মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম ২০২৪

বাংলাদেশে পিএসসি থেকে শুরু করে অনার্স, মাস্টার্স, ডিগ্রি পরীক্ষা সহ বিভিন্ন পাবলিক পরীক্ষার রেজাল্ট দেখা যায়। অনলাইনে রেজাল্ট দেখার জন্য অফিসিয়াল ওয়েবসাইট আছে। ওয়েবসাইট গুলোতে বাংলাদেশ শিক্ষাবোর্ড ফলাফল পাবলিশ করে দেয়। পরীক্ষার্থীদের নিজস্ব বোর্ড রোল ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট বের করে নিতে হবে। তো রেজাল্ট গুলো কিভাবে দেখবেন? মোবাইলের মাধ্যমেই যেকোনো পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম ও সকল পদ্ধতি এই পোস্টে ধাপে ধাপে দেখানো হয়েছে।

মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম

মোবাইলে ২ ভাবে রেজাল্ট দেখা যায়। একটি অনলাইনে ওয়েবসাইট বা মোবাইল আপ্স দিয়ে। অন্যটি মোবাইলে এস এম এস এর মাধ্যমে। তবে সহজ হচ্ছে অনলাইনে দেখা। অনলাইনে মার্কশীট সহ রেজাল্ট বের করা যায়। বাংলাদেশ শিক্ষাবোর্ডের দুই টি অফিসিয়াল ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট গুলো থেকেই যেকোনো সালের পাবলিক পরীক্ষার ফলাফল অনলাইন থেকে দেখা যাবে।

পিএসসি, জেএসসি/ জেডিসি, এস এস সি/দাখিল, এইচ এস সি/আলিম বা কারিঘরি পরীক্ষার রেজাল্ট গুলো Education Board Bangladesh ও WEB BASED RESULT PUBLICATION SYSTEM এর মাধ্যমে প্রকাশ করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের  অনার্স, মাস্টার্স বা ডিগ্রি পরীক্ষার রেজাল্ট http://result.nu.ac.bd/ এই ওয়েবসাইটে প্রকাশ করা হয়। নিচের অংশ সকল আলাদা আলাদা ভাবে সকল বোর্ড পরীক্ষার রেজাল্ট বের করার নিয়ম দেখানো হয়েছে।

মোবাইল রেজাল্ট দেখার নিয়ম ২০২৪

স্কুল পর্যায়ে এস এস সি ও কলেজে এইচ এস সি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এটি বোর্ডের অধীনে অনুষ্ঠিত হয়। তাই পরীক্ষার রেজাল্ট গুলো শিক্ষাবোর্ড কর্তিক প্রকাশিত হয়। মোবাইলে অনলাইন ও এস এম এস এর মাধ্যমে সকল পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন। অনলাইনে দেখার জন্য যেকোনো একটি ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। উভয় ওয়েবসাইট থেকে ফলাফল দেখার নিয়ম শেখানো হয়েছে এই পোস্টে।

http://www.educationboardresults.gov.bd/ থেকে রেজাল্ট বের করার নিয়ম
  • প্রথমে গুগল থেকে http://www.educationboardresults.gov.bd/ এই ঠিকানায় প্রবেশ করুন।
  • এখন Examination সিলেক্ট করুন। যে পর্যায়ের রেজাল্ট দেখতে চান তা এখানে দিতে হবে।
  • Year এ যে বছরের রেজাল্ট দেখবেন, সেই সাল টি লিখুন।
  • এখন Board এ যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সিলেক্ট করুন।
  • এখন Roll নাম্বার দিন।
  • রেজিস্ট্রেশন নাম্বার টি সঠিক ভাবে লিখুন।
  • এরপর 9 + 8 এই ধরনের ক্যাপচা দেখা যাবে। ক্যাপচা কোড টি লিখে পূর্ণ করুন।
  • এই ধাপে সাবমিট বাটনে ক্লিক করলে রেজাল্ট দেখানো হবে।

