শবে বরাত কবে ২০২৪

শাবান মাসের মর্যাদা পূর্ণ রাতকে শবে বরাত বলা হয়। হাদিসের ভাষায় ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ তথা ১৫ শাবানের রাত হচ্ছে শব বরাতের রাত। ‘শব’ শব্দের অর্থ রাত, ‘বরাত’ অর্থ নাজাত বা মুক্তি। অর্থাৎ আল্লায় তায়ালার রহমত লাভের উদ্দেশ্য এবং নাজাত থেজে মুক্তি পেতে পবিত্র শবে বরাত পালন করা হয়। প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে এই উৎসব পালন করা হয়। ২০২৪ সালের শোবে বরাত কবে তা জেনে নেওয়া যাক।

শবে বরাত কবে

এটি মুসলিমদের একটি ধর্মীয় উৎসব। সকল মুসলমান তাদের পবিত্র দিন গুলোতে নামাজ বা ইবাদতের মাধ্যমে পালন করে। কেউ আবার এই দিনে রোজার নিয়ত করে এবং রোজা রাখে। তাই শবে বরাত কবে তা জেনে রাখা উচিৎ। এই বছর ইংরেজি সালের ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখে পবিত্র শবে বরাত পালন করা হবে। শোবে বরাত পালনের জন্য চাঁদ দেখার উপর নির্ভর করতে হবে। বিভিন্ন ইসলামিক সংস্থা মতে এই বছর ২৫ শে ফেব্রুয়ারিতেই শবে বরাতের রাত শুরু হবে।

শবে বরাত কবে ২০২৪

আরবি শাবান মাসের ১৫ তারিখে শবে বরাত পালিত হয়। আরভি মাসের তারিখ পরিবর্তন না হলেও, ইংরেজি ও বাংলা ক্যালেনাডার অনুযায়ী শবে বরাতের তারিখে পরিবর্তন হয়। তাই প্রতি বছর এর সঠিক তারিখ গণনা করতে হয়। ইংরেজি সাল অনুযায়ী প্রতি বছর ১০ থেকে ১২ দিন এই উৎসবের সময় এগিয়ে আসে। শবে বরাত ২০২৪ সালের ২৫শে ফেব্রুয়ারিতে পালন করা হবে।

2024 সালের শবে বরাত কত তারিখ?

গত বছর মার্চের ৬ তারিখে পবিত্র শবে বরাত পালন করা হয়েছে। ২০২৪ সালের সঠিক তারিখ টি গণনা করা হয়েছে। বিভিন্ন দেশের ইসলামিক সংস্থা চাঁদ গণনা করেছে। সেই অনুযায়ী 2024 সালের শবে বরাত ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ রবিবার পালন করা হবে। তাহলে ২৬ শে গেব্রুয়ারি শবে বরাতের জন্য সরকারি ছুটি থাকবে।

বাংলাদেশে শবে বরাত কবে পালন করা হবে

বিশ্বের মুসলিম দেশ গুলোতে এই মহান উৎসব টি পালন করা হয়। মধেপ্রাচের বিভিন্ন দেশ, সৌদি আরব, বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ আরও বেশ কয়েক দেশে এই উৎসব শুরু হয়। বাংলাদেশে শবে বরাত ২৫শে ফেব্রুয়ারি রবিবারে পালন করা হবে। শবে বরাতের রাতে বিভিন্ন ইবাদতের মাধ্যমে পালন করতে হয়।

শেষ কথা

ইসলামিক বিভিন্ন দিবস গুলো চাঁদ দেখার উপর নির্ভরশীল। তাউ আকাশে শবে বরাতের চাঁদ উঠলে ২৫ তারিখে উৎসব টি পালন করা হবে। ২৫ তারিখের পূর্বে ইসলামিক কমিটি গুলো এই সম্পর্কে চূড়ান্ত তারিখে প্রকাশ করবে। আশা করছি শবে বরাত কবে পালন করা হবে তা বিস্তারিত জানতে পেরেছেন।

আরও দেখুনঃ

শবে মেরাজের চাঁদ উঠছে কি? বিস্তারিত জেনেনিন

শবে মেরাজ কবে