে সম্পূর্ণ বাংলায়। ‘শবে বরাতের দুই রাকাত নফল নামাজ/ সালাত কিবলামুখী হয়ে পড়ছি, আল্লাহু আকবর’। যারা উচ্চারণ করতে পারবেন না, তারা এভাবে নিয়ত করেও নামাজের জন্য প্রস্তুত হতে পারবেন।

শবে বরাতের নামাজের নিয়ত কিভাবে করতে হয়

নিয়ত করা খুব সহজ। এজন্য ওযু বা গোসুলের মাধ্যমে পবিত্র হতে হবে। অন্যান্য নামাজের মতো নির্ধারিত নিয়ত পাঠ করে আল্লাহু আকবর বলে নিয়ত বাধতে হবে। নিয়ত করার জন্য শবে বরাত এর নামাজ এর নিয়ম মুখস্থ করবেন। উপরের অংশে নিয়ত টি আরবি ও বাংলা ভাষায় দেওয়া আছে। উক্ত নিয়ত নিত পড়ে আল্লাহু আকবর বলে নিয়ত বাধবেন। এরপর সঠিক নিয়ম অনুযায়ী নামাজ শুরু করতে হবে। ছেলে ও মেয়েদের কে একই নিয়ম টি পড়তে হবে। এর জন্য আলাদা কোনো নিয়ত নেই। মনে রাখবেন শবে বরাত এর নামাজ হচ্ছে নফল।

শবে বরাতের নামাজের নিয়ত ও দোয়া

এই নামাজের জন্য আলাদা নিয়ত ও দোয়া আছে। নিয়ত আলাদা ভাবে পড়তে হলেও, দোয়া যেকোনো ভাবে পড়া যাবে। প্রত্যেক রাকাত নামাজ শেষে আপনারা আল্লাহুম্মা ইন্নাকা আফুওন তুহিব্বুল আফও, ফা’ফু আন্নি এই দোয়া পড়তে পারেন। এটি শবে বরাতে নামাজ শেষ পর নিবেন। এছাড়া নামাজের মোনাজাতের জন্য আলাদা দোয়া আছে।

রাব্বানা জ্বালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তার হামনা লানা কূনান্নাঁ মিলাল খাসিরীন। রাব্বানা আতিনা ফিদ্দনইয়া হাসানাতাঁও ওয়া ফিল আ-খিরাতি হাসানাতাঁও ওয়া ক্বিনা-আযাবান্নাঁর।আল্লাহুম্মা বায়িদ বাইনা ওয়া বাইনা খাতায়ানা কামা বা আদতা বাইনাল মাশরিক্বি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাককিনা মিনাজ জুনূব কামা ইয়ূনাক্কাছ ছাউবুল আবয়াদু মিনাদদানাস। আল্লাহুম্মাগসিল খাতায়-না বিল মা-ই ওয়াছ ছালজি ওয়াল বারদ। রাব্বির হাম হুমা কামা রাব্বিইয়ানী ছগিরা। রাব্বানা ফাগফিরলানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যিআতিনা ওয়া তাওয়াফ্‌ফানা মায়াল আবরার। (সূরা আল ইমরান, আয়াতঃ ১৯৩)

শেষ কথা

মুসলমানদের জন্য পাছ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। আর শবে বরাতের নামাজ হচ্ছে নফল ইবাদত। তাই নামাজ না পরেও শবে বরা এর ইবাদত করা যাবে। তবে এই রাতে নামাজ কে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। নামাজের শুরুতে অবশ্যই সহিহ শুদ্ধভাবে নিয়ত করতে হবে। নিয়ত ভুল হলে নামাজ কভুল হবে না। তাই শবে বরাতের নামাজের নিয়ত মুখস্থ করে নিবেন।

আরও দেখুনঃ

সহিহ শুদ্ধ ভাবে শবে বরাতের নামাজের নিয়ম

শবে বরাত কবে