নোটঃ 

  • এস এস সি পরীক্ষার রেজাল্ট দেখতে- SSC/Dakhil/ Equivalent অথবা SSC/Dakhil
  • এস এস সি ভোকেশনাল রেজাল্ট দেখতে- SSC (Vocational)
  • জেএসসি পরীক্ষা রেজাল্ট দেখতে- JSC/JDC
  • এইচএসসি ও আলিম পরীক্ষার রেজাল্ট দেখতে- HSC/Alim
  • এইচ এস সি ভোকেশনাল পরীক্ষার রেজাল্ট দেখতে- HSC(Vocational)
  • বি এম পরীক্ষার রেজাল্ট দেখতে- HSC(BM)
WEB BASED RESULT PUBLICATION SYSTEM FOR EDUCATION BOARDS থেকে রেজাল্ট বের করার নিয়ম
  • প্রথমে https://eboardresults.com/v2/home লিখে সার্চ করুন এবং ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • Examination এ যে পরীক্ষার রেজাল্ট দেখতে চান তা সিলেক্ট করুন।
  • এখন পরীক্ষার সাল সিলেক্ট করুন।
  • যে বোর্ডের রেজাল্ট দেখবেন তা সিলেক্ট করুন।
  • Result Type এ যে ভাবে রেজাল্ট দেখবেন তা সিলেক্ট করতে হবে। শুধু নিজের রেজাল্ট দেখতে individual result সিলেক্ট করতে হবে।
  • এখন নতুন দুই টি অপশন পাওয়া যাবে। সেখানে রোল ও রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন।
  • এরপর ৪ ডিজিটের Security Key দেখা যাবে। এটি খালি ঘরে লিখুন।
  • এরপর Get রেজাল্ট এ ক্লিক করে রেজাল্ট দেখুন।

সঠিক রেজাল্ট দেখতে রোল ও রেজিস্ট্রেশন নাম্বার নির্ভুল দিতে হবে। এবং অন্যান্য তথ্য সঠিক দিতে হবে। কোনো ভুল তথ্য দিলে রেজাল্ট দেখাবে না।

মোবাইলে এস এম এস এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম

অনেকের কাছে স্মার্ট ফোন নেই। তাই তাদের কে বিকল্প পদ্ধতিতে রেজাল্ট দেখতে হবে। রেজাল্ট দেখার জন্য মোবাইল থেকে কিছু তথ্য দিয়ে একটি নাম্বারে এস এম এস পাঠাতে হবে। এরপর আপনাকে এস এম এস এর মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

  • প্রথমে মোবাইলের এস এম এস অপশনে যান।
  • এখন সেখানে পরীক্ষার ধরনে লিখুন। যেমনঃ HSC/Alim। এখন একটি স্পেস দিন।
  • বোর্ড লিখুন এবং স্পেস দিন।
  • আপনার বোর্ড রোল লিখুন এবং স্পেস দিন।
  • year লিখুন এবং একটি স্পেস দিন।
  • 16222 নম্বারে একটি এস এম এস পাঠাতে হবে।
  • HSC <স্পেস> বোর্ড <স্পেস> Roll <স্পেস> year এবং পাঠিয়ে দিন 16222 নম্বারে
বিভিন্ন বোর্ডের জন্য এস এম এস পাঠানোর নিয়ম
  • ঢাকা বোর্ড DHA
  • কুমিল্লা বোর্ড COM
  • চট্টগ্রাম বোর্ড CHA
  • বরিশাল বোর্ড BAR
  • দিনাজপুর বোর্ড DIN
  • রাজশাহী বোর্ড RAJ
  • যশোর বোর্ড JES
  • সিলেট বোর্ড SYL
  • মাদ্রাসা বোর্ড MAD
  • কারিগরি বোর্ড TEC

উদাহরণঃ 

  • HSC DHA 123456 2023। এরপর ১৬৬২২ নাম্বারে  এস এম এস পাঠাতে হবে।

শেষ কথা

একই পদ্ধতিতে বিভিন্ন পরীক্ষার রেজাল্ট বের করা যাবে। শুধু পরীক্ষার ধরনের জায়গায় পরিবর্তন করতে হবে। জাতীয় বিশ্ব বিদ্যালয়ের রেজাল্ট কিছুটা আলাদা ভেবে দেখতে হয়। শা করছি মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম গুলো বুঝতে পেরেছেন। এই রকম আরও পোস্ট পেতে এই ওয়েবসাইটের সাথেই থাকুন।

আরও দেখুনঃ

মার্কশীট সহ এইচ এস সি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ২০২৩

এইচ এস সি পরীক্ষার ফলাফল ২০২৪ ঘোষণার তারিখ প্রকাশ