সহিহ শুদ্ধ ভাবে শবে বরাতের নামাজের নিয়ম ২০২৪

নামাজ অনেক মুল্যভাব একটি ইবাদত। আল্লাহ তায়ালা প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ কে ফরজ করেছে। যেগুলো সময় অনুযায়ী পড়তে হবে। কিন্তু শবে বরাতের নামাজ বছর মাত্র একবার পড়া লাগবে। এটি মূলত নফল নামাজ। শবে বরাত বিভিন্ন ইবাদতের মাধ্যমে পালন করা যাবে। তবে নামাজ কে এই রাতের জন্য বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। শবে বরাতের রাত কে ভাগ্য পরিবর্তনের রাত বলা হয়। নিচে সহিহ শুদ্ধ ভাবে শবে বরাতের নামাজের নিয়ম বিস্তারিত দেওয়া আছে।

শবে বরাতের নামাজের নিয়ম

প্রতিটি নামাজের নিয়ম একই। তবে কিছু ক্ষেত্রে সামান্য পরিবর্তন দেখা যায়। যেমন নামাজের শুরুতে নিয়ত পড়তে হবে। নামাজের শুরুতে নিজেকে পাক পবিত্র রাখতে হবে। এজন্য অজু করে নিবেন। গোসল করার মাধ্যমে শবে মেরাজের নামাজ পড়া সবচেয়ে উত্তম। এরপর প্রথমে নাওয়াইতুআন্ উছল্লিয়া লিল্লা-হি তাআ-লা- রাকআতাই ছালা-তি লাইলাতিল বারা-তিন্ -নাফলি, মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল্ কাবাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার এই দোয়াতই পড়ে নামাজের জন্য নিয়ত করতে হবে।

প্রতি ২ রাকাত করে নগদল নামাজ পড়তে হবে। সর্বনিম্ন ৮ থেকে ১২ রাকাত নামাজ আদায় করার চেষ্টা করবেন। সারা রাত জেগেও শবে বরাত এর সালাত আদায় করতে পারবেন।

২ রকাত তহিয়াতুল অযুর নামায পড়ার নিয়মঃ 

  • প্রতি রকাতে আল হামদুলিল্লাহ ( সূরা ফাতিহা) পড়তে হবে
  • ১ বার আয়াতুল কুরসী
  • তিন বার  সূরা এখলাছ

দুই রকাত নফল নামায পড়ার নিয়মঃ 

  • প্রতি রকাতে সূরা ফাতিহা পড়া
  • ১ বার আয়াতুল কুরসী
  • ১৫ বার করে সূরা এখলাছ শরীফ
  • সালাম ফিরানোর পর ১২ বার দুরূদ শরীফ

আট রকাত নফল নামাযের নিয়মঃ 

  • প্রতি রকাতে সূরা ফাতিহা
  • সূরা এখলাছ ৫ বার
  • ১৫ বার করে সূরা এখলাছ শরীফ
  • সালাম ফিরানোর পর ১২ বার দুরূদ শরীফ

১২ রকাত নফল নামায এর নিয়ম 

  • সূরা ফাতিহা প্রতি রাকাতে পড়তে হবে
  • সূরা এখলাছ ১০ বার পড়তে হবে
  • নামায শেষ করে , ১০ বার কলমা তওহীদ
  • ১০ বার কলমা তামজীদ
  • এবং ১০ বার দুরূদ শরীফ

১৪ রকাত নফল নামায পড়ার নিয়মঃ 

  • প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়া
  • যেকোনো একটি সুরা পড়া

সহিহ শুদ্ধ ভাবে শবে বরাতের নামাজের নিয়ম ২০২৪

উপরের অংশে দেওয়া নিয়ম গুলো হচ্ছে সহিহ শুদ্ধ। তবে এটি যেহেতু নফল নামাজ তাই সাধারণ ভাবেও পড়া যাবে। আমাদের মাঝে অনেকে সুরা পারি না। তাড়াও নামাজ পড়তে পারবে। এজন্য নামাজের নিয়ত করতে হবে। আরবিতে না পারলে শবে বরাতের দুই রাকাত নফল নামাজ/ সালাত কিবলামুখী হয়ে পড়ছি, আল্লাহু আকবর’ এই ভাবেও নিয়ত করা যাবে। এরপর ২ রাকাত করে নফল নামাজ পড়তে হবে। প্রতি ২ রাকাতের জন্য একই সুরা পরলেও হবে (যদি কোনো সুরা না পারেন)

নামাজের নিয়তের পর সূরা ফাতিহা পড়বেন। এরপর যেকোনো একটি সুরা ১ বা ৩ বার পড়বেন। এরপর রুকু, সিজদাহ দিবেন। প্রতি ২ রাকাত নামাজ পড়ে সালাম ফিরাতে হবে। প্রতি ৪ রাকাত নামাজের পর শেষ বৈঠকে বসে কিছু সময় ধরুদ শরিফ বা যেকোনো দোয়া পড়তে পারেন। এভাবে ২ রাকার করে নামাজ পড়তে হবে।

শেষ কথা

নামাজের নিয়ম আরও জানতে হলে মসজিদের ইমাম বা মুসল্লিদের সাথে পরামর্শ নিতে পারেন। এছাড়া শবে বরাতের নামাজের শুরুতে মসজিদে ইমামগন নামাজের নিয়ত ও নিয়ম আলোচনা করবে। সেই নিয়মেও নামাজ পড়তে পারবেন। মেয়েদের কেউ এই একই নিয়মে নামাজ পড়তে হবে। শবে বরাতের নামাজে ছেলে ও মেয়েদের জন্য কোনো ব্যবধান নেই। আশা করছি সহিহ শুদ্ধ ভাবে শবে বরাতের নামাজের নিয়ম জানতে পেরেছেন।

আরও দেখুনঃ

শবে বরাত কবে